রিডিং বা ভোকাবুলারি টেষ্ট
সময়: ৬০ মিনিট
প্রশ্ন: ৪০ টি
প্যারাগ্রাফ: ৩ টি প্যারাগ্রাফ পড়ে ৪০ টি প্রশ্নের উত্তর দিতে হবে।
ট্র্যান্সফার টাইম: নাই
#IELTS #IELTS tips #Basic IELTS #ielts reading #Reading #reading tips #ielts er reading
প্রশ্ন টাইপ:
সাধারণত ৯ ধরণের প্রশ্ন IELTS রিডিং টেষ্টে এসে থাকে।
কিছু কিছু প্রশ্ন পেসেজে অর্ডার মেইনটেন করে আসে। অর্থাৎ প্রথম প্যারাগ্রাফে ১ নাম্বার প্রশ্নের উত্তর থাকলে তার পরের প্রশ্নের উত্তর থাকবে দুই নাম্বার প্যারাগ্রাফে।
অর্ডার ফলো করে-
২. True/False/Not given
৩. Yes/No/Not given
৫. Matching Sentence Ending
৬. Short Answer Question
অর্ডার ফলো করেনা-
৮. Matching Paragraph Information
কমন কনফিউশন:
True/False/Not given আর Yes/No/Not given এর মধ্যে পার্থক্য কি?
উত্তর: আমরা সবাই রাইটিং এ দেখেছি Task -1 টা হল ফ্যাক্ট। অর্থাৎ গ্রাফে যা আছে তাই লিখতে হবে। নিজের অভিমত বা প্রেডিকশন যোগ করা যাবেনা। আবার Task -2 তে এসে আমরা ফ্যাক্ট নয় নিজের অভিমত দিয়েছি। কোন বিষয়ের সাথে Agree হয়েছি আবার কোন বিষয়ের সাথে Agree হইনি। True/False/Not given টাইপ প্রশ্ন হল পেসেজে কোন ফ্যাক্ট এর উপর করা। আর Yes/No/Not given টাইপ প্রশ্ন পেসেজে কারো অভিমত নিয়ে সাজানো প্রশ্ন।
প্রস্তুতি:
১. প্রতিদিন কমপক্ষে ২০ মিনিট পড়তে হবে
২. শুরুতে রিডিং কঠিন মনে হতে পারে। আপনার প্রিয় জিনিসের উপর ইংরেজি আর্টিকেল পড়ুন। পড়ার অভ্যাস তৈরী করুন।
৩. হেলথ, এডুকেশন, এনভায়রমেন্ট, সায়েন্স ইত্যাদির উপর আর্টিকেল পড়ুন।
৪. আর্টিকেলের যে ওয়ার্ডগুলো অজানা সেগুলো জেনে নিন।
৫. একটি আর্টিকেল ৩/৪ বার পড়ুন
৬. টেষ্ট দিবেন পরীক্ষার ফরমেট বুঝার জন্য। এবং টেষ্টের যে অংশ বা যে প্রশ্ন কঠিন মনে হয় সেটি কেন কঠিন লাগলো তা অনুসন্ধান করে সলভ করুন।
৭. টেষ্টে যে প্রশ্নে উত্তর দিতে বেশি সময় লেগেছিল সেটি মার্ক করে রাখুন। কেন বেশি সময় লাগলো সেটা খুজে বের করুন।
৭. শুরুতে সময় ধরে টেষ্ট দেওয়ার কোন মানে হয় না। যত সময় লাগুক তত সময় নিন।
৮. সময় ধরে টেষ্ট দিবেন তখনই যখন আপনার কাছে রিডিং টা সহজ মনে হবে।তখন ৬০ মিনিটে অবশ্যই ৩ টি প্যারগ্রাফ শেষ করবেন।
৯. ক্যামব্রিজের জেনারেল ট্রেইনিং আর একাডেমিক উভয় রিডিং সলভ করবেন।
মেথড: ফাইন্ডিং কিওয়ার্ড
Fill the gap using one word from the passage:
Pasteur is famous for___ a process to make milk and wine safe for consumption.
Step 1: প্রথমে আমরা সহজ কিছু কিওয়ার্ড খুজে বের করবে।উপরের প্রশ্নে সহজ কিওয়ার্ড হচ্ছে Pasteur, milk and wine
Step 2: আমরা এবার কোন পেসেজে এই শব্দগুলো আছে তা খুজে বের করবো। ধরা যাক নিচের পেসেজে আমার কিওয়ার্ড গুলো খুজে পেলাম।
Luis Pasteur was a French chemist and microbiologist who is remembered for his remarkable breakthroughs in understanding and preventing diseases. He is best known to the general and public for inventing a method to stop milk and wine from causing sickness. This method came to be called pasteurization.
Step 3: যেহেতু আমরা পেসেজ পেয়ে গেছি এবার বের করতে হবে আমার রেড মার্ক করা সেকেন্ড কিওয়ার্ড famous for___ a process এর উত্তর।
আমরা পেসেজে পেলাম famous কে তারা বলেছিল best known আর a process টাকে বলেছিল a method. সুতরাং মাঝের শব্দ inventing হল উত্তর।
Gap fill, True/false/not given, Yes/no/not given, multiple choice, short answer question টাইপ প্রশ্নে কিওয়ার্ড টেকনিক ফলো করতে হবে।
যেকোন ধরনের Matching রিলেটেড প্রশ্নে কিওয়ার্ড টেকনিক কাজে লাগবেনা।
পরীক্ষায়:
১. টাইম ম্যানেজমেন্ট মাষ্ট।
২. প্রথম প্যারাগ্রাফে ১৫ মিনিট। পরের প্যারাগ্রাফের জন্য ২০ মিনিট আর শেষের প্যারাগ্রাফের জন্য ২০ মিনিট সময় বরাদ্দ করতে হবে। কেননা প্রথমটা সহজ থাকে। আস্তে আস্তে কঠিনের দিকে যায়।
৩. একদম শেষে আনসার শীটে উত্তর তোলার জন্য ৫ মিনিট রাখা প্রয়োজনীয়।
৪. প্রশ্ন পেয়েই সাথে সাথে প্রথম ২/৩টা কুয়েকশন পড়ে নিবো।
৫. তারপর প্যারাগ্রারাফ পড়বো নরমাল স্পিডের চেয়ে একটু বেশি স্পিডে পড়বো।
৬. কীওয়ার্ডগুলো মার্ক করে রাখবো।
৭. প্রতিটা প্যারাগ্রাফ পড়া শেষ হলে তার সামারি কি তা পাশে লিখে রাখবো। এতে করে যেকোন প্রশ্নের উত্তর সহজে পাওয়া যাবে।
৮. যে যে প্রশ্নগুলোর উত্তর অর্ডারে থাকবে। তাই অর্ডার মেইনটেন করে উত্তর খুজবো।
৯. যদি কোন প্রশ্নের উত্তর না পাওয়া যায় তবে সেটার জন্য সময় নষ্ট করবোনা।
১০. কোন নাম বা নাম্বার থাকলে সেটাকে প্যারাগ্রাফ থেকে Scanning করে বের করবো।
১১. ম্যাচিং হেডিং টাইপ প্রশ্ন থাকলে তা সবার শেষে করবো। কেন সবার শেষে? কারন সবগুলো প্রশ্নের উত্তর পেতে গিয়ে পেসেজ সম্পর্কে ততক্ষনে আমাদের আইডিয়া হয়ে যাবে।
১২. একদম শেষে স্পেলিং মিসটেক আছে কিনা তা চেক করবো।
১৩. কোন কিছু ধারনা করে উত্তর দিতে যাবনা।
Skimming কি?
উত্তর: এক নজর দেখে কোন আর্টিকেলের থীমটা কি তা বুঝা অর্থা কোন বিষয়ের উপর এই আর্টিকেল সেটা আইডেন্টিফাই করা। আরো আইডেন্টিফাই করতে হবে
Titles
Sub titles
Keyword
Topic Sentences
Scanning কি?
উত্তর: কোন স্পেশিফিক ইনফোরমেশন খুজে বের করা হল Scanning. যেমন-
Name
Number
Date
স্কিল যা দরকারী: টাইম ম্যানেজমেন্ট, ভোকাবুলারী, Scanning and skimming.
Links Zone
3.The Economist Technology Quarterly
Question Format: