হাহাকার
বহুরুপী জীবনের স্বাদের সন্ধানে
আজ আমি মদের ক্যানের ফকির।
আমার পকেটে লুকিয়ে থাকা সিগারেট
আজ উকিঁ মারে আমার দিকে।
শুধু একটা সিগারেট পুড়াবো আজ
চারিদিকে শুধু ধোয়াঁ উড়ে।
আমার অতৃপ্ত মনের অতৃপ্ত বাসনা
সাদা মেঘের মতো খেলা করে।