আমি ও ভবিষৎ
আমি কে? প্রশ্ন করে যখন আজ
আমার আমিত্ব হারাই,
সম্মুখ পানে ভেসে উঠে শুধু হাহাকার,
মনে তখন জোনাকির আলো খেলা করে
এ জগতে হায় কেউ নাই আপনার।
সৃষ্টির সষ্ট্রাকে প্রশ্ন শুধাই যখন
আমার আমিত্বের অস্তিত্ব নিয়ে
মাথার উপর ভাসমান সাদা মেঘ তখন
খেলা করে আমার দিকে চেয়ে।