পাঠককে ভাবনার স্পেস দেয় বিশ্বজিৎ লায়েকের নিরীক্ষা

Post date: Sep 8, 2017 5:28:43 AM

বিশ্বজিৎ লায়েক

বিশ্বজিৎ লায়েক। অনেক দিন ধরেই পরিচয়। লেখা পড়ছি। উনি পড়ছেন আমার লেখা। কথা হচ্ছে অনলাইনে। এভাবেই তার কবিতার নিরীক্ষাকে সামনে আনতে চেয়েছি। নিরীক্ষার ব্যাপারে উনি বলছিলেন-কেন করছি তা আমি নিজেই জানি না। যেমন আমি জানি না এই পৃথিবী কেন, এই জীবন বা কেন! আমার তো রীতিমতো ভয় হয় যদি কোনোদিন জেনে যাই এই সব কেন, কী, কীজন্য --এদের উত্তর তাহলে কি আমার এই বেঁচে থাকা নিরস হয়ে যাবে না!

ভয়টা আমারও। চুপচাপ থাকি। আসলেই কি রহস্যের জট খুলে গেলে ক্ষেপে যায় পৃথিবী? জানি না বিশ্বজিৎ লায়েকের কবিতাগুলো ধীরে ধীরে পড়তে থাকি।

প্রেম

বিশ্বজিৎ লায়েক

ত্রিভুজের দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড়

এই সত্যটি জেনে

আমি তোমার হাত ধরলাম

আর তোমার বাবাকে বললাম – আসুন

আমরা ত্রিভুজ ত্রিভুজ খেলি

তিনি ভয় পেলেন আর বললেন – যাও

তোমরা বিবাহ কর

স্কেলার–ভেক্টর

বিশ্বজিৎ লায়েক

একটি বিন্দু প্যারাবোলায় নামছে

অন্য বিন্দুটি সরলরেখায়

তুমি আছো স্থির

এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেলে

তোমার কোন হেলদোল নেই

আমি সময়ের সঙ্গে সঙ্গে হাঁটছি

রাস্তায় রাস্তায়

দেখছি

ভরহীন, ওজনহীন মানুষেরা চুপচাপ বসে আছে

অথচ বিন্দুটি এখনও হাইপ্যারাবোলায়

তুমিও কি বসে থাকবে

সমান্তরাল সিড়ির অপেক্ষায়

স্বর্গের কোন সিড়ি নেই

স্বর্গের পথ গণিতের হাঁটা রাস্তায়

জতুগৃহ

বিশ্বজিৎ লায়েক

লিমিট এক্স টেনস্ টু তুমি

লিমিট এক্স টেনস্ টু আমি

পা ফাঁক

লিমিট এক্স টেনস্ টু শীৎকার

লিমিট এক্স টেনস্ টু জ্বর

বিবাহলগ্নে মিশে গেল শাশ্বত জনপদ

বিন্দু–বৃত্ত–সরলরেখা

বিশ্বজিৎ লায়েক

একটি বিন্দু

এখান থেকেই শুরু হতে পারে

একটি সরলরেখা

এই সরলরেখা ধরে এগোলেই আপনি

পেয়ে যাবেন বেঁচে থাকার প্রাত্যহিক কৌশল

অথবা ব্যক্তিগত অভিলাষ

একটি বিন্দু

একে কেন্দ্র করেই শুরু হতে পারে

একটি বৃত্ত

এই বৃত্তের পরিধি বরাবর হাঁটলেই আপনি

পেয়ে যাবেন বেঁচে থাকার প্রাত্যহিক গতি

অথবা জৈবনিক আস্বাদ

বিন্দুটি আপনার অপেক্ষায়

বিন্দুটির সনাক্তকরণের জন্য

কবিতাডিহির কাছে ধার নিন তাঁর ব্যক্তিগত

অনুবীক্ষণ অথবা দূরবীন অথবা দুটোই

পাঠক আমি নিশ্চিত যে আমার মত আপনিও একটু ধাতস্থ হয়ে আছেন। ভাবছেন এভাবে তো এমন ভাষায় কাউকে বলিনি। এবার আরেকটি কবিতা পড়ে দেখুন তো-

সঠিক দাম্পত্যের ধারণা

বিশ্বজিৎ লায়েক

A B

ইংরেজি বর্ণমালার প্রথম দুটি অক্ষর

অথবা একটি সরলরেখা

সরলরেখা বরাবর বজায় থাকে সঠিক মাত্রার

দাম্পত্য ও প্রেম

A পুরুষ হলে B স্ত্রী

ওদের নিভৃত সঙ্গমে প্রথম যে অক্ষরটি জন্মায়

তার ডাক নাম C

এখন AB, BC এবং CA প্রত্যেকে এক একটি সরলরেখা

অতএব ABC একটি ত্রিভুজ

A এবং B এর প্রাত্যহিক যৌনতা থেকে প্রাত্যহিক

অক্ষর জন্মায় না

দ্বিতীয় যে অক্ষরটি B এর গর্ভে বেড়ে ওঠে

তার ডাক নাম D

এখন AB, BC, CD এবং DA মোট চারটি সরলরেখা

অতএব ABCD একটি চতুর্ভুজ, বাড়িঘরের স্বাভাবিক আকার

C এবং D এর লিঙ্গ নির্ধারণ খুব জরুরি নয়

বিশ্বজিৎ বলছেন-অক্ষর একটি নির্দিষ্ট কিছুকে চিহ্নিত করে। আবার অনির্দিষ্ট কিছুকেও চিহ্নিত করে। কেননা আমরা যখন A এই ইংরেজি অক্ষরটি ব্যবহার করি তা দিয়ে যেমন একটি বিন্দু, একটি ব্যক্তি বা বস্তুকে চিহ্নিত করতে পারি তেমনি তার অবয়ব দিয়েও একটি ধারণার সৃষ্টি হয় যা পাঠককে অনেকখানি ভাবনার স্পেস দেয়।

সেই ভাবনার স্পেসের কথাই বলছিলাম। বিশ্বজিৎ হয়ত জেনেই এই কাজ করেছেন। এমন নিরীক্ষার সমুদ্রে ফেলেছেন যে পাঠক ভাবতে বাধ্য। অন্তত আমি ভাবছি। আপনিও ভেবে দেখুন না।