Page 220

ওড়াকান্দী হাইস্কুল স্থাপন ও প্রস্তাবনা

লাট দরবার হ’তে ফিরি দয়াময়।

মীডেরে ডাকিয়া তবে ধীরে ধীরে কয়।।

“শুন মীড যাহা হিত বলি তব ঠাঁই।

এই গ্রামে হাইস্কুল এবে আমি চাই।।

লাট যাহা তব ঠাঁই বলিয়াছে কথা।

তাহা ভিন্ন গতি মোরা নাহি পাব কোথা।।

প্রাণ যায় যাক চলে তা’তে ভয় নাই।

বিদ্যা চাই, বিদ্যা চাই, বিদ্যা মাত্র চাই।।

বিদ্যা ধৰ্ম, বিদ্যা কৰ্ম, বিদ্যা সৰ্ব্বসার।

বিদ্যা বিনা এ জাতির নাহিক উদ্ধার।।

তাই বলি অবিলম্বে স্কুল করে দাও।

যে ভাবে তোমার ইচ্ছা সে ভাবে চালাও।।

মোট কথা হাইস্কুল করহ এখন।

বিনা স্কুল জান স্থূল শান্ত নহে মন।।

গুরুচাঁদ মুখে শুনি এতেক বচন।

মীড বলে “বড় কৰ্ত্তা করি নিবেদন।।

হাইস্কুল করিবারে মোর ইচ্ছা আছে।

আপনার শক্তি কিন্তু চাই মোর পাছে।।”

প্রভু বলে “মীড আমি বলি তব ঠাঁই।

কাজ কর আছি পিছে কোন চিন্তা নাই।।”

দেশবাসী সবে ডাকি প্রভু বলে কথা।

“শুন দেশবাসী সবে না কর অন্যথা।।

ওড়াকান্দী হাইস্কুল হইবে করিতে।

কিছু কিছু অর্থ সবে দাও হৃষ্ট চিতে।।”

প্রভুর কথায় সবে সম্মত হইল।

দৈবের নির্ব্বন্ধে এক ঘটনা ঘটিল।।

---০---