স্বপ্নের ভালোবাসা
স্বপ্নের শহরের বাসিন্দা আমি
স্বপ্নের কথা তাই বলি,
স্বপ্নকে বুকে ধারণ করে
স্বপ্নকে বাস্তব মেনে চলি॥
স্বপ্নই আমার আকাশের চাঁদ
স্বপ্ন জোয়ার-ভাটা,
স্বপ্নই আমার গোলাপ ফুল
স্বপ্নই আবার কাঁটা।
স্বপ্নকে নিয়ে তাই বুনি
স্বপ্নের কথার ঢালি,
স্বপ্নের কথার স্বপ্নই হয়
আমার স্বপ্নের চোরাবালী।
স্বপ্ন আমার স্বপ্ন
স্বপ্ন আমার আশা,
স্বপ্নকে নিয়ে তাই
আমার স্বপ্নের ভালোবাসা॥