ভিন্নধর্মী লেখা চিরকালই পছন্দের : পারমিতা চক্রবর্ত্তীর কবিতা ও নিরীক্ষা

Post date: Oct 19, 2017 2:36:35 AM

জিজ্ঞেস করেছিলাম পরীক্ষা –নিরীক্ষা নিয়ে। আসলেই কি সাহিত্যে পরীক্ষা-নিরীক্ষার তেমন গুরুত্ব নেই? পারমিতা চক্রবর্ত্তীর মতে - কবিতা নিয়ে পরীক্ষা-নীরিক্ষা চালিয়ে চলেছেন কবিরা ৷ কিন্তু পরীক্ষার বিষয় নিয়ে কি ভাবনাচিন্তা করছেন মানুষজন, সেটা পরীক্ষার দরকার ৷ কবিতা আমার কাছে মুহূর্তের আবেগের প্রতিলিপি ৷ লেখার পর মনেও থাকে না অনেক সময় কেন লিখেছিলাম ৷

তিনি বলছিলেন- পারমিতা চক্রবর্ত্তী বহুবার ভেবেছে ' প্রেম' নিয়ে কিছু কবিতা / কবিতার সিরিজ লিখবে কিন্তু আজও হয়নি ৷ তবে কি তার জীবনে প্রেম আসেনি ! নাকি এটা তার লেখার সীমাবদ্ধতা । প্রেম যে আসেনি তা নয় আসলে প্রেম টেকেনি বলা চলে ৷ একা থাকার মধ্যে বিশেষত্ব আছে বেশ ৷ একা বলতে এখানে প্রেমহীনতা বোঝাতে চাইনি ! একা বলতে নিজের সাথে নিজের সহবাসকে বোঝাতে চেয়েছি ৷ লিখতে আমি ভালোবাসি । কি লিখি কেন লিখি অর্থ থাকেও না স্বভাবতই ৷ যেমন :

দেখি এ পথের শেষে ঘুরে বেড়ায় কত পথ দোয়েল, ফিঙে, মুনিয়া দাঁড়িয়ে

থাকে

আকাশের সন্ধ্যাতারা বলে কয়েকমিনিট আর কয়েক মিনিট

বড়ো অসময়ে এলি ...

দ্যাখো অগ্নিসাক্ষী করা খই কেমন চোখ বুজে আছে

কিছুটা সাবান মেখে নিলে কপালের লালচে রঙ ঘোলাটে হয়ে যায়

পদ্মকলির চোখের জল শুধু জল

আর জলটুকু নিয়ে বাঁচে

তবু পথ আর বেড়ে চলে

একে কবিতা / অকবিতা / মন্দ কবিতা বলা চলে কিন্তু প্রশ্ন হল এই ধরনের লেখার বিষয়বস্তু কি এবং কেন ?

অন্তহীনতা বা শূন্যতাকে আমি বপন করি তাই আমার সিলভিয়া প্লাথ কবিতা ভাল লাগে ৷ ভাল লাগে।

Black And White

I'm black not white, which is no crime;

To have all things makes one so great:

If blacks did have, all whites would crave

More black to be for all that time.

The whites have ALL, in regal state,

And blacks do think them more sublime

But whites would think the blacks so brave

If they had greater wealth all time.

by Marcus Mosiah Garvey

আলো আঁধারি মাঝেই শব্দরা জাল বোনে ৷ অনেকেই লিখতে ভয় পায় অনেকে প্রকাশে ভয় পায় , আমি ভয় পাই নিজেকে । লিখতে লিখতে কোন খাতে গড়ায় ...

অন্ধকার থেকে অন্ধকার আলাদা করি বুনে চলি প্রাচুর্যের ইস্তাহার ৷ crisis না থাকলে হয়ত লিখতেই পারতাম না । লেখালেখি বলতে যতটুকু তার সবই ঋণ বিনয় মজুমদার ও শক্তি চট্টোপাধ্যায় ৷ এত শব্দ বৈচিত্র্য এত গভীর ভাবনা । মাঝে মাঝে ভাবি আমি ভাবতে পারি না কেন ? এত সহজ ভাবে কি ওরে ওনারা বলতে পেরেছেন ...

বুঝতে ও বোঝাতে আমি চিরকালই অক্ষম তাইতো লিখি -

মনখারাপি শব্দগুলো ভেসে বেড়ায় মেঘেদের উঠোন জুড়ে

এক পা দু পা করে শূন্য হয় রাতের চোয়াল

আলাপি আলনায় রাখা জামাকাপড় একটা

একটা করে নিশ্চিহ্ন হয়

তারাদের গ্রামাফোনে বাজে

এক মোহব্বত মে কুরবান হাজারো সাল

দুসরি মেরি ইমতিহান

উনি যোগ করলেন-আসলে বিষয়ভাবনা নিয়ে লেখা হয় না আমার ৷ তাই জোর করে কোন বিষয় চাপিয়ে দিলে লিখতে পারি না যেমন পারি না লিখতে ৷ এমনই এক সকালে এই চার লাইন লেখা ৷ বড় একান্ত লাইনগুলি ৷

বুকের ভাঁজে হাত দিলে অর্ধেক জীব

পুরুষ হয়ে ওঠে

কখনও লিখে ফেলি ভূতেদের গপ্প । একলা ঘরে যখন সব অন্ধকার মনে হয় কথা বলি ৷হ্যাঁ দু চার কথা বলতে ইচ্ছা করে অশরীরীদের সাথে ৷ তারা কি করে কোথায় থাকে এমন সব অদ্ভুত অদ্ভুত বিষয় ভাবনা আসে ৷

তবে বর্তমানে নজরুল আমার একান্ত বিষয় হয়ে উঠেছে । তাঁর সম্পাদনা তাঁর সাংবাদিকতা সবই প্রবল আকর্ষণ করে ৷ তাঁর লেখার ধরন এবং রবীন্দ্রনাথের সাথে তাঁর সম্পর্ক ৷ সবমিলিয়ে ক্রমশ পরিবর্তিত হচ্ছে বিষয়ভাবনা ও কবিতা বা গদ্যের আঙ্গিক ৷

ভিন্নধর্মী লেখা চিরকালই পছন্দের I ভিন্ন বিষয় পড়তে ভালোবাসি তাই কোন আমার কলমে আরও বৈচিত্র্য আসুক এই আশা রাখি ৷

আগুন সিরিজের কবিতা

পারমিতা চক্রবর্ত্তী

১)

শূন্যকে ব্যস্তানুপাতে রাখলে

একই উপাদান বারে বারে আসে

রোদ্দুরের কালিমুখে তার একটাই

পরিচয়

"আগুন "

২)

আলো

আরও অপরিচিত হও

একটু নিষেকের প্রয়োজন গুহার

কালো মুখে'র

আকর্ষণ টেনে টেনে নেয় যতটুকু

তার থেকে তীব্র অনীহার লেশমাত্র বিস্ফারিত হয় না

৩)

তুমি অনুভব করো পিটুইটারি

আর অভ্যন্তরে স্পষ্টবোধ্য উভগতি

পুনরায় " আগুন" জ্বলবে

আলোর বিপরীতে

প্রদীপের নীচে

৪)

মরচের দাগে লেগে থাকাটাই

"আগুন"র অসুখ