জীবনের ডায়েরী
ক্লাসমেটের বয়স কখনো বাড়েনা।
বন্ধু ইমন বিয়ে করেছে কত বছর হল জানিনা। ওর একটি সুইট মেয়ে আছে নাম মরিয়ম।আমার কাছে আমার বন্ধু ইমন আর মরিয়মের আব্বার মাঝে বিস্তর ফারাক। মনের জগতে সেট হওয়া সেই প্রাইমারী স্কুলের হাফপেন্ট ইমন আর মরিয়মের আব্বাকে কখনোই একসাথে মিলাতে পারিনা। ভাবি সেইদিনের ইমনের আবার বিয়ের বয়স হল কবে অথচ বাস্তবে মাথার চুলে পাক ধরেছে।
ভালবাসা সবর্দা নিন্মগামী।
ভালবাসা সবর্দা নিন্মগামী!ব্যপারটা বুঝতে পারেনি ইব্রাহিম। মানতে পারেনা ভালবাসা আবার কম-বেশী কি।ওর কাছে ভালবাসা মানে কনষ্ট্যান্ট। কিন্তু ব্যাপারটা তা নয়। সহজ করে বলি। এই ধরুন বন্ধু ইমনের কথা।ইমনের মা-বাবা যতটুকু ভালবাসেন তাদের ছেলেকে সে কি ততটুকু ভালবাসতে পারবে তাদের? অথবা ইমন যতটুকু ভালবাসে মরিয়মকে,মরিয়ম কি পারবে ঠিক ততটুকু ভালবাসতে তার পিতাকে?জানি মন বলছে পারবে কিন্তু বাস্তবের ভালবাসা সবর্দা নিন্মগামী।
বি:দ্র: এখানে ইমন,মরিয়ম এবং ইব্রাহিম একেকটি উদাহরনমাত্র। বাস্তবের ইমন,মরিয়ম এবং ইব্রাহিম আমাদের প্রত্যেকের চরিত্র। বিশ্বাস করুন আর নাই করুন।