বিচ্ছুরিত আলো
প্রথমেই বলে রাখা ভাল যে ফটোগ্রাফী জগতের আমি একজন একদম নবীন ছাত্র। আমার শেখাটা এখনো শূ্ন্যের কোটায়। তবে শূন্য থেকেই শুরু করি। একটা DSLR ক্যামেরা থাকার সুবাধে অনেকে এসে ধরেন তাদের ফটোগ্রাফী শিখানোর জন্য। আমি টাসকী খাই। ক্যামেরার ব্যবহার না হয় শেখাতে পারতাম কিন্তু আলোযেটা শতভাগ ফিজিক্সের বিষয় সেটা আমি কেমন করে বুঝাই যেখানে আমি নিজেই অজ্ঞ। নিজের দূর্বলতা প্রকাশ করা ছাড়া আর কিছু করার থাকেনা। অনেকেহয়তো এটাকে ভাব বলেন। আমি ভাবুক হয়ে যাই।
অত:পর ফিরে যাই নিজের ক্যামেরা কেনার দিনগুলিতে যখন আমি একদম অসহায় ছিলাম। যে যা বলতো তাই সঠিক মনে হত। আমার অসহায় মুখের অসহায়ত্বক্যামেরা কেনার পরও কিন্তু শেষ হয়নি। অনেকের কাছে ঘুরেছিলাম একটু বেসিকের জন্য। সত্যি কথা বলতে গেলে ক্যামেরা দিয়ে ছবি তোলাটা জানার জন্য। বইকিনেছিলাম অনেকগুলো। কিন্তু সেইগুলি যে জটিল এবং কুটিল ভাষায় রচিত। তো কি আর করা। খেলাম মহা ধরা। ধরা খেতে খেতেই ফটোগ্রাফীর উপরঅনলাইন এবং অফলাইনে অনেকগুলো কোর্স করা। সেই কোর্সগুলোর আলোকে এবং আরো শেখার প্রয়াসে এই কোর্সে লেগে পড়া।
#photography #DSLR #photography course #photography tips #photography shikte #dslr kinte
আলো আমার আলো ওগো..। চমৎকার একটা গান। অন্য ভাষায় DSLR এর প্রান। কেমনে কি ভাই? তবে শুনুন। প্রথমেই একটা প্রশ্ন। ক্যামেরা জিনিসটা আসলেকি করে? ধুর মিয়া এতো একদম সিম্পল।ক্যামেরা তো শুধু ছবি তুলে। আমি আবার টাসকী খাই। কথা না বাড়িয়ে দুই নাম্বার প্রশ্নে চলে যাই। আচ্ছা প্রখর রোদে যদি ছবি তুলেন তাহলে কি হয়? গোমড়া মুখে উত্তর আসে বেশিরভাগ সময়ছবি জ্বলে যায়। ওকে শেষ একটা প্রশ্ন তাহলে। যদি অন্ধকার রাতে ফ্লাস ছাড়া ছবি তুলেন আপনার ক্যামেরা দিয়ে (হোক সেটা মোবাইলের ক্যামেরা) তবে কি আসবে? আরো একটু গোমড়া মুখে উত্তরটা মিলে অন্ধকারই আসবে।এবার হিসাবটামিলান। যদি ক্যামেরা জিনিসটা ছবিই তুলে এবং অন্ধকারে অন্ধকার আসে তবে কেন প্রখর রোদ্রে ছবি না এসে ওটা জ্বলে যায়? কি মাথায় প্যাঁচ লেগে গেল। আবারো গান ধরি আলো আমার আলো ওগো..।
ঘুরে আসি ফিজিক্সে। ক্লাস নাইন-টেনে ফিজিক্স যাদের সাবজেক্ট ছিল অর্থাৎ যারা বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন তারা নিশ্চয়ই জানেন পৃথিবীতে যে কোন বস্তু দুই রকম। হয় দীপ্তমান নতুবা দীপ্তিহীন। যে সকল বস্তুর নিজস্ব আলো আছে অর্থাযারা আলো ছড়ায় তারা হল দীপ্তমান।এই যেমন সূর্য মামা। যার আলোতে আলোকিত হয় সমগ্র ধরা। আর যাদের কোন আলো নাই তারা দীপ্তিহীন। যেমন আমরা মানুষ। আমাদের শরীর থেকে কোন প্রকার আলো বের হয়না বা আমাদেরনিজস্ব কোন আলো নেই। আর তাই অন্ধকারে আমরা কাউকে দেখতে পাইনা।
সূর্য বা আর্টিফিশিয়াল লাইট (বৈদ্যুতিক বাল্ব বা ফ্লাস অথবা অন্য কিছু) যখন আলো ছড়ায় তখন সেই আলো আমাদের শরীরে অথবা অন্য কোন বস্তুর উপর লেগে তা আবার বিচ্ছুরিত হয়। আমরা দেখতে পাই। হ্যাঁ আমরা বিচ্ছুরিতআলোটাই দেখতে পাই (নিচের ছবির মত)। ক্যামেরার চোখও বা লেন্সও সেটাই দেখে।
ছবি বিশ্লেষন: উপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি প্রথমে সূর্য থেকে আলো এসে পেন্সিলে পড়ছে। তারপর ওই বস্তুর উপর থেকে ওই আলো এসে আমাদের চোখে ধরা পড়েছে।
মাথায় প্যাঁচলাগা সেই প্রশ্নের উত্তরটা এবার দিয়ে দেই। প্রখর রোদে আমরা যখন ছবি তুলি তখন কি হয় জানেন। হ্যাঁ অতিরিক্ত সেই বিচ্ছুরিত আলো এসে ছবিটা নষ্ট করে দেয় বা জ্বালিয়ে দেয়। আমরা বুঝলাম ছবি তাহলে আলো। আরোসহজ ভাষায় বিচ্ছুরিত আলো।
তাহলে নরমাল ক্যামেরা আর DSLR ক্যামেরার মধ্যে পার্থক্য কি? কেনইবা আমাকে এত দাম দিয়ে DSLR কিনতে হবে? হ্যাঁ নরমাল ক্যামেরা দিয়ে আপনি ওই বিচ্ছুরিত আলোটাকে কন্ট্রোল করতে পারবেননা। আলো তার ইচ্ছেমত সেন্সরেপ্রবেশ করবে এবং অতিরিক্ত এই আলোয় আপনার ছবি আপনার ভাষায় জ্বলে যাবে। কিন্তু DSLR ক্যামেরা দিয়ে বিচ্ছুরিত ওই আলোর পরিমান (Aperture), আলো ধারনের সময় (Shutter) নিয়ন্ত্রন করতে পারবেন।অতিরিক্ত আলোয়আপনার ছবি কখনোই জ্বলে যাবেনা।
এই লেখাটা উৎসর্গ করলাম যার হাতে আমার ফটোগ্রাফির হাতেখড়ি শ্রদ্ধেয় ফখরুল ইসলাম ভাইকে যিনি আর আমাদের মাঝে নাই।