দৈনিকের সাহিত্য ছোট ছোট লাইনের ও কাহিনী আকারের সাংবাদিকতা: নগর সন্ন্যাসীর সাথে অনলাইন আলাপ

Post date: Dec 20, 2012 7:42:30 AM

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

নগর সন্ন্যাসী: আমি লিখি, প্রথমত মৃত্যু ও স্খলণ মন থেকে সরিয়ে দেবার চেষ্টা করে এক ধরনের মরমী সুখ উপভোগ করার জন্য। দ্বিতীয়ত এবং মূলত আমি স্পষ্ট জানি না কেন লিখি, যদিও জানি এখন আত্নহত্যা করলে সব মিটে যায়- আমি অনুতাপ করব না যে আমার অনেক কামনা-বাসনা ছিল।

দুপুর মিত্র: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার?

নগর সন্ন্যাসী: কবিতা লেখার জন্য একজন কবির সচেতন অধ্যয়ন ও প্রচুর ভাবনা দ্বারা মানস-চোখ সৃষ্টি করা প্রয়োজন, যার মাধ্যমে জীবনকে বিভিন্নভাবে দেখতে পারে। অগ্রজ সত্যদ্রষ্টা কবিগণ কিভাবে কিভাবে দেখার চেষ্টা করে গেছেন তা উপলব্ধি করে দেখা ও যুগকে ধারন করা কবির জন্য অনেক জরুরি।

দুপুর মিত্র: সমসাময়িক কাদের কবিতাকে আপনার ভাল লাগে এবং কেন? সমসাময়িক কাদের কবিতাকে আপনার খারাপ লাগে এবং কেন? নব্বই ও শূন্য এই নগর সন্ন্যাসী: দুই দশককে আপনি খুব কাছে থেকে দেখেছেন। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?

এসব প্রশ্নের ভালো উত্তর আমার কাছে নেই। সমসাময়িক কবিতা মনযোগ দিয়ে অতটা পড়ে উঠতে পারিনি।

দুপুর মিত্র: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?

নগর সন্ন্যাসী: যখন থেকে পশ্চিমবঙ্গ ও পুর্ববঙ্গ (বাংলাদেশ) নামে পৃথক হয়ে গেছে, ইতিহাস ও জীবন-যাপনও প্রবাহিত হয়েছে দু'দিকে। ফারাক কিছুটা হবেই। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, একটি স্বাধীন ভূখণ্ডের স্পিরিট বাংলাদেশের সাহিত্যকদের যতটা আন্দোলিত করেছে, পশ্চিমবঙ্গবাসীকে অতটা না করাই স্বাভাবিক।

দুপুর মিত্র: ব্লগ সাহিত্যকে কি বিশেষ কিছু দিচ্ছে? লিটলম্যাগের চাইতে ব্লগ গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় কি? হলে কেন না হলে কেন নয়?

নগর সন্ন্যাসী: ব্লগের মাধ্যমে হোক আর লিটলম্যাগের মাধ্যমে হোক, আগে চাই সৃষ্টিশীল লেখা। ফোনসেটে ইন্টারনেট ব্যবহারের সুবাদে ব্লগ দ্রুত পৌঁছানোর একটা সম্ভাবনা আছে। তবে দুটোই গুরুত্বপূর্ণ।

দুপুর মিত্র: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?

নগর সন্ন্যাসী: দৈনিকে সাম্প্রতিক যে সাহিত্য প্রকাশিত হয়, অনেক সময় তা দেখে মনে হয় ছোট ছোট লাইনের ও কাহিনী আকারের সাংবাদিকতা। পত্রিকায় সৃষ্টিশীলতার চেয়ে পাঠক প্রিয়তার ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি কাজ করে বেশি। ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনায় গতানুগতিক নীতি-নৈতিকতা সম্পন্ন শব্দ ব্যবহারের একটা আরোপিত প্রভাব কাজ করে, যা নিছক খ্যাতি লোভী লেখকেরা ব্যবহার করে থাকে।