নিজের ভাবনা ব্যক্ত করতে লিখি: দিলীপ তলয়ারের সাথে অনলাইন আলাপ

Post date: Dec 14, 2012 6:22:35 AM

প্রকাশিত বই: আধেক লীন, ও পরমার্থ ও গাছপালা, ধূলি ধূসরিত, পাথর, উড়ন্ত তাস এবং সলমা-জরি, নীলসময়েরকুহুগান

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

দিলীপ তলয়ার: নিজের ভাবনা ব্যক্ত করতে লিখি, তাছাড়া এটাই একজন কবির কাজ এবং দায়, আমি তাই দায়বদ্ধ। তাই আমাকে লিখতে হয়।

দুপুর মিত্র: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতির দরকার?

দিলীপ তলয়ার: মানুষ জীবনের যাবতীয় উথ্থান-পতন তথা স্বপ্ন বিষয়িত যাপন কথা, স্বাধিকারের চেতনা এবং শিকড় সন্ধানী অনুভববেদ্যতার স্বরূপ নির্মাণের প্রস্তুতি দরকার।

দুপুর মিত্র: সমসাময়িক কাদের কবিতা আপনার ভাল লাগে এবং কেন?

দিলীপ তলয়ার: অনেকের লেখা, জয়-পিনাকী-শিবাশীষ-সমর চক্রবর্তী-সুবীর সরকার- আবির সিংহ- রাহুল চক্রবর্তী-ভূদেব কর- যশোধরা-বিশ্বজিৎ লায়েক, রিমি দে- অমল দেব- মহীতোষ মণ্ডল এবং আরো অনেকের। এদের লেখার বার্তা আর বিজ্ঞান, কথন শৈলী, বক্তব্যের সূচিমুখ তথা অভিঘাত আমাকে ভাবায় এবং নতুনের সন্ধানী মনন মনোজ্ঞ হয়ে ওঠে।

দুপুর মিত্র: সমসাময়িক কাদের কবিতা আপনার খারাপ লাগে এবং কেন?

দিলীপ তলয়ার: যারা নন্দিত করার নির্মীতি প্রয়াস লেখায় ফুটিয়ে তুলতে চান না।

দুপুর মিত্র: নব্বই ও শূন্য এই দুই দশককে আপনি খুব কাছে থেকে দেখেছেন। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?

দিলীপ তলয়ার: পালকের ভার হয়ে ওঠুক কবিতা তারই প্রয়াস দেখা গেল এই সময়ে (আমার তাই মনে হয়েছে), তাছাড়া ভোগবিলাস ও প্রতিষ্ঠান বিরোধিতায় ব্যঙ্গ প্রবণতা আচ্ছন্ন করেওছে ইতোমধ্যে। নতুন শব্দ অনেক গড়ে উঠেছে আবার ধারাবাহিক সমাজমনস্কতার চর্চায় ঐতিহ্যচ্যূতির লক্ষণ নিয়ে প্রকাশিত হয়ে পড়েছে যেন। জনদুর্দশায়- সাহিত্যের ধারণা হারিয়ে যাচ্ছে...।

দুপুর মিত্র: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাক কোথায়?

দিলীপ তলয়ার: পশ্চিমবঙ্গের কবিতা যাবতিয় বন্ধনের খিলান ভেঙে ফেলতে সক্ষম হয়ে উঠছে ক্রমাগত আর বাংলাদেশের কবিতা তার পারম্পর্যতার নিবিড়তায় বাঁধা থেকে বাংলা ভাষার সমিহম প্রতিষ্ঠার আকড় তথা শিকড় থেকে এখনো দূরে সরে যায় নি, ফলে আধুনিক যাপনের বহুরৈখিকতায় নতুনের সাথে পুরনোর আদরায় কেবল ভাঙচুর ভাঙচুর ... ভাষায় মুক্তমন-প্রয়াস যদিও বা সফলভাবে পথ খুঁজে পাচ্ছে।

দুপুর মিত্র: ব্লগ সাহিত্য কি বিশেষ কিছু দিচ্ছে?

দিলীপ তলয়ার: হার্ড কপি যত দূর যেতে পারছে না , তত বেশি দূর ব্লগ পৌঁছে যাচ্ছে অবশ্যই। পাঠক-লেখক যোগাযোগ নিবিড় হচ্ছে। আধুনিক মাধ্যমে কথোপোকথন স্থাপিত হচ্ছে টেবিলে বসেই। স্থানিক শিল্প চিত্র-রূপ পেয়ে সরাসরি ছবি শিল্প হয়ে উঠছে। ক্ষুদ্রক্ষুদ্র মতামত চটজলদি জানা যাচ্ছে। কবিমনে সমালোচনার অভিঘাত নিশ্চিত দ্রুততার সাথে রেমিডিয়াল থেরাপির মত কাজ করছে। কবি সতর্ক আর সংযমী বৃত্ত বুঝে নিতে পারছেন অবশ্যই।

দুপুর মিত্র: লিটলম্যাগের চাইতে ব্লগ গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় কি? হলে কেন না হলে কেন নয়?

দিলীপ তলয়ার: গুরুত্বপূর্ণ- এই কথায় যাচ্ছি না, আগেই বলেছি অতি দ্রুত বেশি মানুষের সাথে যোগাযোগ হয় ব্লগের মাধ্যমে, সেখানে পত্রিকা হার্ড কপি সবার কাছে পৌঁছায় না কারণ সব পাঠকের সাথে চেনার জানার অভাব থাকে(গ্রাহক-সদস্য ছাড়াও)। বড় পত্রিকার ক্ষেত্রে ব্যাপারটা বাজার করে। লিটল ম্যাগের হার্ড কপি অলংকরণসহ সামগ্রিক চেহারাটা নিজের টেবিলে জীবন্ত উপস্থিতির জানান দিতে সক্ষম। ব্লগ থাকে ওয়েব দুনিয়ার আলো ছায়ার ঘেরাটোপে কিছুটা অন্তর্লীন অবস্থায়, দৃশ্যমানতা সেখানে উপস্থাপনার দিক থেকে মন্দ।

দুপুর মিত্র: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কী?

দিলীপ তলয়ার: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য (সাময়িকীসহ) তাৎক্ষণিকতা নিয়ে হাজির হয়, পরে সে সসব গ্রন্থিত হয়। অনেক লেখা ভালো লাগে। ধারাবাহিক উপন্যাস, ভ্রমণ, কবিতা, চিরায়ত সাহিত্যচর্চাসহ নানান বিষয়ের ভালো ভালো লেখা প্রকাশিত হয়। বড় কাগজে বড় পরিচিতির মাধ্যমে লেখকের আত্মপ্রকাশ ঘটে।