কবি হতে চাইলে অবশ্যই কবিতা লিখতেই হয়: ঐশী দত্তের সাথে অনলাইন আলাপ

Post date: Sep 19, 2013 6:35:45 AM

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

ঐশী দত্ত: আমি লিখলে সাহিত্যে নতুন কিছু যোগ হতে পারে,এটা আমার ধারনা।

দুপুর মিত্র: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার?

ঐশী দত্ত: কবি হতে চাইলে অবশ্যই কবিতা লিখতেই হয়, তবে মনের শুদ্ধতা দরকার।

দুপুর মিত্র: সমসাময়িক কাদের কবিতাকে আপনার ভাল লাগে এবং কেন? সমসাময়িক কাদের কবিতাকে আপনার খারাপ লাগে এবং কেন?

ঐশী দত্ত: যখন যে ভালো লিখে তারটাই ভালো লাগে,আবার যথন যে খারাপ লিখে তারটাই খারাপ লাগে,

দুপুর মিত্র: নব্বই ও শূন্য এই দুই দশককে আপনি খুব কাছে থেকে দেখেছেন। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?

ঐশী দত্ত: নব্বই ও শূন্য দশকের মূল্যায়ন তো অবশ্যই আছে,কিছু বুঝেছি,আবার কিছু বুঝিনাই,এটার দায় আমার নতুবা তাঁদের।

দুপুর মিত্র: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?

ঐশী দত্ত: পার্থক্য ভাষাগত ও চেতনার।

দুপুর মিত্র: ব্লগ সাহিত্যকে কি বিশেষ কিছু দিচ্ছে?

ঐশী দত্ত: ব্লগ সাহিত্যকে অবশ্যই কিছু দিয়েছে।

দুপুর মিত্র: লিটলম্যাগের চাইতে ব্লগ গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় কি? হলে কেন না হলে কেন নয়?

ঐশী দত্ত: লিটলম্যাগ ভালো তবে ব্লগ লিটলম্যাগ কেও ছাপিয়ে যেতে পারে।

দুপুর মিত্র: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?

ঐশী দত্ত: সাম্প্রতিক সাহিত্যকে একদল উপরে উঠায়, আবার একদল টেনে নিচে নামায়-এইসব পরিবর্তন করা উচিত!