ছবি দেখে গল্প বলি
কোন ছবিকে নিয়ে গল্প বলা বা স্টোরি টেলিং একটি মজার জিনিস। প্রতিটা ছবির পিছনে একটা না একটা গল্প লুকিয়ে থাকে। ভাবছেন ব্যাপরটা খুব কঠিন। আসলেই কি তাই? উপরের ছবিটা দেখুন। এর পিছনে লুকিয়ে আছে অনেক নির্ঘুম রাত। মনে হয় আমি একটু কম বলে ফেলছি। তারচেয়ে বেশি কিছু। আছে আবেগ, আছে নির্মোহ ভালবাসা। তাহলে আরো একটু সামনে এগুই। নুসরাত নামের মেয়েটিকে ভালবাসতো হাজারী এবং ফাহিম। সম্ববত হাজারী আর ফাহিমের এটা প্রথম প্রেম ছিল। ক্লাসমেটের সাথে প্রেম। ভাগ্যের নির্মম পরিহাসে দু’জনই শেষ পযর্ন্ত ছেকার দেখা পায়। এই ছবিটি নুসরাতের একটি মেয়ে হবার পর হাসপাতালে তোলা। ফাহিম আর হাজারীকে অনেক কষ্টে অন্য গল্প বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া। তারপর মিষ্টি মেয়ের আগমনে মিষ্টি খেতে গিয়ে তাদের মিষ্টি চেহারাটা ফ্রেমে বন্দি করা। কি স্টোরি টেলিং কি খুব কঠিন জিনিস।