Page 417
ডক্টর মীডের পত্র
From Dr. Mead, Orakandi, East Bangal.
Begin about to leave India for good I am glad to leave on record my gratitude to Babu Guru Charan Thakur of Orakandi for all that he has done for me. I came to live at Orakandi as begin the most influential centre of Namasudra life in this district. Guru Charan ability and of wide-spread influence. In the various actibities of my missionary life he has made possible manythings that without his backing cloud not have been carried through. With a liberality of thought, a courage and a foresightedness uncommon among men of the older orthodox school he has sought the uplift of the great Namasudra caste. They owe a great deal to him. so do I.
C.S. Mead
Dec. 1921.
Orakandi
Faridpur
‘‘বিদায়ের পূর্ব্ব ভাগে লিখি গাড় অনুরাগে
চিরতরে এই দেশে যেতেছি ছাড়িয়া।
প্রীতি আর কৃতজ্ঞতা এক সাথে দুই কথা
গুরুচাঁদ প্রতি আমি রাখিনু লিখিয়া।।
নমঃশূদ্র শ্রেষ্ঠ কেন্দ্র ওড়াকান্দী গ্রাম ধন্য
হেথা এতদিন আমি করিলাম বাস।
ধনে ধর্ম্মে মহাবলী অসীম প্রতাপশালী
একমাত্র গুরুচাঁদ আমার বিশ্বাস।।
মিশনারী পুরোহিতে বহু স্থানে বহুপথে
সাহায্য করেছে নিজে শ্রীগুরুচরণ।
বহু বিঘ্ন বিপদেতে গুরুচাঁদ নিজ হাতে
মিশনারী গণে সদা করেছে রক্ষণ।।
তাঁহার সাহায্য ভিন্ন কিছু নাহি হত পূর্ণ
হেন উপকারী বন্ধু সেই মহাশয়।
অমিত তেজস্বী নর দুর-দৃষ্টি খরতর
প্রাচীনপন্থীর মধ্যে দেখা নাহি যায়।।
নমঃশূদ্র উদ্ধারিতে চেষ্টা তাঁর সর্ব্ব পথে
ইদার মহৎ প্রাণ পবিত্র মানব।
আমি ঋণী অবিরত ক্ষুদ্র কি মহৎ যত
তাঁর কাছে মহাঋণী নমঃশূদ্র সব।।’’
বিদেশী চিনিল তাঁরে তাই তাঁরে মান্য করে
তাঁর কাছে ঋণী বলি করিল স্বীকার।
অল্প-বুদ্ধি ভবে যারা কিছুই চেনে না তারা
দুষ্টু বুদ্ধি মহানন্দ একজন তার।।
---০---