মাতলামী
একদিকে চলছে ক্ষুধার্তের হাহাকার
অন্যদিকে বিলাসীর বিলাসবহুল জীবন,
একদিকে খাবারের অভাবে লাশ হয় মানুষ
অন্যদিকে রাজকীয় হালে হরিণ আর কুকুর।
একদিকে প্রকৃতির কোলে থাকে জীর্ণ শরীর
বিপরীতে মখমলে নাক ডাকার ভীড়।
নিষ্ঠুর বিধাতা নিষ্ঠুর তার আচরণ
সুকান্তের ভাষার ও আজ হয়েছে মরণ।