আশি এবং নব্বুই থেকে নতুন কবিতা: শামীম আজাদের সাথে অনলাইন আলাপ

Post date: Feb 28, 2014 1:11:09 PM

প্রকাশিত বই: জন্মান্ধ জুপিটার, ওম, জিয়ল জখম, অগ্নি ও জল, বিলেতের স্ন্যাপসট, বিলেতের কথা, প্রিয়ংবদা, স্মৃতি কাব্য, রাণীর দেশে রঙ্গীন দেশে, পকেটভরা পাপড়ি।

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

শামীম আজাদ: নিজ অহী লিখে রাখবো, তাই। প্রতিরাতে চান্দের রূহানী দেখি, গলে কোহিনূর। কোথাও না কোথাওতো তা রাখতে হবে।

দুপুর মিত্র: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার?

শামীম আজাদ: একটি উন্মাদনার বড়ি খেয়ে এক কাপ বেদনা ঢেলে এক সংক্ষুব্ধ সূর্যের টেবিলে বসি। অন্যত্র রবীন্দ্রসংগীত বা যে কোন হাবিজাবি গান লাগে। তবে উন্মাদনার বড়িটি সংগ্রহ করি পাঠ থেকে আর অভিনিবেশপূর্ণ অবলোকন থেকে, সে যাই হোক, কানা মৌমাছি বা রাতের কণা। একত্র ব্যয় হলে পর আমি জাগি আর লিখি।

দুপুর মিত্র: সমসাময়িক কাদের কবিতাকে আপনার ভাল লাগে এবং কেন?

শামীম আজাদ: সরকার আমিনের লোকালয়,কচি রেজার তার চিন্তার চঞ্চলতা, দেলোয়ার হোসেন মঞ্জুর বিনির্মান বিদ্যা, মুজিব ইরমের আনাজী স্বাদ, আন্দালীবের মুহূর্তকে মানিক করা,চঞ্চল আশরাফের মিনি চেতনায় গ্রেফতারিকৃত বিগ এ্যান্ড ব্রড পার্স্পেক্টিভ, শওকত টিপুর ‘তোমাদের জন্য’ আবহ, অদিতী ফাল্গুনীর বিষয় চিন্তা, ফেরদৌস নাহারের ডুব, জুয়েল মাজহারের মাতাল শব্দ বন্ধন, দ্বিত্তা শুভ্রার ভাঁজ, চয়ন খায়রুল হাবীবের গরম কাদা, লাবন্য প্রভার সাহস, মিলটন রহমানের শব্দচূর্ণ, ওবায়েদ আকাশের কবি হৃদয়, আবু মকসুদের একাগ্রতা, খাতুনে জান্নাত এর নিষ্ঠাপ্রিয়তা, অপরাহ্ন সুস্মিতোর শব্দ বিস্তার, মেঘ অদিতীর তীর্যক ছবি- সবি ভাল লাগে। এরা নব্বুই থেকে শূন্য ও শুন্য থেকে এসময় পর্যন্ত ব্যপ্ত । এদের কয়েক জনকে কাছে থেকে দেখতে দেখতেই দূরে এই বিলেতে চলে আসা। এখন এদের ও তার পরের কবিগনকে দূর থেকেই কাছে করেছি। বৎসরান্তে বই মেলায়, আজিজ মার্কেটে কাছে থেকে দেখার আশায় থাকি।

.

দুপুর মিত্র: সমসাময়িক কাদের কবিতাকে আপনার খারাপ লাগে এবং কেন?

শামীম আজাদ: খারাপ লাগলেতো পড়ি না। মনে রাখি না। তাদের কথা। আর কবিতা হলে তা খারাপ হয় না।

.

দুপুর মিত্র: নব্বই ও শূন্য এই দুই দশককে আপনি খুব কাছে থেকে দেখেছেন। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?

শামীম আজাদ: আসলে আমি আশি দেখেছি। আমারও স্ফূরণ তখনি, দেখেছি এমন কি নিজেও শামসুর রাহমানকে অতুক্রম করার চেষ্টা করেছি। রফিক আজাদ, বেলাল চৌধুরী, রুবি রহমান, অসীম সাহা, ত্রিদীব দস্তিদার, মাকিদ হায়দার, নীর্মলেন্দু গুণ বা জাহানারা রফিকের পল্প মাড়িয়ে ছাড়া ছাড়া শুন্যতায় ডুবে কখনো মন্দাক্রান্তা, কখনো কবিতাকে জনপ্রিয় করার আন্দোলনে কবিতায় নিজে যে অনুজদের সতীর্থ তারিক সুজাত, নাসির আহমেদ মোহন রায়হান, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, কামাল চৌধুরী তাদের সঙ্গে টিএসসির সড়ক দ্বীপে, পদাবলীতে, বিচিত্রাতে গেলাস গেলাস চায়ে ডুবে থেকেছি। নব্বু্মান,আমার সে সুখির্তা জীবণ ছেড়ে আমি দেশান্তরী হয়েছি।

মূল্যায়ন! সে তো অমূল্য। সত্তরের স্বাধীণতার শ্লোগান ছেড়ে বেরিয়ে আসার ডেস্পারেশনে যে বীজ উপ্ত হয়েছিল, তার চারা আশিতে এবং নব্বুই থেকে নতুন কবিতা।

.

দুপুর মিত্র: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?

শামীম আজাদ: ভাল ফারাক। সনাক্ত করা যায় একাত্তরের পর থেকে। বাংলাদেশে লাল মানেই যুদ্ধ, একাত্তর মানে স্বাধীনতা, বায়ান্ন নম্বর মানেই অক্ষর। এসব শাব্দিক দ্যোতনার বাইরেও আমার মনে হয় যেন ওপারে পেলবতা আর এপাড়ে মুখরতা।

.

দুপুর মিত্র: ব্লগ সাহিত্যকে কি বিশেষ কিছু দিচ্ছে?

শামীম আজাদ: সাহিত্য আখ্যা দিলে, অতি অবশ্যই দিচ্ছে।

.

দুপুর মিত্র: লিটলম্যাগের চাইতে ব্লগ গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় কি? হলে কেন না হলে কেন নয়?

শামীম আজাদ: তা কখনো সম্পূরক কখনো সমসাময়িকতার প্রয়োজনে যাকে দরকার আমি তাকেই গুরুত্ব দিই।

.

দুপুর মিত্র: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?

শামীম আজাদ: একটু অনাগ্রহী। বোধ করি আমার সঙ্গে একটা কম্যুনিকেশন গ্যাপ হয়ে গেছে।