আমজনতার দুরবিন
সিলেট মার্টে চাকুরীরত অবস্থায় দেখতাম এক লোক প্রায় সময়ই আমাদের অফিসে লতিফ ভাইয়ের কাছে আসতো। দাড়ি-টুপি পাঞ্জাবী-পায়জামাওয়ালা লোকটি এসেই কম্পিউটারে বসেযেত। আমি ভাবতাম হুজুর মানুষ হয়তো কুরআন কিংবা ইসলামী গান মোবাইলে নিচ্ছেন। পরে শুনলাম তিনি হিন্দী মুভির গান এবং ভিডিও ক্লিপ নিতেন। আমি টাসকী খেতাম। আরোটাসকি খেলাম যেদিন শুনলাম তিনি একটি মসজিদের ইমাম। ইন্টারপ্রিটার কম্পিউটার সায়েন্সের একটি শব্দ। যার অর্থ অনুবাদক। প্রোগ্রামিং ল্যাংগুয়েজকে সে মেশিন ল্যাংগুয়েজ তথা জিরো আর ওয়ান এ ট্রান্সলেট করে। আরেকটি আছে - কম্পাইলার।তার কাজও একই। তাদের মাঝে একটু পার্থক্য আছে। ইন্টারপ্রিটার লাইন বাই লাইন সকল লাইনের সাথে লাইন মারে। কোন লাইনে সমস্যা পেলেই শেষ। সে এখানে থেমে যায়।আরকম্পাইলারের এত সময় নাই। ভিআইপি মানুষ। সে সব লাইনকে এক সাথে ধরে নিয়ে সবার সাথে লাইন মারে। লাইন মারা শেষ হলে পরে রিপোর্ট দেয় কোন লাইন ঠিক আছে আর কোনলাইন ঠিক নাই।
বন্ধু মনজুর দীর্ঘদিন বিদেশ থেকে দাড়িওয়ালা মনজুর হিসাবে যখন ফিরলো গ্রামে সেটাকে ইন্টারপ্রিটার দিয়ে ট্রান্সলেট করা শুরু হল। নাই কাজ তো খই ভাজ এই অবস্থা আরকি। কয়েকমাসপর হঠাৎ একদিন দেখা গেল মনজুর দাড়ি কামিয়ে ফেলছে। আরে সর্বনাশ ! ব্রেকিং নিউজ হিসাবে সেটা প্রচার হতে লাগলো। ওর ঘনিষ্টজন হিসাবে সবাই আমাকে ধরলো দাড়ি কামানোরগোপন রহস্যটা জানার জন্য। শেষমেষ বাধ্য হয়ে মনজুরকে দিলাম ফোন। জানতে চাইলাম সুন্নতের এই বরখেলাপের কি কারন। তার জবাবটাও ছিল অসাধারন।
অনেকদিন আগে পড়া একটি গল্পে দুইটি চরিত্র ছিল। একটা ভদ্রলোক আর আরেকটা এক চোরের। ভোরবেলা দু’জন দু’জনের কর্ম সারতে তারা একটি পুকুরে মিলিত হোন। ভদ্রলোক এক প্রান্তথেকে চোরকে দেখে ভাবছেন আহা কতই না আমলদার মানুষ। সাত সকালে আমার সাথে ওজুটা সেরে নিচ্ছে। অন্যদিকে চোরের ভাবনাটা ছিল ভিন্ন।
ফিরে যাই মনজুরের উত্তরে। দাড়ি কামানো নিয়ে ওর উত্তরটা ছিল এই রকম যে সবাই প্রতিদিন দাড়ি কামিয়ে সুন্নতের বরখেলাপ করতে কোন সমস্যা নাই। আর আমি সারা বছরে একবারসুন্নতের বরখেলাপী হয়ে যদি তাদের চোখে দোযখে যাই তবে তাতে আমার আপত্তি নাই। মানুষের চোখ, মুখ, কান, নাক একেকটা ট্রান্সলেটর। পার্থক্য শুধু কেউ সেটাকে ইন্টারপ্রিটার হিসাবেব্যবহার করে আর কেউ কেউ কম্পাইলার। আর এখানে প্রভাবক হিসাবে কাজ করে তার বর্তমান অবস্থান। চোরের ভাবনায় আপনি চুরি ছাড়া আর ভাল কিছু আশা করতে পারেনা। কথা হচ্ছে আপনাকে নিয়ে। ভদ্রলোক হিসাবে চোরের সাথে আপনার ভাবনার মিল কতটুকু তা দেখার বিষয়। নিজেকে চিনতে, নিজের মনকে দেখতে কিন্তু কোন দুরবিনের প্রয়োজন নাই।