ডি.এস.এল.আর কেনার আগে
ডি.এস.এল.আর ক্যামেরা কিনবেন। থামুন। হ্যাঁ আপনাকেই বলছি। কেন DSLR কিনবেন? সৌখিন ফটোগ্রাফারদের কাছে এই প্রশ্নের কোন উত্তর নাই জানি। হয়তো বলবেন ছবি তোলা শেখার জন্য। আপনাকেই বলছি আপনি ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। ছবি তোলার জন্য DSLR নয় আপনার মোবাইলের ক্যামেরা বা নরমাল ক্যামেরাই যথেষ্ট। যদি আপনি পয়সাওয়ালা হোন তবে আমার আপত্তি নাই। আমার পরামর্শ হচ্ছে প্রথমে মোবাইল দিয়ে বা নরমাল ক্যামেরা দিয়েই আলোটাকে ধারন করুন। বুঝতে চেষ্টা করুন। প্রকৃতিটাকে চিনতে শিখুন। আলো কিন্তু প্রকৃতিতেই থাকে। আপনি যখন আলোটাকে বুঝতে পারবেন এবং প্রকৃতিতে আলোর খেলা ধরতে পারবেন তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নিন।
ক্যামেরার বেসিক চালনা শেখার জন্য প্রথমে একটা সেকেন্ডহ্যান্ড DSLR ক্যামেরা নিতে পারেন।কোন মডেলের নিবেন? আপনার বাজেটের মধ্যে যেকোন মডেলের নিন। ক্যামেরা কেনার সময় শুধু সাথে একজন এক্সপার্ট নিয়ে যাবেন যার DSLR ক্যামেরা আছে। তারপর শিখতে শিখতে আপনার রিকোয়ারমেন্টগুলো আপনিই ধরে ফেলতে পারবেন। প্রথমেই ৫০ হাজার টাকা খরচ করে অন্যের কথা শুনে ক্যামেরা কেনার কোন মানে হয়না। যখন নিজেকে বুঝতে পারবেন তখন মনে হবে এটা ছিল একটা ভুল ডিসিশান।
আরেকটা সমস্যা লেগে থাকে নাইকন আর ক্যাননের মাঝে। কোনটা কিনবেন? ওই যে আগেই বললাম নিজেকে চিনতে হবে। আপনি যদি শুধু ফটো তুলতে চান তবে নাইকন আর ফটো এবং ভিডিও দুটোই ধারন করতে চাইলে ক্যানন। মূলত সহজ ভাষায় স্টিল ছবির জন্য নাইকন আর ভিডিওর জন্য ক্যানন। অনেকেই ফটো এবং ভিডিও দুটোর জন্য অনেক টাকা খরচ করে ক্যানন কিনে। আফসোস যদিও তারা পরে আর কখনো ভিডিও করেনা।
#photography #DSLR #photography course #photography tips #photography shikte #dslr kinte