মনে পড়ে, এক দৈনিকেই আবুল বাশারের 'কাফননামা' পড়ে চমকে উঠেছিলাম: অর্ণব পণ্ডার সাথে অনলাইন আলাপ
Post date: Jun 18, 2012 9:03:31 AM
প্রকাশিত বই: কাঁচাবাঁশের গন্ধ
দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?
অর্ণব পণ্ডা: কলেজজীবনে, নিঃসঙ্গতা থেকে আমার কবিতা লেখা শুরু। কিন্তু কেন লিখি তার স্পষ্ট কোনো উত্তর নেই আমার কাছে। তবে লিখে ভালো লাগে। একটা অপর অস্তিত্ব টের পাই নিজের।
দু: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার?
অ: লেখা আকস্মিকভাবে আসে, কিন্তু তার প্রস্তুতি সবসময়ের। প্রকৃতপক্ষে,একজন কবির চোখ আর কান এই দুই ইন্দ্রিয়ের সংবেদনশীলতা তার প্রস্তুতির পথ গহন করে তোলে। বাকি যা কিছু,পারিপার্শ্বিক হিসেবে দেখা যেতে পারে।
দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার ভাল লাগে এবং কেন?
অ: অনেক তরুণের লেখাই ভালো লাগে। হিন্দোল,কুন্তল,নির্মাল্য,শুভেন্দু দলুই,রাকা,মুজিবর,অভিমন্যু,শ্যামসুন্দর,রাজদীপ,অস্তনির্জন.এদের লেখা ভালো লাগে।কেন,তা ব্যাখ্যার অতীত।ভালো লাগে,এটুকুই।
দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার খারাপ লাগে এবং কেন?
অ: যা ভালো লাগে না তা নিয়ে আর কি বলব!
দু: নব্বই ও শূন্য এই দুই দশককে আপনি খুব কাছে থেকে দেখেছেন। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?
অ: দশক নিয়ে আলাদা কোনো ভাবনা নেই আমার। একএকজন কবির কবিতা একএকধরনের।পাঠক হিসেবে এভাবেই দেখতে অভ্যস্ত।
দু: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?
অ: বাংলাদেশের কবিতা,সবিনয়ে জানাই,বেশি পড়া হয়নি আমার।তুল্যমূল্য বিচার তাই আমার ভুল হবে।
দু: ব্লগ সাহিত্যকে কি বিশেষ কিছু দিচ্ছে?
অ: কম্পিউটার ব্যবহারে আমি এখনও নড়বড়ে। ব্লগ নিয়ে আমার বিশেষ ধারনা নেই।
দু: লিটলম্যাগের চাইতে ব্লগ গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় কি? হলে কেন না হলে কেন নয়?
অ: লিটলম্যাগ খুবই শক্তিশালী মাধ্যম। ব্লগ সম্পর্কে আগেই বলেছি।
দু: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?
অ: আলাদা কোনো পর্যবেক্ষণ নেই। পাঠক হিসেবে আমার নিজস্ব গ্রহণ বর্জন আছে। ভালো লেখা যেখানেই ছাপা হোক আমার কাছে গ্রহণীয়। মনে পড়ে, এক দৈনিকেই আবুল বাশারের 'কাফননামা' পড়ে চমকে উঠেছিলাম ।