আলোর হাতছানী
শনির দশা আজকে আমার
কাল আসবে শুভ দিন,
কালো মেঘের ঘর্জন শুনে
হ’সনা কেউ আনন্দহীন।
অমাবশ্যার ঐ কালো ঘোর
কেঁটে হবেই ভোর,
নতুন প্রভাত হাতছানী দেয়
খোলরে সকল দোর।