স্বার্থপরতা
তোমরা খোজ আমার দোষ
আমি খুঁজি ভাল,
আমার চোখে সবকিছু সফেদ
তোমাদের চোখে কালো।
আমি দেখি তোমাদের স্বার্থ
তোমরা কর জবাই,
আমি ছাড়া তোমরা ভাল
বিপরীতে আমি নাই।