অশিক্ষিত্পটুত্বের দিন শেষ: সরদার ফারুকের সাথে অনলাইন আলাপ

Post date: Jan 3, 2014 6:21:12 AM

প্রকাশিত বই: উন্মাদ ভূগোল,আনন্দ কোথায় তুমি ,পড়ে আছে সমুদ্র গর্জন, দীপালি অপেরা , উন্মাদ ভূগোল । এবারের মেলায় বের হবে -ও সুদূর বীজতলা ,মঠের গম্বুজ ।

দুপুর মিত্র: লিটলম্যাগের সাথে প্রতিষ্ঠানবিরোধিতার সম্পর্ক থাকতেই হয় বলে মনে করেন কি? হলে কেন?

সরদার ফারুক: প্রতিষ্ঠান পোষ মানানোর চেষ্টা করে । কবি চিড়িয়াখানার জন্তু অথবা খাঁচার পাখি হতে পারেন না।

দুপুর মিত্র: আপনার কাছে কবি হয়ে ওঠা বিষয়টা কি?

সরদার ফারুক: উল্লাসে,যন্ত্রনায়, বিশ্বজনীন বোধে আলাদা হয়ে ওঠা ।

দুপুর মিত্র: কবিতা কি?

সরদার ফারুক: সেই মহাজন-উক্তি “ বোঝার আগেই যা স্পর্শ করে।”

দুপুর মিত্র: সমসাময়িক বাংলা কবিতার প্রবণতাগুলো কি?

সরদার ফারুক: শব্দের জাগলারি আর ভঙ্গি দিয়ে ভোলানোর বালখিল্যতা ।

দুপুর মিত্র: সাহিত্য আন্দোলন কি কবিতাকে পরিবর্তন করে?

সরদার ফারুক: ঠিক এর উল্টো , কবিতার বাঁকবদলই সাহিত্য আন্দোলন নামে অভিহিত হয় ।

দুপুর মিত্র: আপনি কিভাবে কবিতা লিখেন?

সরদার ফারুক: যখন প্রকাশিত হওয়া অনিবার্য বলে অনুভূত হয় ।

দুপুর মিত্র: সমসাময়িক বিশ্ব কবিতা নিয়ে আপনার মন্তব্য কি?

সরদার ফারুক: সহজ ,গভীর ,তীক্ষ্ণ ,নিরাভরণ, নির্মেদ উচ্চারণের প্রাধান্য ।

দুপুর মিত্র: আপনার লেখালেখির শুরু কবে থেকে?

সরদার ফারুক: ১৯৮০ সাল থেকে ।

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

সরদার ফারুক: না লিখে পারি না ।

দুপুর মিত্র: কবিতা লিখতে আপনার কতটুকু সময় লাগে?

সরদার ফারুক: ঠিক নেই । কখনো ১০ মিনিট ,কখনো এক বছর ।

দুপুর মিত্র: আপনি সাধারণত কোথা থেকে কবিতা লেখার বিষয় খুঁজে নেন?

সরদার ফারুক: সবকিছু থেকে, কোনো কিছুই কবিতার বিষয়বস্তুর বাইরে নেই ।

দুপুর মিত্র: একটি কবিতা লিখতে আপনার কেমন সময় লাগে?

সরদার ফারুক: এই প্রশ্নের উত্তর আগেই দেয়া হয়েছে ।

দুপুর মিত্র: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার বলে মনে করেন?

সরদার ফারুক: সব ধরণের পাঠ - গ্রন্থপাঠ ,প্রকৃতিপাঠ ,মানবচরিত্রপাঠ । প্রাচ্য ও পাশ্চাত্যের কাব্যতত্ত্ব , ছন্দশাস্ত্র,অলঙ্কারশাস্ত্র জানা থাকা জরুরি । এগুলো আপনি মানুন আর নাই মানুন । নিয়ম ভাঙতেও নিয়ম জানতে হয় । অশিক্ষিত্পটুত্বের দিন শেষ । আপনাকেও ‘অলস দুপুর’কে ধন্যবাদ ।