কবিতা লেখার জন্য কোনও প্রস্তুতি লাগে বলে আমার জানা নেই: কবি তিমিরকান্তি পাতির সাথে অনলাইন আলাপ

Post date: Jun 6, 2012 2:35:42 PM

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

তিমিরকান্তি পাতি: নিজের দু:খ-কষ্ট, যন্ত্রনা, ভাললাগা-ভালবাসার প্রকাশ হিসেবে।

দু: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার?

তি: কোনও প্রস্তুতি লাগে বলে তো আমার জানা নেই।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার ভাল লাগে এবং কেন?

তি: সমসাময়িক অনেকেই খুব ভাল লিখেছেন। আলাদা করে কারও নাম করতে চাই না। তবে অনেক প্রতিভাবান কবি প্রচারের অভাবে আলোক বৃত্তের বাইরে।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার খারাপ লাগে এবং কেন?

তি: মন্তব্য করব না।

দু: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?

তি: স্পষ্ট ধারণা নেই।

দু: ব্লগ সাহিত্যকে কি বিশেষ কিছু দিচ্ছে?

তি: অনেক কিছুই দিচ্ছে।

দু: লিটলম্যাগের চাইতে ব্লগ গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় কি? হলে কেন না হলে কেন নয়?

তি: কখনোই না। লিটলম্যাগ আম-জনাতার সাথে। ওয়েবম্যাগ এসবের ধরা ছোঁয়ার বাইরে।

দু: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?

তি: প্রায় প্রতিটি দৈনিকে এখন সাহিত্যের জন্য আলাদা পাতা বরাদ্দ করছে, যা সাহিত্য চর্চা ও প্রসারের পক্ষে শুভ।