দুই মেরু
তোমার আকাশে আজ রংধনু ছোঁয়া
আমার আকাশ কালো মেঘে ঢাকা
তোমার আকাশে পাখির বিচরন
আমার আকাশটা ফাঁকা।
তোমার কাননে আজ ফুলের মেলা
আমার কাননটা শূন্য
তোমার হৃদয় আজ পাষান হলেও
আমার হৃদয় অনন্য।