IELTS এর প্রস্তুতি
IELTS এর প্রস্তুতি অধ্যায় আপনাকে স্বাগত। এখানে আমরা আলোচনা করবো আপনি কিভাবে IELTS পরীক্ষার প্রস্তুতি নিবেন। প্রথমে বলে রাখা ভাল আপনি দয়া করে গ্রামার আর নতুন শব্দ শিখতে যাবেননা। IELTS এর প্রস্তুতি IELTS এর মত করে নিন। IELTS টেষ্ট এ আপনাকে বলবেনা গ্রামার কি? টেনস কত প্রকার ও কি কি? সুতরাং এই সব বিষয়ে অযথা সময় নষ্ট না করাই উত্তম। আর যদি মনে করেন যে আপনি টেনস কি তাও জানেনা। তবে বলি আপনার জন্য IELTS না। আপনি আগে বেসিক ঠিক করে আসুন তারপর IELTS দিবেন।
#IELTS #IELTS tips #Basic IELTS #IELTS er preparation #ielts er prostuti
তো শুরু করা যাক প্রস্তুতি। প্রথমেই কেনাকেটা। কি কিনবেন? Cambridge IELTS 6 থেকে 12 সবগুলো বই কিনে নিন। বইয়ের সাথে সিডি নিতে ভুলবেননা। কারণ এই সিডিতে Listening এর অডিও থাকে। দাম? হাতের নাগালে একেকটা বই ১০০টাকার ভিতর হবে।প্রশ্ন হতে পারে অনেকের তো কম্পিউটার থাকেনা। তো কেমন করে Listening টেষ্ট দিবে? সহজ সমাধান। বাসায় যদি আপনার কম্পিউটার না থাকে তবে বাজারের কম্পিউটারের দোকান থেকে অডিও ফাইলগুলো মোবাইলে নিয়েআসেন। শুনবেন আর পরীক্ষা দিবেন। সাথে আরো কিছু বই কিনুন। Khan's এর Cue Card - 1, 2 বই দুটো কিনুন। আর মনিরুজ্জামানের IELTS writing বইটা কিনতে পারেন।
ওয়েট। টেষ্ট শুরুর আগে এখনো কিছু জিনিস বাকী। আপনাকে যে প্রিন্ট করতে হবে কিছু ডকুমেন্ট। হ্যাঁ হুবহু IELTS এর এক্সামের মত প্রশ্ন আর আনসার সীটগুলো প্রিন্ট করে নিন। তারপর বাসায় বসে বসে ইচ্ছা মত টেষ্ট দিতে থাকুন। ভাল কথা IELTS এর টেষ্ট কি রকম হয়? একদিনে আপনাকে ৩টি টেষ্ট দিতে হবে। প্রথমে Listening টেষ্ট দিতে হবে। যেখানে সময় পাবেন ৩০ মিনিট। পরীক্ষা শেষে উত্তরগুলো আনসার শীটে ট্র্যান্সফার করার জন্য আরো থাকবে ১০ মিনিট সময়। সব মিলিয়ে ৪০ মিনিট। লিসেনিং টেষ্ট এর পর হবে Reading টেষ্ট। যেখানে সময় থাকবে ১ ঘন্টা। তারপর হবে Writing টেষ্ট। রাইটিং টেষ্টেও সময় থাকবে ১ ঘন্টা। ওই টেষ্ট দেওয়ার আগের দিন অথবা পরেরদিন আপনাকে মাত্র ১৫ মিনিটের জন্য একটা স্পিকিং টেষ্ট দিতে হবে।
সুতরাং আমরা যখন বাড়িতে পরীক্ষা দিব তখন ধারবাহিক ভাবে প্রথমে লিসেনিং টেষ্ট তারপর রিডিং তারপর রাইটিং টেষ্ট দিব। প্রথম কয়েকদিন শুরুটা হবে লিসেনিং দিয়ে। যখন আমরা দেখবো লিসেনিং টেষ্টের ফরমেট আয়ত্ত করে ফেলছি তখন লিসেনিং এর সাথে একটা রিডিং টেষ্ট দিব(একটা পেসেজ)। যখন দেখবো ওকে আমি দুইটাই সহজভাবে করছি তখন রিডিং এর পেসেজ ১ এর সাথে ২টা করে নিব। তারপর কিছুদিন এই রকম টেষ্ট দিয়ে ৩ নাম্বার পেসেজটা এড করে কমপ্লিট লিসেনিং আর রিডিং টেষ্ট দিব। সবশেষে যোগ করবো রাইটিং টেষ্ট। একাডেমিক আর জেনারেল যার মডুউল যেটা সেটা থেকে প্রথমে টাস্ক-১ টা করবো। যখন দেখবো আমি টাস্ক ১ এ সহজভাবে করতে পারছি তখন টাস্ক ২ টা ও এড করে পূর্ণাঙ্গ লিসেনিং, রিডিং আর রাইটিং টেষ্ট দিব।যখন সবগুলো একসাথে দিতে পারবো তখন ধরে নিতে হবে যে আমি প্রস্তুত। বলে রাখা ভাল এর সাথে স্পিকিংটা কিন্তু আলাদাভাবে বন্ধুর সাথে প্র্যাকটিস করতে হবে। তারপর নিজের সক্ষমতা যাচাই করার জন্য কোন সেন্টারে গিয়ে টেষ্ট দিব। যেখানে দূর্বল সেটা কাভার করে ফাইনালি IELTS এক্সাম দিব। আরেকটা জিনিস বলে রাখা ভাল যখন আপনি বাসায় টেষ্ট দিবেন তখন কিন্তু IELTS এর মত সময় ধরে ধরে টেষ্ট দিবেন। আর কলম বাদ দিয়ে পেন্সিল ব্যবহার করবেন।
Free Download Section
1. Listening Sample Answer Sheet
2. Reading Sample Answer Sheet