সর্বশেষ প্রস্তুতি
পরীক্ষার আগের দিন
পারলে একবার যেখানে পরীক্ষা হবে সেখান থেকে ঘুরে আসুন।
অবশ্যই ভাল একটা ঘুম দিন। পরের দিন আপনার IELTS পরীক্ষা সেটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন।
পরীক্ষার দিন
ঘুম থেকে উঠে অবশ্যই ভাল করে পেট ভরে খাবেন। পারলে ডিম খেয়ে যাবেন। নাহ, ফাজলামো করছিনা।৩ টা টেষ্ট দিতে দিতে আপনি ক্লান্ত হবেন নিশ্চিত। ওখানে কিন্তু খাওয়ার অপশন নাই।
আরামদায়ক পোষাক পরে যাবেন অবশ্যই।
স্পিকিং পরীক্ষার দিন সাদা শার্ট এবং কাল পেন্ট পরে যাবেন। মনে রাখবেন ওটা কিন্তু ইন্টারভিউয়ের মত পরীক্ষা।
এক্সাম সেন্টারে ঘন্টাখানেক পূর্বে গিয়ে হাজির হবেন।
সাথে কি কি রাখবেন
সাথে করে পেন্সিল নিবেন ২ টা মিনিমাম। পরীক্ষার সেন্টার থেকে আরো ২টা দিবে। যদি পরীক্ষার সেন্টার থেকে ২টা পেন্সিল দেয় তবে আমি কেন আরো নিব? হিসাবটা সহজ। ১টা পেন্সিল লিসেনি; এর জন্য, ১টা রিডিং আর বাকী ২টা রাইটিং এর জন্য। যদি এক্সটা ২টা সাথে নেন তবে শার্পনার ব্যবহার করে সময় নষ্ট করা লাগবেনা।
লেভেল ছাড়া একটা পানির বোতল গ্লুকোজ মিশিয়ে সাথে রাখবেন। ক্লান্ত হবেন নিশ্চিত। শক্তি পাবেন।
ঘড়ি নিবেন অবশ্যই যদি ঘড়ি না পরে থাকেন।
ইরেজার রাখবেন অবশ্যই ১টি।
পার্সপোর্ট নিবেন
পেন্সিল নাকি কলম
পেন্সিল নাকি কলম কি দিয়ে লিখবেন। অবশ্যই পেন্সিল দিয়ে লিখুন। তাতে সুবিধা পাবেন। কোন কিছু ভুল হলে সেটা মুছতে পারবেন।
যে ভাবে আনসার শীটে লেখা শুরু করবেন
পরীক্ষায়:
পানি পান করবেন যত পারেন।কেন করবেন? কারনটা না হয় নাইবা জানলেন।
#IELTS #IELTS tips #Basic IELTS #ielts tips #ielts exam tips #ielts preparation
শুভ কামনা রইলো আপনার জন্য।