আই.ই.এল.টি.এস - লিসেনিং টিপস
লিসেনিং পার্ট ৪ এত কঠিন কেন?
আমি যখন শুরু করি একটা উত্তর ও করতে পারতাম না! এটা খুব সত্যি! কিন্তু সেই আমি কিছুদিন পর পার্ট ৪ এ ১০ এ ১০ পাই! আমি নিজে নিজে কিছু দিন চেষ্টা করে শিখলাম তাই আমি যা জানি তা তোমাদেরকে বলবো!
কেন এত কঠিন?
১০ টা প্রশ্নের জন্য মাঝখানে কোন ব্রেক থাকে না, একজন কথা বলে এবং অনেক লম্বা করে একজন কথা বলতে থাকে, উত্তর গুলো ঘুরিয়ে ঘুরিয়ে বলে, অনেক সময় একটা উত্তর মিস হয়ে পরের উত্তরে চলে গেলে আমরা বুঝতে পারি না।
১০ টা প্রশ্নের জন্য মাঝখানে কোন ব্রেক থাকে নাঃ
প্রথম ২-৩ টা প্রশ্ন ফোকাস করতে হবে, ক্লিপ শুরু হবার আগেই ২-৩ টা ভাল করে পড়তে হবে। সেই ২-৩ টা দিয়ে শুরু করতে হবে এবং ২-৩ টার উত্তর শুনে তারপর পরের একটা একটা করে শুনতে হবে। প্রথম ভাল একটা শুরু মানে প্রথম ২-৩ টা পারলে তোমার পরের উত্তর খুঁজে পেতে মনের সাহস আসবে।
একজন কথা বলে এবং অনেক লম্বা কথা বলতে থাকেঃ
কথা থামে না এবং অনেক বেশী কথা শুনতে শুনতে উত্তর খুঁজে পেতে অনেক মনোযোগ দিতে হয়। কিন্তু, তোমার ফোকাস থাকবে উত্তর এর দিকে এবং বেশি কথাকে ভয় না পেয়ে সময়টা প্রশ্ন পড়তে কাজে লাগাতে। যেহেতু, কোন ব্রেক থাকবে না তাই বেশি কথা বলার সময়টা মন দিতে হবে উত্তর গুলো পড়তে। পার্ট ৪ এর কেম্ব্রিজ বই এর পিছন থেকে লিসেনিং ক্লিপ এর ট্রান্স ক্রিপ্ট দেখলে এবং যদি মিলিয়ে দেখ উত্তর এর সাথে তাহলে দেখবে মাঝখানে অনেক কথা বলে যেটা তে উত্তর থাকে না তাই এ অংশ শুধু শুনে যাবে, ফোকাস কম থাকবে এবং মূল ফোকাস থাকবে কখন উত্তর আসবে সেটার উপর! এটা মাছ ধরার সময় যেমন বড়শি তে টান এর জন্য বসে থাকতে হয়। একটু দেরি হলে তুমি শেষ মানে মাছ ধরতে পারবে না। তুমি তাড়াতাড়ি করে শুনে উত্তর লিখে ফেলতে হবে এবং তারপরের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে।
উত্তর গুলো ঘুরিয়ে ঘুরিয়ে বলেঃ
উত্তর বলার সময়ে প্রতিশব্দ ব্যাবহার করে এবং প্রশ্নের মত সরাসরি বলে না তাই প্রশ্নটা পুরো পড়ে মাথাতে রাখতে হবে। ফলে, যখন উত্তর বলবে তখন প্রতিশব্দ ব্যাবহার করলে ও তুমি পারবে। যখন উত্তর বলবে মনে তখন বেশি ফোকাস দিতে হবে খুব বেশি!
অনেক সময় একটা উত্তর মিস হয়ে পরের উত্তরে চলে গেলে আমরা বুঝতে পারি নাঃ
তোমাকে বেশি মেন্টালি একটিভ হতে হবে এটা আসবে প্রতিদিন শুনার ভাল অভ্যাস করলে। গুগলে (deep English) নামে একটা ওয়েব সাইট আছে, সেখানে ফ্রী লেসনে ক্লিক করলে অনেক ক্লিপ পাবে। এই ক্লিপ ফাস্ট মুডে শুনে শুনে তোমার কানকে রেডি করতে হবে। এছাড়া, প্রতিদিন ৩-৪ টা পার্ট ৪(একটা করতে ৮-১০ মিনিট লাগবে) সল্ভ করবে বই অথবা নেট থেকে। ৩০ দিন করলে দেখবে তুমি বস! একটু সময় না দিলে কিভাবে হবে এবং শেষ কথাঃ Do not fear your failure!
লিসেনিং এর এম সি কিউ সমাধান করবেন কিভাবে?
আমি আমার কিছু টিপস দিবো এম সি কিউ সমাধান করার জন্য, প্রথমেই আমাদেরকে বুঝতে হবে এম সি কিউ কেন কঠিন মনে হয়ঃ
১। এখানে ফাঁদ অথবা ঘুরিয়ে উত্তর বলা হয় ফলে আমরা ভুল করি।
২।প্রশ্নে ৩-৪ টা অপশন থাকে যেটা থেকে সঠিক উত্তর খুঁজে নেয়া কঠিন।
৩। তাদের কথা বুঝতে বুঝতে সময় শেষ।
এগুলোর সমাধান কি?
১। এখানে ফাঁদ অথবা ঘুরিয়ে উত্তর বলা হয় ফলে আমরা ভুল করি।এটার একটা উদাহরন দেখিঃ
প্রশ্নঃ How long you lived there?
উত্তরঃ
১। ১year
২। ৩years
৩। ৫years
এখন তারা ক্লিপ এ সরাসরি বলবে না উত্তর বরং বলবে
I lived there for 3 years, (ফাঁদ) no sorry, 5 years but(ফাঁদ) I lived a year with my partner! তাহলে উত্তর হবে অপশন ৩
এখানে তুমি আগে থেকে সতর্ক থাকতে হবে এবং একটা অপশন I lived there for 3 years শুনেই অপশন ২ না নিয়ে ২ উত্তরের অপশনে ডট দিয়ে রাখবে এবং সবসময় অপেক্ষা করবে পুরো বাক্য শেষ পর্যন্ত শুনার তারপর সঠিক অপশনে টিক দিবে । তাই লক্ষ রাখবে but, however, sorry, I apologise,though, no no, oh sorry এমন কিছু বলছে কিনা। এম সি কিউ ক্লিপ শুরুর আগের সময় পড়তে শুরু কর প্রশ্ন এবং স্ক্যান করতে পারো উত্তরের অপশন গুলো, তাহলে মাথাতে থাকবে কি উত্তর শুনতে হবে!
২।প্রশ্নে ৩-৪ টা অপশন থাকে যেটা থেকে সঠিক উত্তর খুঁজে নেয়া কঠিন।
উত্তরের অপশন ৩-৪ টা থাকে এবং সব অপশন আগে পড়ার সুযোগ নেই তাই প্রথম টিপসঃ
প্রথম ২-৩ টা এম সি কিউ এর অপশন গুলো এবং প্রশ্ন গুলো পড়ে নিতে হবে এম সি কিউ শুরু হবার আগে আগে।
সুতরাং, প্রথম ২-৩ টা এম সি কিউ এর অপশন গুলো এবং প্রশ্ন গুলো পড়ে নিতে হবে এবং বাকি গুলোর প্রশ্ন পড়লেই চলবে এম সি কিউ ক্লিপ শুরু হবার আগে আগে। মানে, প্রথম ২-৩ টা প্রশ্নের উপর বেশি ফোকাস দিবো কিন্ত বাকি এম সি কিউ প্রশ্ন গুলো ও পড়বো শুধু, অপশন না কারন ব্রেক অল্প থাকে!
আমি আমার মোবাইলের স্টপ ওয়াচ দিয়ে নিজে দ্রুত পড়ার প্রাকটিস করতাম, নিচের প্রশ্ন এবং উত্তরের অপশন পড়তে আমি ৫-১০ সেকেন্ড লাগে। পড়ে খুব তাড়াতাড়ি কী ওয়ার্ড বাংলাতে লিখে ফেলি কমপক্ষে প্রথম ২ টা এম সি কিউ এর জন্য যেটা আমাকে ক্লিপ টা শুনে সহজেই প্রথম দুইটা সঠিক উত্তর দিতে পারি।। বাসাতে স্টপ ওয়াচ দিয়ে নিজে দ্রুত পড়ার প্রাকটিস করলে পারবে।
১ When was the Sydney Opera House completed? (কখন?)
A ১৭৮৩
B ১৯৮৩ সাল
C ১৯৭৩
২ How many venues does the building house? কয়টা venues?
A ৬
B ১৬ নাম্বার
C ১
৩। তাদের কথা বুঝতে বুঝতে সময় শেষঃ
আমি সবসময় বলি বাসাতে অনেক চেষ্টা মানে লিসেনিং সমাধান করলে বেশি বেশি কেম্ব্রিজ এর বই থেকে তাহলে নিজের দুর্বলতা নিয়ে কাজ করা হয়। যদি তুমি ব্রেক এর সময় টা কাজে লাগাও এম সি কিউ শুরুর আগে তাহলে তুমি কি নিয়ে ক্লিপ হবে সেটা অনুমান করা এবং কি উত্তর খুঁজতে হবে সেটার ধারনা পাবে। আমরা বলেছি, প্রথম ২-৩ টা এম সি কিউ এর অপশন গুলো এবং প্রশ্ন গুলো পড়ে নিতে কিন্তু যখন সেগুলোর উত্তর পাবো তারপর খুব দ্রুত ফোকাস করবো পরের প্রশ্ন গুলোর অপশন এর দিকে!উপরের সাল এবং নাম্বার শুনার পর যখন তারা building house? কয়টা venues? নিয়ে আজাইরা কয়েক সেকেন্ড কথা বলতেসে তখন তুমি তাদের আগেই রেডি হবা পরের প্রশ্নের অপশন পড়ার জন্য। কিন্তু, সতর্ক থাকবে যাতে পরের প্রশ্ন নিয়ে আলোচনা শুরুর আগেই তোমার ফোকাস যাতে লিসেনিং ক্লিপ এ চলে আসে। এটা বাসাতে করতে করতে অভ্যাস হয়ে যাবে তাই পরীক্ষার আগেই এগুলো নিয়ে গবেষণা কর বাসাতে। খুব একটিভ হতে হবে এবং শুনার সময় মনোযোগ দিবে প্রশ্নের কি ওয়ার্ড এবং উত্তরের অপশন এর দিকে। মনোযোগ এক সেকেন্ডের জন্য যাতে নষ্ট না হয় মনে রাখবে ১০০ ভাগ মনোযোগ দিয়ে শুনতে হবে।
Listening এ কথোপকথন শুনে বোঝার ক্ষমতা যাচাই করা হয়। একজন শিক্ষার্থীকে হেড ফোনের মাধ্যমে অডিও ক্লিপ শুনতে দেয়া হয় এবং সেই অডিও ক্লিপ শুনে শুনে বিভিন্ন তথ্য পূরণ করতে হয়। এক্ষেত্রে একটা ফোন নম্বর দেয়া হতে পারে, কারো বাসার ঠিকানা দেয়া হতে পারে, শিক্ষক কোন তথ্য দিতে পারেন, তা শুনে লিখতে হতে পারে, এছাড়াও দুই বন্ধু কথা বলছে সেখান থেকে কোনো তথ্য লিখতে হতে পারে।
Listening সেকশনে ৩০ মিনিটে ৪০ টি প্রশ্নের উত্তর দিতে হয়। শিক্ষার্থীকে একটা প্যাসেজ ইংরেজিতে বাজিয়ে শোনানো হবে, আর সামনে থাকবে প্রশ্নপত্র, ঐ অডিও শোনার ভিত্তিতে উত্তর করতে হবে, কি বোঝানো হয়েছে ঐ অডিও ট্রাকে। মোটামুটি ৩০ মিনিট পরীক্ষা হয়। শেষ ১০ মিনিটে উত্তরপত্রে উত্তর লিখতে হয়।
এই অংশে সর্বমোট ৪ টি Sub-section থাকে। প্রতিটি অংশে শিক্ষার্থী কতিপয় Recorded Audio Test শুনবেন, যেগুলো ক্রমে ক্রমে কঠিনতর হবে। এতে বিভিন্ন ধরনের কথোপকথন ও Dialogues থাকবে এবং বিভিন্ন ধরনের Accent (ঝোঁক/স্বরের উঠানামা) ও Dialect (উপভাষা, আঞ্চলিক উচ্চারণ) ব্যবহৃত হবে।
কোন অংশ শুনে বুঝতে না পারলে সেটা নিয়ে মাথা না ঘামানই ভালো। কারন, এতে পরবর্তী প্রশ্নগুলোর উত্তর বুঝতে না পারার ঝুঁকি থাকে। সঠিক উত্তর বেছে নেওয়া, সংক্ষিপ্ত উত্তর,বাক্য পূরণ ইত্যাদি নানা ধরনের প্রশ্ন থাকে। প্রশ্নের ধরন দেখে অডিও ট্রাক থেকে উত্তর শোনার জন্য মনযোগী হতে হবে এবং প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর দিতে হবে।
Listening সেকশনের ৪ টি Sub-section থাকে,
এর মধ্যে পার্ট-১ টা মোটামুটি সহজ, এখানে, ১০টি প্রশ্ন থাকে, এই ১০টি প্রশ্নই সহজ এবং ১০/১০ পাওয়া সম্ভব, Listening সেকশনে ৪০টি প্রশ্নের মধ্যে ৩০টি সঠিক করতে হবে, সুতরাং দেখা যাচ্ছে পার্ট-১ এ ভালো করতে পারলে অন্যান্য পার্টগুলো কঠিন হওয়া সত্ত্বেও অভারঅল ভালো করা সম্ভব।
লিসেনিং এ ভালো করতে হলে অবশ্যই বেশী বেশী করে জেনারেল লিসেনিং করতে হবে। এজন্য BBC News, BBC Programme এবং ব্রিটিশ চ্যানেলগুলো ফলো করা যেতে পারে, তবে এগুলো শোনার সময় একটা ব্যাপার মনে রাখতে হবে তা হল, কোন বিষয় নিয়ে কথা বলা হচ্ছে এবং কি বোঝানো হচ্ছে। এছাড়াও জেনেরাল লিসেনিং এর আর একটা ভালো মাধ্যম হল Audio Book শোনা। যেমনঃ Storynory
লিসেনিং নিয়ে অনেকে বলে যে তার লিসেনিং স্কিল ভাল নয়, কিন্তু এর জন্য কোন শর্টকাট থিওরী নেই, প্রকৃতপক্ষে ভালো করতে হলে অবশ্যই বেশী বেশী প্রাকটিস করতে হবে এবং এর পিছনে সময় দিতে হবে, যাতে করে জেনারেল লিসেনিং স্কিল বাড়ানো যায়, স্কিল বাড়ানো না গেলে এই সেকশনে ভাল করাটা কঠিন হয়ে পড়ে।
Written by: Ashaduzzaman Sarker...
IELTS লিসেনিং এর জাদু টোনা ও মন্ত্র !... By Rayhan Chowdhury
By Rayhan Chowdhury on Wednesday, March 18, 2015 at 5:20pm
By Rayhan Chowdhury on Friday, May 30, 2014 at 3:46pm
আজকে আমি কিছু ব্যাপার নিয়ে আলোচনা করবো। এগুলো শুধু তাদের জন্য যারা IELTS লিসেনিং এর পার্ট ৩ এবং পার্ট ৪ অনেক চেষ্টার পরও পারছেন না। ২-৩ দিন TED TALK শুনতে চেষ্টা করেন এবং http://ielts-simon.com/ielts-help-and-english-pr/ielts-listening/ লিঙ্ক এর সব গুলো টাস্ক হেড ফোন ছাড়া শেষ করতে চেষ্টা করেন !
এগুলো করার পর ২-৩ দিন হেড ফোন ছাড়া পার্ট ৩ এবং পার্ট ৪ অনুশীলন করার চেষ্টা করবেন। এক্ষেত্রে যেটা করবেন, পার্ট ৩ এর প্রশ্ন না দেখে পুরো ক্লিপ টা শুনবেন এবং নোট নিবেন। অবশ্যই চেষ্টা করবেন মাথার মধ্যে ইনফর্মেশন গুলো রাখার এবং সাথে সাথে নোট নেয়ার চেষ্টা করবেন। নোট নেয়া এবং মনোযোগ দিয়ে শোনা শেষ হলে, উত্তর পত্র দেখবেন এবং উত্তর দেয়ার চেষ্টা করবেন।
এটা খুব কঠিন মনে হলে, আপনি প্রথমে উপরের মতই করবেন কিন্তু ক্লিপ শুরুর আগে প্রশ্ন দেখে নেবেন ৪০ সেকেন্ড এর মত, তারপর প্রশ্ন লুকিয়ে রাখবেন এবং মাথায় রাখবেন আপনাকে কি শুনতে হবে। তারপর পুরোটা শুনবেন এবং উত্তর গুলো নোট হিসেবে লিখবেন । সবার শেষে উত্তরপত্র নিয়ে আপনার নোট এবং মন থেকে অনুমান - এই দুই মিলিয়ে উত্তর লিখুন।
এগুলোতে যদি কাজ না হয়, তাহলে একটু অন্যধরনের অনুশীলন করতে পারেন ! TED TALK অথবা BBC ইংরেজি খবর শোনার সময় মনোযোগ বাড়াতে হবে। প্রথমে, হেড ফোন ছাড়া শুনবেন এবং প্রতিটা বাক্য আপনার ব্রেনকে দিয়ে প্রসেস করানো শিখান।যেমন,
(English arose in the Anglo-Saxon kingdoms of England and what is now southeast Scotland)
এটা শুনলেন এবং খুব তাড়াতাড়ি ব্রেন প্রসেস করতে পারে কিনা সেদিকে খেয়াল রাখবেন। পরের লাইন শোনার আগেই আপনি অর্থ উদ্ধার করা শিখান ব্রেনকে।
এটা নিয়মিত প্র্যাকটিস এর ব্যাপার ... যদি শব্দ না বোঝেন, সেক্ষেত্রে অনুমান করার চেষ্টা করেন। শেখার জন্য প্রতিদিন ১০-২০ মিনিটের জন্য একটা খেলা খেলার চেষ্টা করেন। খেলার নিয়ম হলঃ লাইন এর অর্থ বুঝতে হবে পরের লাইন শুরুর আগেই ! যখন আপনি পারবেন, খাতাতে একটা দাগ দিবেন এবং না পারলে ক্রস। এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নেন এবং মজা করে করতে থাকুন । খেলা শেষে যদি ক্রস বেশি হয়, তাহলে আপনি হেরে গেলেন।
মিলিটারি প্রশিক্ষণ কিন্তু কঠিন হয়, তাই না ? কেন? যাতে, ভবিষ্যতে ভালো করতে পারে । সেইরকম,এই অনুশীলন গুলো আপনার মনোযোগ বাড়াবে যাতে করে আসল পরীক্ষাতে ভাল করতে পারেন। আপনারা, এইরকম কয়দিন অনুশীলন শেষে আবার হেড ফোন দিয়ে, প্রশ্ন দেখে তারপর টেস্ট দিতে থাকবেন এবং পরীক্ষাতে ও আপনি হেড ফোন দিয়ে পরীক্ষা দিবেন !
কপি: https://www.facebook.com/groups/rayhanielts