আমাকে তো ফরহাদ মজহারের কবিতার ভক্ত বলা যায়: কবি হিন্দোল ভট্টাচার্য্যের সাথে অনলাইন আলাপ

Post date: Jun 6, 2012 2:18:19 PM

তুমি অরক্ষিত (২০০২,অফবিট), আবার হেমন্তকাল (২০০৬,অবভাস), তারামনির হার (২০০৮,আনন্দ পাবলিশার্স), জগতগৌরি কাব্য (২০০৯, একালের রক্তকরবী), মেডুসার চোখ (২০১২,সপ্তর্ষি প্রকাশন)

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

হিন্দোল ভট্টাচার্য্য: বাস্তবতার নানা অভিজ্ঞতা চোখের সামনে থেকে মনের ভিতরে প্রবেশ করে। সময়ের সঙ্গে সঙ্গে সেই সব অভিজ্ঞতার সারবত্তাটুকু থেকেই যায়। জন্ম নেয়ে কোন এক বোধ। সেই বোধ নিজেকেই প্রকাশ করতে চায়। কিন্তু কিভাবে প্রকাশ করবে? তখন তাকে বাস্তবতার মধ্যে খুঁজে নিতে হয় নানা ভাষাকে, নানা অভিজ্ঞতাকে। আমি কবিতা লিখি নিজেকে এক্সপ্রেস করার জন্য। যেভাবে প্রকাশ করি তা কবিতা হয়। যখন হবে না, তখন তা অন্য কিছু হবে।

দু: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার?

হি: কবিতা লেখার জন্য কবির দরকার ধারাবাহিকভাবে কবিতা পড়া। নিজেকে সময়ের সামনে একটু নিরব করে রাখা। এবং বোধকে প্রকাশের আগে নিজের ভাবনার সঙ্গে সহবাস।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার ভাল লাগে এবং কেন?

হি: সমসাময়িক অনেকেরই কবিতা ভাল লাগে। যেমন অনির্বান বন্দ্যোপাধ্যায়, অয়ন চক্রবর্তী, যশোধা রায়চৌধুরী, শ্রীজাত, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, বিভাস রায়চৌধুরী, মিতুল দত্ত, সাম্যব্রত জোয়ার্দার এমন অনেকে।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার খারাপ লাগে এবং কেন?

হি: খারাপ লাগা কবিতা বা কবিতার সম্পর্কে নাই বা বললাম। এভাবে খারাপ ভাল বিচার করবার আমি কে।

দু: নব্বই ও শূন্য এই দুই দশককে আপনি খুব কাছে থেকে দেখেছেন। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?

হি: নব্বই দশকেরই কবি আমি। কাছ থেকে তো দেখেছিই। তারা সকলেই আমার বন্ধু। শুন্য দশকের অনেকের কবিতাই পড়ি। তবু মূল্যায়ন করার সময় এখনও আসেনি।

দু: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?

হি: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার মধ্যে ফারাক এক জায়গায় আছে।, তা হল বাংলাদেশের কবিতা অনেক পরীক্ষ-নিরীক্ষামূলক। তাদের মধ্যে একোমোডেশন রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের কবিতা বিশেষ স্ট্রিম লাইনে চলে। অনেক বেশি জাজমেন্টাল। কিন্তু আবার বলছি আমি কেউ নই। কিছু বলার মত পরিস্থিতি আমার নেই। আমি সকলকে পড়ছি। দুই দেশেরই কিছু কবি আমাকে মুগ্ধ করেন। যেমন বাংলাদেশের ব্রাত্য রাইসু, সাজ্জাদ শরিফ, ফরহাদ মজহার, ওবায়েদ আকাশ, মাসুদ খান, সুব্রত অগাস্টিন গোমেজ এরকম অনেকেই। আমাকে তো ফরহাদ মজহারের কবিতার ভক্ত বলা যায়। কিন্তু তাকে নিয়ে অনেক রাজনৈতিক বিতর্ক আছে। এত দূর থেকে আমি সেসব কথা জানি না। তাই এত দূর থেকে কমেন্ট করা উচিত না। এই প্রসংগেই আমি আরও একজনকবির কথা বলতে চাই, তিনি অধিক পরিচিত একজন গায়ক হিসেবে। কিন্তু তার গানগুলি মূলত কবিতাই। তিনি কবীর সুমন। তার কোনও দেশ নাই।

দু: ব্লগ সাহিত্যকে কি বিশেষ কিছু দিচ্ছে?

হি: সাহিত্য ব্লগ-সাহিত্য বলে আলাদা কিছু হয় কি? সবই তো প্রকাশের বিভিন্ন মাধ্যম। তবে যারা নেট ফলো করেন, তাদের কাছ থেকে এক নিমিষে ব্লগ পৌঁছে যায়, যা অন্য ক্ষেত্রে হয় না। আর ব্লগ সাহিত্য, পত্রিকা ক্ষমতা কাঠামো ইত্যাদিকে ধাক্কা দিতে পারে বলে আমার মনে হয়।

দু: লিটলম্যাগের চাইতে ব্লগ গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় কি? হলে কেন না হলে কেন নয়?

হি: দেখুন লিটল ম্যাগের এক সমষ্টিগত চরিত্র থাকে। সংগ্রাম থাকে। ব্লগে কি তা থাকে? আমার তা মনে হয় না। রক্ত-ঘাম-অর্থ জড়ানো লিটলম্যাগ আমার কাছে অনেক বেশি প্রাণবন্ত।

দু: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?

হি: কবে কোন দৈনিকে ভাল সাহিত্য প্রকাশ হয়েছে?