যাঁদের কবিতার তাত্পর্য বুঝতে গেলে মোবাইলে ফোন করতে হয় তাঁদের কবিতা খারাপ লাগে: পাভেল আল ইমরানের সাথে অনলাইন আলাপ

Post date: Jun 11, 2012 8:25:08 AM

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

পাবেল আল ইমরান: ঈশ্বর আর কবির মাঝে এই বিষয়ে সাদৃশ্যতায় দ্বিমত নেই। খেয়াল বশতঃই স্রষ্টার সৃষ্টি। যদিও ঈশ্বর ক্ষানিক স্বার্থবাদী গুনকীর্ত্তনের প্রয়াস চালায়। কিন্তু কবি হাততালির জন্যই কবিতা লিখেন না - যদিও হাততালি কবি গম্ভুজের সুরকি ।

দু: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার?

পা: কবিতা বি সি এস পরীক্ষা নয়। তবে কবির জ্ঞানার্জন অত্যাবশ্যক। প্রকৃতি হতে জ্ঞানার্জনে সমর্থ না হলে পুস্তক পাঠ আর জীবনের গভীরে ঢুকে অভিযান চালাতে হবে।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার ভাল লাগে এবং কেন?

পা: হাসানআল আব্দুল্লাহ, টোকন ঠাকুর, ওবায়েদ আকাশ, আলফ্রেড খোকন -দের কবিতা ভালো লাগে। কেন যেন এঁদের কবিতা আমাকে টানে খুব করে।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার খারাপ লাগে এবং কেন?

পা: খারাপ লাগা কবিদের সংখ্যা অদৃশ্য। যাঁদের কবিতার তাত্পর্য বুঝতে গেলে তাঁদের মোবাইলে ফোন করতে হয় ........

দু: নব্বই ও শূন্য এই দুই দশককে আপনি খুব কাছে থেকে দেখেছেন। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?

পা: কবিতাকে কোনো দশকে বেঁধে রাখা কষ্টকর। যদি বলি, তাহলে বলব-নব্বইয়ে কাব্য সাম্পানে পতপত করে বাতাস ধরা একটা বাদাম টাঙ্গিয়েছিল, শুন্যে এসে সেই রঙিন বাদামের রং বিবর্ণ হয়ে ছিড়ে দিকবিদিক নাও, কিংকর্তব্যবিমূঢ় মাঝি ।

দু: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?

পা: দুই বঙ্গের সাহিত্যকে অভিন্ন ধরি আমি। খন্ডভুক্ত করলে বলা যায়- পশ্চিমবঙ্গের চেয়ে বাংলাদেশে সাহিত্য চর্চা বেশি হয়। বাংলাদেশের কবিরা সুররিয়ালিজম, বিট মতবাদগুলোর মিশ্রতায় নতুন কিছু খুঁজতে ব্যস্ত। তবে, পশ্চিমবঙ্গের কবিরা সাহিত্যকে অনেক সিরিয়াসলি নিতে জানে।

দু: ব্লগ সাহিত্যকে কি বিশেষ কিছু দিচ্ছে?

পা: অবশ্যই! প্রগতিকে সর্বদা স্বাগতম! লেপটপ টেপাটা এখন ফ্যাশন বা গেমসের মত। গেমসের মাঝেই সাহিত্য রস(!) আস্বাদন, চমত্কার !

দু: লিটলম্যাগের চাইতে ব্লগ গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় কি? হলে কেন না হলে কেন নয়?

পা: না। কাগজ মাধ্যম সাহিত্যের কুলীন স্থান। লিটলম্যাগ একটা আন্দোলনের মত। প্রথম কিন্তু সমর্থন পায়নি অনেকের। এখনও তরুণ কবিরাই এর প্রধান লেখক। তবু লিটলম্যাগ আজ সফল। আমি হলফ করে বলতে পারি - ব্লগ সাহিত্য একটা বিপ্লব ঘটাবে; কিন্তু তা সাহিত্য ও সাহিত্যিকের সম্মান কমাবে,তেমনি কাগজ সাহিত্যেরও।

দু: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?

পা: দৈনিকগুলো সাহিত্য ব্যাপারে এখন অতো সিরিয়াস নয়। সাহিত্যের একটা পাতা রাখতে হবে বলেই রাখছে যেন। পাঠকের মনে নাড়া দেওয়ার উপযোগী করে দৈনিকে সাহিত্য উপস্থাপিত হয় নি বলে মনে হচ্ছে।

সাহিত্য প্রেমী সকলকে অনেক ভালবাসা এবং আপনার প্রতি শ্রদ্ধা রইলো ,দাদা।