Page 018

শ্রী গুরু গোপাল চাঁদের শ্রী চরণে

নমামি চরণে কুরু কৃপা দীনে

শ্রী গুরু গোপাল চন্দ্র।

শ্রী পদ তোমার মম শিরোপর

রাখ হে হৃদায়ানন্দ!

Page 019 start

তব কৃপালেশে যদি ভাগ্যবশে

শ্রী গুরু চরিত সুধা।

করি প্রণয়ন যাহে বিশ্বজন

মিটাবে সকল ক্ষুধা।।

আমি অভাজন বিহীন সাধন

বঞ্চিত বিদ্যার দানে।

এ কর্ম মহান অমৃত মাখান

অধমে পারিবে কেনে?

ভরসা কেবল শ্রী পদ যুগল

অতুল বিভবশালী।

হীন পুত্র জ্ঞানে কৃপা বর দানে

দেহগো চরণ ধুলি।।

পুত্র অগণন ওহে মহাজন

তব কৃপা কণা লাভে।

প্রেম ভক্তি ধনে নিখিল ভুবনে

শক্তি মন্ত্র তারা সবে।।

এই গুরুভার নিতে তা’ সবার

শকতি আছিল দড়।

অলস দুর্বল আমি হীনবল

কলুষে ঘৃণিত বড়।।

অপরে অসাধ্য করম বিশুদ্ধ

আমা হতে নহে সাধ্য।

তবে সাধ্য হয় যদি করুণায়

আমাকে করহে বাধ্য।।

হরি-গুরু চাঁদ তোমার সম্পদ

তোমার জীবনানন্দ।

তোমার অন্তরে প্রেম মাখা সুরে

সদা বাজে সেই ছন্দ।।

তাঁর লীলা গীতি ওহে মহামতি

তোমার হৃদয়ে ভরা।

তব কর্ম তুমি হে হৃদয় স্বামী

সাধ হে সাধ হে ত্বরা।।

পতিত আবাদ করিবারে সাধ

তব মনে চিরকাল।

এ পতিত দীনে কৃপা কণা দানে

কাটহে মায়ার জাল।।

তব কৃপালোকে পলকে পলকে

দেহ গো হৃদয় ছন্দ।

পদ ছায়া আশা জীবনে ভরসা

করে মূঢ় মহানন্দ।।

উদ্দেশ্যে প্রণাম আমি করিলাম

তোমার রাতুল পায়।

দয়ার সাগর বিন্দু কণা তার

এ দীন তাপিত চায়।।

হৃদয় কন্দরে স্নিগ্ধ মূর্ত্তি ধরে

জুড়িয়ে বস হে নাথ।

আমার আমাকে তোমার আলোকে

নিজে করো আত্মসাৎ।।