লিটল ম্যাগাজিনের চাইতে ব্লগেই ঝুঁকছে লেখক-পাঠক: নুরুন্নাহার শিরীনের সাথে অনলাইন আলাপ

Post date: Aug 2, 2012 3:24:01 PM

প্রকাশিত বই: নির্বাচিত দেশজ কবিতা

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

নুরুন্নাহার শিরীন: কেন কবিতা লিখি এ নিয়ে আদতেই ভাবিনি মনে হয় হয়তো বড়-বড় কবির কবিতায় আসক্ত হয়েই তাদের অনুকরণে প্রথম নিজের একটি খুব ছেলেবেলায় দাঁড় করাতে চেয়েই কবিতাপ্রীতি-শব্দবন্ধ আজও ছাড়ছেনা এই ছাপ্পান্ন অতিক্রমণের কালেও !

দু: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার?

নু: তেমন কোনও প্রস্তুতি ছাড়াই হঠাত লেখা এসেই যায় আপনা থেকে যখন-তখন এবং তখনই কিছু না কিছু লেখা হয়েই যায়।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার ভাল লাগে এবং কেন?

নু: সমসাময়িক কবিতা বলতে পত্রপত্রিকার সাহিত্য পাতায় যখন যাদের কবিতা দেখি পড়ি এবঙ অনেক অকবিতার ভিড়েও দুইচারখানা চমতকার কবিতাও পাই, ভালোলাগে, যদিও এই মুহূর্তে সবার নাম মনে আসছেনা, ক্ষমাপ্রার্থী।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার খারাপ লাগে এবং কেন?

নু: অকবিতা না হলে খারাপ লাগেনা, আগ্রহ নিয়েই পড়ি। কবিতা যদি কবিতা মনে না হয় তবে তো খারাপ লাগাই স্বাভাবিক, তাই না?

দু: নব্বই ও শূন্য এই দুই দশককে আপনি খুব কাছে থেকে দেখেছেন। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?

নু: সম্ভাবনাময় এ কথা নির্দ্বিধায় বলি।

দু: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?

নু: পশ্চিমবঙ্গের কবিতা আধুনিকতায় ধাবমান বিচিত্র উপায়ে। এবং বাংলাদেশের কবিতা হতে গাঁয়ের সোঁদাল গন্ধ সম্পূর্ণ উবে যায়নি, বিশেষত দেশাত্মবোধ অনেক বেশিই মনে হয়।

দু: ব্লগ সাহিত্যকে কি বিশেষ কিছু দিচ্ছে?

নু: ব্লগ সাহিত্যে বিশেষ কিছুই কিছুই হয়তো দিচ্ছেনা, কিন্তু আজ যে ব্লগ এক শক্তিমন্ত প্লাটফরম গড়েছে বিশ্বময় এই সত্য অস্বীকারের জো' নেই । প্রবীন-নবীনের পদচারণামুখর ব্লগসাইটগুলো । অনেক সমৃদ্ধ লেখাও উঠে আসচে। জনপ্রিয়তা পাচ্ছে। অন্তর্জালে ছড়িয়ে পড়ছে বলেই লিটল ম্যাগাজিনের চাইতে ব্লগেই ঝুঁকছে লেখক-পাঠক অধিক হারে, দেখে শুনে এই মনে হয়।

দু: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?

নু: বিশেষ পর্যবেক্ষণ নেই আমার, বিশেষ লিখিওনা দৈনিকের সাহিত্য পাতায় আজকাল, তাছাড়া কবিতাও কম লিখছি আজকাল। হয়তো কবিতায় মন নেই তেমন। মাঝেমাঝে ফেইসবুক-এ যখন যা মনে আসে শব্দ-ছবি পোস্ট করি। ব্যাস, এইটুকুই।