Page 562

শ্রীশ্রীগুরুচাঁদ তত্ত্বামৃত সার

বন্দনা

জয় জয় গুরুচাঁদ করুণা সাগর।

নরাকারে ধরাপরে নিজে মহেশ্বর।।

জয় মাতা সত্যভামা করুণা রূপিণী।

নারী সাজে ধরা মাঝে জগত জননী।।

কি লীলা করিলে দোঁহে নরে অগোচর।

তারিলে তাপিত জনে প্রসারী শ্রীকর।।

অমৃত মাখানো দৃষ্টি পড়েছে যেখানে।

পাহাড় গলেছে মরু ডুবেছে প্লাবনে।।

রাতুল চরণ রেখা পড়েছে যেথায়।

বিশুষ্ক মঞ্জরী সেথা কুসুমিত হয়।।

শঙ্কাহারী নাম তব যেখানে যে কয়।

নাম গুণে রণে বনে সর্বত্রেতে জয়।।

কাম জিনি রূপ যেবা নিত্য করে ধ্যান।

অকামনা প্রেমভক্তি সেথা অধিষ্ঠান।।

গুরুচাঁদ সত্যভামা বসা’য়ে যুগলে।

নিত্য যেবা করে পূজা হৃদি পদ্মদলে।।

জন্ম কর্মবন্ধ তার সব নষ্ট হয়।

কর্ম বন্ধ হ’য়ে পুনঃ আসে না ধরায়।।

জয়তু! জয়তু! গুরো! পতিত পাবন!

দীন মহানন্দে যাচে শ্রীপদ শরণ।।

---০---