ড্রাইভিং সংক্রান্ত প্রশ্নোত্তর
১. একটা গাড়ি রাস্তায় বের করতে হলে কি কি চেক করতে হবে?
উ: তিনটি জিনিস। যথা
১. রেডিওটরের পানি
২. ইঞ্জিনের মোবিল
৩. ব্রেকওয়েল
২. ইঞ্জিন কত প্রকার ও কি কি?
উ: দুই প্রকার। যথা
১. টুষ্টোক
২. ফোরষ্টোক
৩. ইঞ্জিনের কয়টি পার্ট ও কি কি?
উ: চারটি পার্ট। যথা
১.টেবিট
২. হেড
৩. ব্লক
৪. মোবিল চেম্বার
৪. ট্রাফিক সিগনাল কত প্রকার ও কি কি?
উ: তিন প্রকার। যথা-
১. বৃত্ত – বাধ্যতামূলক
২. ত্রিভুজ – সতর্কতামূলক
৩. চতুর্ভুজ – তথ্যমূলক
৫. গাড়ির একটি চাকা খুলতে কি কি লাগে?
উ: তিনটি জিনিস লাগে।
১. জ্যাক – গাড়িকে উপরে তোলা এবং গাড়ির ভার বহন করা
২. লিভার – জ্যাককে উপরে তোলা এবং নিচে নামানো
৩. হুইলরেঞ্জ – চাকার নাট খুলা এবং লাগানো।
৬. একটি গাড়ি রাস্তায় বের করতে হলে কয়টি কাগজের প্রয়োজন?
উ: প্রাইভেট হলে ৫ টি কাগজ লাগবে।
আর সার্ভিস হলে প্রাইভেটের উল্লেখিত ৫টির সাথে অতিরিক্ত আরেকটি কাগজ লাগবে। যথা-
১. ব্লুবুক
২. ট্যাক্স
৩. ফিটনেস
৪. ইন্সুরেন্স
৫. ড্রাইভিং লাইসেন্স
৬. রোডপারমিট (সার্ভিস হলে)
৭. ড্রাইভিং লাইসেন্স কত প্রকার ও কি কি?
উ: পাচ প্রকার। যথা –
১. লার্নিং
২. প্রাইভেট
৩. সার্ভিস
৪. পি.এস.ভি
৫. ইনস্ট্রাকটর
৮. গাড়ির কাজ কয় প্রকার ও কি কি?
উ: ছয় প্রকার। যথা
১. ইঞ্জিন
২. ড্রেইন
৩. পেইন্ট
৪. ইলেকট্রিক
৫. ভলগেনাইজিং
৬. সীট
৯. একটি গাড়ির কোন জিনিস ছয় মাস বন্ধ থাকে এবং ছয় মাস চালু থাকে?
উ: হুইপার।
১০. গাড়ির চেয়ে লম্বা কোন জিনিস?
উ: হেডলাইটের আলো
১১. গাড়িতে উঠার পর সামনে কি থাকে?
উ: চোখ
১২. গাড়ি কিসের উপর চলে?
উ: হাওয়ার উপর
১৩. কোন গাড়ির সাইলেন্সার সামনে থাকে?
উ: ট্র্যাক্টর
১৪. একটি গাড়ির (কারের) কয়টি চাকা?
উ: পাচটি। (অতিরিক্তটাসহ)
১৫. হাতে খুলা এবং হাতে টাইট কয়টি নাটের নাম বলুন।
উ: ব্যাটারীর ৬টি নাট
দরজার নাট
রেডিওটরের মুখ