Page 206

লাট সকাশে অভিনন্দন

বঙ্গভঙ্গ হল বাংলা দ্বিভাগ হইল।

পূর্ব ও পশ্চিম বঙ্গ দুইভাগে গেল।।

পূর্ববঙ্গ লাট হ’ল স্যার লান্সলট।

আবেদন করে সবে তাঁহার নিকট।।

শ্ৰীশশিভূষণ ডাকি মীড কথা কয়।

শুন শশী মানপত্র ছাপাইতে হয়।।

কলিকাতা শহরেতে শীঘ্ৰ চলি যাও।

ছাপাখানা হ’তে তুমি এ কার্য করাও”।।

মীডের বচনে বাবু কলিকাতা যায়।

মানপত্র মুসাবিদা মীড করি দেয়।।

ছাপাখানা কর্মচারী তা’তে ধরে ভুল।

ছাপা কার্যে পড়ে গেল বড় হুলুস্থুল।।

মুসাবিদা সহ বাবু দেশেতে ফিরিল।

আমূল সকল কথা মীডেরে বলিল।।

শুনিয়া ডক্টর মীড ক্রোধিত অন্তর।

বলে “শশী বল তুমি এ কোন বিচার?

যাহা কিছু লিখিয়াছি তাতে ভুল নাই।

নিশ্চয় করিয়া আমি বলি তব ঠাঁই।।

হেন জন এই বঙ্গে নাহি কোনখানে।

আমার লেখার পরে লেখনী যে টানে।।

শীঘ্ৰ করি যাহ ফিরে ছাড় গণ্ডগোল।।

ছাপাখানা কর্মচারী বৃথা তুলে রোল।।

বল তারে জোর করে ইথে ভুল নাই।

যাহা আছে তা’ ছাপুক মোরা যাহা চাই।।

ছাপার যতেক মূল্য মোরা সব দিব।

টাকা দিয়ে বাজে কথা কেন বা শুনব?”

মীডের বচনে বাবু মনে পেল বল।

কলিকাতা গিয়ে কার্য করিল সফল।।

মানপত্র ছাপাইয়া দেশে ফিরে গেল।

এবে শুন মহা প্ৰভু কি কার্য করিল।।

--০--