পশ্চিমবঙ্গের কবিরা বির্নিমাণ ও কবিতার রহস্যময়তা নিয়ে বেশি ভাবিত: কবি সুবীর ঘোষের সাথে অনলাইন আলাপ

Post date: Jun 26, 2012 5:36:02 AM

প্রকাশিত বই: রোদ্দুরে তোমার স্বস্ত্যয়ন, কবে চলে যাব ঠিক নেই, জ্যোস্নায় না আঁধারে না (সুবীর ঘোষ ও মৃণাল বণিক), স্বনির্বাচিত কবিতা

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

সুবীর ঘোষ: ছোটোবেলায় কবিতা পড়তে পড়তে শখ জাগে নিজে লেখার । তখন আমার সাত । সে কবিতাকে ফটোগ্রাফিক কবিতা বলা যেতে পারে , যা দেখেছি তা-ই । বড়ো বয়সে আমার সাংকেতিকতার দরকার পড়ে কারণ কবিতার মধ্যে লুকোনো আছে আমার উৎসব,হতাশা,প্রে্‌ম,যৌনতা এবং সব রকমের অবৈধ বাসনা। সাংকেতিকতা হল সেই পাসওয়ার্ড যা আমার লুকোনো ফাইল খুলতে পারে । আমার কবিতা কোনো দেশ-উদ্ধারের জন্য নয় বরং সেই বার্নাড শ-য়ের কথার মতো-Poet speaks to himself only others hearsay.

দু: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার?

সু: প্রস্তুতি কিছু নেই। কবিতা প্রসববেদনার মতো। চাড় এলেই লেখা আসে। তবে একজন কবি যত লিখবেন তার চৌগুণ পড়বেন। নইলে সমসময় থেকে পিছিয়ে থাকবেন ।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার ভাল লাগে এবং কেন?

সু: আমার প্রিয় কবিদের তালিকা দিলাম-শঙ্খ ঘোষ,শক্তি চট্টো,মণীন্দ্র গুপ্ত, স্বদেশ সেন, প্রণবকুমার মুখো, মৃণাল বসুচৌ,ভাস্কর চক্র,কবিরুল ইসলাম,বাসুদেব দেব,কালীকৃষ্ঞ গুহ,মৃদুল দাশগুপ্ত,শ্যামলকান্তি দাশ,শংকর চক্র, মৃণাল বণিক,রাজকুমার রায়চৌ,নীলাঞ্জন মুখো,সমরেশ মণ্ডল প্রমুখ। এঁদের লেখায় আমার অনুভবের সমর্থন পাই ।

এবং আল মাহমুদ,রফিক আজাদ,মহাদেব সাহা, নির্মলেন্দু গুঁই,সাযযাদ কাদির (বাংলাদেশের কবিতা হাতে বেশি পাই না )

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার খারাপ লাগে এবং কেন?

সু: খারাপ লাগা কবিতা মনে রাখি না ।

দু: নব্বই ও শূন্য এই দুই দশককে আপনি খুব কাছে থেকে দেখেছেন। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?

সু: ৯০ ও ০ দশকে কবিতা লেখার জোয়ার এসেছে। নানা নিরীক্ষা আঙ্গিকের বৈচিত্র্য ছন্দ এবং রান-অন কম কথার ঝিলিক সর্বোপরি যাপনচিত্রের গুরুত্ব ও মাহাত্ম্য এগুলিই আমাকে মুগ্ধ করে।

দু: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?

সু: পশ্চিমবঙ্গের কবিরা সবাই সুখী কিনা জানিনা কিন্তু জীবনসংগ্রাম ও বিপন্নতার পরিচয় বেশ কম। যেরকম পাই মণিভূষণ ভট্টা ও পবিত্র মুখো-র লেখায়। বাংলাদেশের কবিতায় এটি যেমন পাওয়া যায় তেমনি দেশকালের উপস্থিতিও খুব সরব। পশ্চিমবঙ্গের কবিরা বির্নিমাণ ও কবিতার রহস্যময়তা নিয়ে বেশি ভাবিত ।

দু: ব্লগ সাহিত্যকে কি বিশেষ কিছু দিচ্ছে?

সু: ব্লগের স্থায়ী মূল্য নেই । স্বল্প সময়ে অনায়াসে সাহিত্যচর্চা হিসেবে ভালো। তবে এটা যুগের দাবি ও উপহার। ই-পত্রিকাকে উপেক্ষা করা বোকামি।

দু: লিটলম্যাগের চাইতে ব্লগ গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় কি? হলে কেন না হলে কেন নয়?

সু: আমার কাছে লিটল ম্যাগ বেশি প্রিয় কারণ নেড়েচেড়ে পড়া যায়। রেফারেন্সের জন্য টেনে বের করা যায়। তাছাড়া পত্রিকায় নাম ছাপা দেখতে যত ভালো লাগে স্ক্রিনের নামে সেই আনন্দ নেই।

দু: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?

সু: দৈনিক পত্রের সাহিত্যমূল্য কম। একটা চটজলদি ব্যাপার থাকে। তবে গল্প বা কবিতা ভালো হলে তার দাম সর্বত্র ।