IELTS এর অ আ ক খ
IELTS কি?
International English Language Testing System হচ্ছে IELTS। এটি একটি ৩ ঘন্টার টেষ্ট মাত্র। এই টেষ্টে আপনার ৪ টি বিষযের উপর দক্ষতা দেখা হয়।
বিষয় ৪টি হচ্ছে-
১. Listening ৪০ মিনিট পরীক্ষা ৪টা পার্টে ৪০ টি প্রশ্ন থাকবে
২. Reading ১ ঘন্টার পরীক্ষা ৩ টি পেসেজের উপর ৪০ টি প্রশ্ন থাকবে
৩. Writing ১ ঘন্টার পরীক্ষা মাত্র ২ টি টাস্ক থাকবে
৪. Speaking ১৫ মিনিটের পরীক্ষা
সাধারণত পরীক্ষা ২ দিনে হয়ে থাকে। প্রথম দিন Listening, Reading, Writing টেষ্ট হয়। তার কয়েকদিন পর Speaking টেষ্ট নেওয়া হয়।
IELTS টেষ্ট কয় ধরনের এবং কি কি?
IELTS টেষ্ট সাধারনত দুই ধরনের হয়ে থাকে।
১. Academic
২. General Training
কোন টেষ্ট কার জন্য?
Academic টেষ্টটা মূলত তাদের জন্য যারা উচ্চ শিক্ষার জন্য (ইউনিভার্সিটি লেভেল) বিদেশ যেতে আগ্রহী।
General Training মূলত তাদের জন্য যারা স্কিল মাইগ্রেশন বা বিয়ে করে বা সেকেন্ডারী লেভেলে পড়াশুনার জন্য বিদেশ যেতে চায়।
Academic আর General Training টেষ্টের মধ্যে পার্থক্য কি কি?
আমরা পূর্বেই জেনেই IELTS টেষ্টে চারটি বিষয়ের উপর দক্ষতা দেখা হয়। Academic আর General Training এ উক্ত চারটি বিষয়ের উপরই দক্ষতা দেখা হয়। তবে পার্থক্য দেখা যায় প্রশ্নের প্যাটার্নে। Listening আর Speaking এর প্রশ্ন একই উভয় মডুউলের জন্য। শুধুমাত্র Reading আর Writing এর প্রশ্ন ভিন্ন হয়।
Academic টেষ্ট হলে Reading এ পেসেজ আসবে বই থেকে বা কোন একটা রিচার্স থেকে নেওয়া কিছু। আর General Training টেষ্ট হলে প্রশ্ন আসবে যেকোন পেপার বা ম্যাগাজিন থেকে।
Academic টেষ্ট হলে writing এ প্রশ্ন আসবে ২ টি। প্রথমটি হবে কোন গ্রাফ বা চার্ট। তা দেখে ওটার ব্যাখা করতে হবে চার্ট অনুযায়ী। আর সেকেন্ড যে টাস্ক টা আসবে তা হলে যেকোন ইউনিভার্সাল টপিকের উপর নিজের মতামত/যুক্তি/প্রবলেম-সলুশন নিয়ে একটি Essay লিখতে হবে অন্যদিকে General Training হলে প্রশ্ন আসবে লেটার, Eassy লেখা।
#IELTS #IELTS tips #Basic IELTS
IELTS পরীক্ষার জন্য রেজিষ্টেশন কোথায় করবো?
বিট্রিশ কাউন্সিল বা আইডিপি তে রেজিষ্টেশন করতে পারেন।
বিট্রিশ কাউন্সিল
আইডিপি
UKVI-IELTS কি?
শুধুমাত্র UK তে পড়াশুনার জন্য যদি আপনি IELTS টেষ্ট দিতে চান তবে আপনাকে UKVI-IELTS টেষ্ট সিলেক্ট করতে হবে। আর আপনি যদি UK ছাড়া অন্য কোথাও পড়তে যেতে চান তবে আমি রিকোমেন্ড করি এটা চয়েস না করতে। অযথা টাকা খরচ করার কি কোন মানে হয়?
সাধারন IELTS এবং UKVI-IELTS এর পরীক্ষার মধ্যে পার্থক্য কি?
কোন পার্থক্য নাই। শুধুমাত্র UKVI-IELTS এ পরীক্ষার দিন আপনার সকল কাযর্ক্রম ভিডিও করে রাখা হবে। আর তার জন্য এক্সটা ফি ওরা নিয়ে থাকে।
Academic IELTS আর General Training IELTS এর মধ্যে কোনটা সহজ?
General Training IELTS টা একটু সহজ হয়ে থাকে Academic IELTS থেকে।
IELTS এ কিভাবে স্কোর নির্ধারণ করা হয়?
IELTS এ সাধারন পাস বা ফেইল বলে কিছু নাই। এখানে ০ থেকে ৯ এর ভিতর আপনার ইংরেজীর দক্ষতা মাপা হয়। ০ স্কোর মানে হল আপনি পরীক্ষায় অংশ নেননি। স্কোর ১ হল আপনি খুব সাধারন ইংরেজী জানেন। যেমন হ্যালো, হাই, গুডবাই ইত্যাদি।স্কোর ২,৩,৪ হল আপনি একদম সাধারন একজন ইউজার।স্কোর ৫ হল মুঠামুঠি মানের ইউজার। ৬ হল মুঠামুঠির চেয়েও ভাল। আর ৭ হল ভাল ইউজার। ৮ আর ৯ হল আপনি একজন নেটিভ স্পিকার।
আপনি ৪ টি পার্টে যা ০ থেকে ৯ এর মধ্যে যা পাবেন তা যোগকরে ৪ দিয়ে ভাগ দিয়ে আপনার টোটাল স্কোর বের করা হবে।