"হুলিয়া" কিংবা "বাতাসে লাশের গন্ধ" এরকম কোন কবিতা গত পাঁচ বছরে আমি পাইনি: সৌভিক দা' র সাথে অনলাইন আলাপ

Post date: Jun 18, 2012 9:15:56 AM

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

সৌভিক দা': জনপ্রিয়তা, খ্যাতি ও পরিচিতির প্রতি একটা মোহ আছে। সেই মোহ থেকে লিখি। মানুষ পড়ে হাততালি দেবে, সেই হাততালির জন্য লিখি। আর যেহেতু অন্য কিছু লিখতে পারিনা, তাই কবিতা লেখা ।।

দু: কাদের কবিতাকে আপনি অনুসরণীয় বলে মনে করেন এবং কেন?

সৌ: কারো কবিতাই অনুসরনীয় নয়, পাঠযোগ্য হতে পারে। যেহেতু কবি একজন সৃষ্টিশীল মানুষ, তিনি কাউকে অনুসরন-অনুকরন না করে নতুন কিছু সৃষ্টি করবেন এটাই প্রত্যাশিত। পাঠযোগ্য অর্থে জীবনানন্দ দাশ, সুনীল গঙ্গোপাধ্যায়, ফাল্গুনী রায়, মহাদেব সাহা, হেলাল হাফিজ, তসলিমা নাসরিন, রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, রহমান হেনরী, আশরাফ শিশির এবং তরুন কবি আসিফ আবরারের লেখা ভাল লাগে। কারনটা সহজবোধ্যতা। ব্যক্তিগত মুর্খতার কারনে খুব বেশি কঠিন কবিতা বুঝিনা, বুঝতেও চাইনা, সময়ও নাই। পাঠক হিসেবে আমি বিনোদনের উদ্দেশ্যেই মুলতঃ কবিতা পড়ি, সেহেতু প্রাঞ্জল এবং সহজবোধ্য লেখাই পাঠযোগ্য মনে হয় ।।

দু: বাংলা কবিতার কোন ধারাটাকে আপনার বেশি ভাল লাগে এবং কেন?

সৌ: ইদানিংকালে পোষ্ট-মডার্ণ ধারার কিছু কিছু কবিতা বেশ ভাল লাগছে। কথ্য ভাষার বহুল ব্যবহৃত শব্দগুলো যেভাবে বাংলা কবিতার মধ্যে ঢুকে যাচ্ছে, এমনকি কিছু কিছু ইংরেজি শব্দও, এই ফিউশানটা চমৎকার। আবার এই ফিউশান করতে গিয়ে কারো কারো লেখায় শিল্প-বোধের অভাব খুব প্রকট হয়ে দেখা দিচ্ছে এটাও সত্যি। যেমন, সাম্প্রতিক কালের একজন খ্যাতনামা কবির লেখা পড়লাম, তার কবিতার প্রথম লাইন : পশ্চিম আমাকে পুটকি মেরে দিয়েছে। কতখানি ভাষাগত দৈন্যতায় ভুগলে এ জাতীয় লেখা লিখতে হয় !

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার বাজে মনে হয় এবং কেন?

সৌ: কবিতার মধ্যে পর্যাপ্ত উপমা, চিত্রকল্প ও মোহন মিথ্যার অনুপস্থিতি থাকলে সে কবিতা ব্যর্থ হতে বাধ্য। সে অর্থে একজন বিখ্যাত কবিও তার কোন কোন লেখায় ব্যর্থ হতে পারেন সাহিত্যমানের বিচারে। আবার একজন নবীন লেখকও সফলভাবে উতরে যেতে পারেন। এভাবে কারো নাম ধরে বলা যায়না যে সম-সাময়িক কালে এদের লেখা বাজে মনে হয় ।।

দু: সাম্প্রতিক কবিতা নিয়ে আপনার পর্যবেক্ষণ কি?

সৌ: গতকালও একটা রেডিওর প্রোগ্রামে বলছিলাম কথাটা, যেহেতু কবি-লেখক-শিল্পীরা সমাজেরই একটা অংশ এবং আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা ও সমাজের মানুষ গুলি নিদারুন ভাবে স্বার্থপর, আত্মকেন্দ্রিক ও ভোগবাদী, সুতরাং কবিরাও তার বাইরে নন। ইদানিংকালের বেশিরভাগ কবিতায় তাই দেখা যাচ্ছে কবির ব্যক্তিগত সুখ-দুঃখ, পাওয়া-না পাওয়ার হিসেব, প্রেম-বিরহ-যৌনতা, ইত্যাদি ইত্যাদি। অথচ কোথাও কোন প্রতিবাদ নেই, বিদ্রোহ নেই, আগুন নেই। এমনকি, আমি যে এই কথাটা বলছি, আমার লেখায়ও নেই।

আবার যারা এই অস্থির সময় নিয়ে লিখছেন, কেউ না কেউ তো লিখছেন ঠিকই, সে লেখাগুলোও যে খুব পাঠকপ্রিয়তা পাচ্ছে, তাও নয়। "হুলিয়া" কিংবা "বাতাসে লাশের গন্ধ" এরকম কোন কবিতা গত পাঁচ বছরে আমি পাইনি...