আশিষ মজুমদার এর কবিতা

Post date: Oct 22, 2011 3:00:55 PM

কোথাও নেই আমি

ভেঙে ভেঙে যাই অবিরাম পথে পথে।

শুন্যতার মনোমুগ্ধ আচরণে শ্বাসরুদ্ধ হয়ে আসে ক্রমশ।

অথচ নিশ্চুপ বসেছিলাম ফ্লাইওভারের তলায়।

উচু নীচু সিঁড়িতে হারানো বিজ্ঞপ্তির মত হারিয়ে যায়

তোমার আমার নিয়মিত চিৎকার।

প্রতিরাতে ফেরার হয়ে যাই নগ্ন আমি, আমার শরীর।

তোমার আমার নিস্পাপ হাতাহাতির মধ্যে,

আমি শুনেছিলাম ভালবাসার অমর কাব্য।

এক গভীর শুন্যতার নাম হিংসা,

সেটাই তোমার আমার প্রেম।

আজ আমি কোথাও নেই।

নেই আমি কোথাও, ডাইনে বায়ে পুবে পশ্চিমে উত্তরে দক্ষিণে।

কোথাও নেই আমি, মৃত্যুর পরেও আমাকে সেখানেই রেখ।

সেই না ডাইনে না বায়ে না পুবে না পশ্চিমে।

মিলিয়ে দিও অন্ধকারে, যেখানে সবই অজানা

কোনদিকে ছিলাম আর কোনদিকে চললাম।

অন্ধকারই ভাল, আলোহীন পদযাত্রায় সকলেই

নির্মোহ জীবন কাটায়।

সেখানে দিনের আলোর মত,

পরিস্কার হয়ে যায় ঋতুপরিবর্তন।

অনিয়মের হাওয়া

এই মরসুমে আর দেখা হবেনা

মেঘ বৃষ্টি ঝরাপাতার শব্দ তিরতির করে বয়ে যাবে

ভাঙা জানালায়, অনিয়মের হাওয়া লেগেই

থাকে জীবনভর।

সেই কবে দেখা হয়েছিল

তারপর দীর্ঘ জীবন, না দেখায় কেটে গেল

অনেকটা সময়, নানা গল্পে ঝরে গেছে বহু কবিতা।

মুঠো মুঠো স্মৃতির পালক,

সুখের অতীত নরম আদর,

রকমারি অসুখের লাল নীল অষুধ।

প্রেমহীন হেঁটে যাওয়া সরু আলপথ ধরে-

হাওয়ার সঙ্গে খেলতে খেলতে কথা বলা,

দৃশ্য থেকে দৃশ্যে, শয্যা থেকে শয্যায়,

রাত থেকে দিনে, শরীর থেকে শরীরে,

এ সবই কথার কথা

তারপরও কি কথা থাকে।

এখনও দেখা হয় কথা হয়

দেখা হতেই চিনে নিতে পারি, কে তুমি,

কি নাম তোমার, কবে তোমায় দেখেছিলাম।

কোথায় ছিল তোমার ঘর, কেইবা আমি, জামার হাতায়

চশমার কাঁচ মুছে পরিস্কার করি ঝাপসা চোখ,

ঘরের সব আলো জ্বেলে দাও,

জ্বলে উঠুক তারকারা,

নিভে যাক যত অন্ধকার।

এই মরসুমে আর দেখা হবেনা

মেঘ বৃষ্টি ঝরাপাতার শব্দ তিরতির করে বয়ে যাবে

ভাঙা জানালায়, অনিয়মের হাওয়া লেগেই

থাকে জীবনভর।