আই.ই.এল.টি.এস - রিডিং টিপস
কেন রিডিং কঠিন লাগে?
স্কুলে আমি সব সময় একটা নোট কিনতাম, ইংরেজি বই এর লেখা বুঝার জন্য এবং সেই নোট থেকে ইংরেজি টু বাংলা অনুবাদ পড়তাম। এই নোট বই দিয়ে পড়তে পড়তে রিডিং এর অভ্যাস একেবারে হয় নি। মানে, ইংরেজি গল্পের বই, ইংরেজি পত্রিকা পড়া হয় নি।
স্কুল, কলেজ শেষে বিশ্ববিদ্যালয়ে এসে দেখলাম আমি ইংরেজি নভেল পড়তে পারি না। পত্রিকা পড়লে কিছু বুঝি না। তখন থেকে শুরু করলাম ইংরেজি পত্রিকা কিনে চেষ্টা শুরু করা। সপ্তাহে একদিন এক কপি কিনে, ৭-১০ দিনে সব পড়তাম এবং সব অর্থ না বুঝলেও পড়তাম। পড়ার সময় না জানা শব্দের অর্থ অনুমান করার চেষ্টা করতাম এবং একবরে কঠিন শব্দ দেখলে দাগিয়ে (UNDER LINE) রাখতাম। দিন শেষে কঠিন শব্দ এর অর্থ দেখতাম এবং শুধু শব্দ না শিখে রিডিং এর অভ্যাস হয়ে গেল।
এখন সব পত্রিকা অনলাইনে কিন্তু পারলে হার্ড কপি কিনে এইরকম ছয় মাস থেকে একবছর চেষ্টা করলে অনেক উন্নতি হবে। মনে রাখবে, শব্দ এর লিস্ট না শিখে চেষ্টা করবে রিডিং এর অভ্যাস বাড়াততে।
এখন যদি এমন হয় হাতে ছয় মাস নেই, তাহলে সবচেয়ে ভালো হবে আই ই এল টি এসের বই থেকে রিডিং টেস্ট অনুশীলন করা। একটা টেস্ট অনুশীলন করে তারপর সেই টেস্টের না জানা অর্থ শিখলে ভালো হবে। এই রকম ৫০ টা টেস্ট অনুশীলন করলে অনেক রিডিং এর অভ্যাস বেড়ে যাবে কিছুটা! পাশাপাশি readtheory website থেকে অনুশীলন করলে উপকার পাবে। আই ই এল টি এর জন্য আমার পেন ড্রাইভ কিনে দেখে সেভাবে কেম্ব্রিজ এর বই সব সল্ভ করে ফেললে আস্তে আস্তে রিডিং সহজ লাগবে...
IELTS multiple choice reading questions
Multiple Choice - এই ধরনের প্রশ্নের সাথে অনেক আই এল টি এস পরীক্ষার্থী পরিচিত। অনেক ক্ষেত্রে মাল্টিপল চয়েস প্রশ্নোত্তরের দক্ষতাগুলো True/False/Not Given প্রশ্নোত্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ, যদিও অপশন থাকে ৩টির বদলে ৪টি। তাই এক দিক থেকে মাল্টিপল চয়েস প্রশ্নের উত্তর করা কিছুটা কঠিন।
✓ রিডিং এর প্রাথমিক দক্ষতা
True/False/Not given এর মত মাল্টিপল চয়েস প্রশ্নগুলোর উত্তর দেয়ার জন্য ১/২টি প্যারাগ্রাফ খুব ভালোমত পড়ার প্রয়োজন। বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন ঠিকমত বুঝতে পারাটাও কঠিন কারন ৪টির মধ্যে কমপক্ষে ৩টি উত্তর কাছাকাছি মনে হয়।
✓ দুই ধরনের প্রশ্ন- fact এবং opinion
মুলত ২ ধরনের প্রশ্ন হয় যেখানে
১. লেখকের মতামত জানতে চাওয়া হবে
২. তথ্যসংক্রান্ত(Factual Information)প্রশ্ন করা হবে
নীচের উদাহরনের মাধ্যমে এই পার্থক্যের গুরুত্ব বোঝা যাবে-
‘Different people read for different reasons. For example, the attraction of reading detective fiction can be in the intellectual challenge of finding out who did it, in an autobiography we can eavesdrop on the conversations of the great and good or we can laugh at folly in the celebrity magazine. For many children it is a magic gateway to some other world. Sadly, that is one of the greatest mistakes they can make.’
‘According to the author, the attraction of reading for young people is:
1. they find out about other countries
2. different from other generations
3. escaping into another world
4. foolish
Without the words highlighted in red, the answer must be 3 with those words it becomes 4.
Tip: don’t stop reading too soon. An answer may seem right but if the next word is something like “but” the meaning changes completely
✓ প্রশ্নের ফাঁদ এবং সেগুলো এড়িয়ে চলার উপায়
পরীক্ষকগণ কিভাবে প্রশ্নের ফাদে ফেলতে পারে সেটা জানা থাকলে প্রশ্নোত্তর করাটা অনেক সহজ হয়। তাদের প্রশ্ন করার কৌশল আগে থেকে আন্দাজ করা যায়। নীচের উদাহরনটি খেয়াল করা যাকঃ
What were the findings of the research in Scotland:
1. anti-smoking legislation was more effective in the USA
2. advertising of tobacco products had less effect on old than on young people
3. the legislation was unpopular with the print media
4. almost a third of young people stopped smoking after the legislation
These conclusions are the result of extensive research carried out over the past 20 years around various countries into the effect of banning tobacco advertising. In Scotland it was found that the incidence of smoking fell by 30% in the 18-24 age group after legislation prohibiting the advertising of tobacco products in all print media was introduced. A separate piece of research in the United States of America found that when tobacco advertising was banned in 34 states, this reduced the level of smoking by 50%.
অপশন ১ – তথ্যগুলো প্যারাগ্রাফে আছে কিন্তু প্রশ্নের উত্তর দিচ্ছে না
প্রথম অপশনটি সঠিক নয় কারন এটি প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছে না। স্কটল্যান্ড এ করা রিসার্চ থেকে এই তথ্যটি পাওয়া যায় নি। পরীক্ষার্থীরা সহজেই এমন প্রশ্নফাঁদে পড়ে যেহেতু প্রশ্নে উল্লেখ করা তথ্যটি সঠিক।
করনীয়- উত্তর করার আগে প্রশ্ন কয়েকবার পড়া
অপশন ২ – তথ্যটি আংশিক সত্যি
২য় উত্তরটি ভুল কারন এই তথ্যটি প্যারাগ্রাফে নেই। আমরা উত্তরটি আন্দাজ করতে পারি কিন্তু প্যাসেজে না থাকলে উত্তরটি ভুল হিসেবে ধরতে হবে।
করনীয়- সঠিক উত্তরটি আন্দাজ না করে প্রশ্নে থাকা সবগুলো অপশন পড়ে নিতে হবে।
অপশন ৩ – শব্দগুলো মিললেও মূলভাব বুঝতে হবে
এই অপশনটির সাথে অনেক গুলো শব্দ মিলে যায় বলে এটিকে সঠিক উত্তর মনে হতে পারে। কিন্তু প্যাসেজে এমন কিছু বলা নেই। প্রশ্ন এবং প্যাসেজের শব্দ মেলানো – ভুলটি অনেক পরীক্ষার্থীকে প্রায় করতে দেখা যায়। এই ভুল এড়ানোর জন্য প্যাসেজের মূলভাব বা প্রসঙ্গ বুঝতে হবে।
করনীয়- উত্তর করার আগে প্রশ্নে থাকা শব্দগুলোর উপর ভালোমত খেয়াল করতে হবে। প্যাসেজের সাথে শব্দ মিলে যায় এমন প্রশ্ন খেয়াল করে পড়তে হবে।
অপশন ৪ – অর্থ মিলে যাচ্ছে
Almost a third = 30%
18-24 age group = young people
Suggested procedure
১. প্রথমে প্রশ্নগুলো পড়ে বুঝে নিতে হবে কি কি বিষয় প্যাসেজে খোজা লাগবে। এখানে খেয়াল রাখা দরকার যে মাঝে মাঝে প্রতিশব্দ বা synonyms খুজতে হতে পারে।
২. প্যাসেজের সঠিক জায়গাটি খুজে বের করার জন্য প্রশ্ন ঠিক মত খেয়াল করতে হবে।
৩. কোন কোন প্যারাগ্রাফ পড়তে হবে বের করার জন্য পুরো প্যাসাজটিতে একবার চোখ বুলিয়ে নিতে হবে (skimming) প্রশ্ন ধারাবাহিক ভাবে আসেঃ ৫ নং প্রশ্নের উত্তর ৪ নং এবং ৬ নং এর মাঝে পাওয়া যাবে।
৪. প্যারাগ্রাফের সঠিক জায়গাটি ভালোমতো পড়ে প্রশ্ন কয়েকবার পড়তে হবে। প্রত্যেক অপশনের জন্য এই কাজ করতে হবে।
৫. প্রশ্ন পরে বুঝতে হবে আমাদের Fact নাকি Opinion খুজতে হবে।
৬. ভুল উত্তর গুলো প্রথমে কেটে দিতে হবে।
৭. প্যারাগ্রাফে থাকা শব্দ (যেখান থেকে সঠিক উত্তর পাওয়া যায়) আন্ডারলাইন করতে হবে।
আমাদের স্বভাব পরীক্ষার আগের দিন পড়বো, তারপর সারারাত মুখস্ত করে পর দিন পরীক্ষা দিয়ে আসব। অথবা, একটা টিচারের বানানো নোট পড়ে খুব ভাল পরীক্ষা দিবো। তবে আই এল টি এস টা তে ভালো করতে হলে তোমার আগের রাতে মুখস্ত করতে হবে না কারন এখানে মুখস্তের কিচু নাই।চলুন আজ আমি কিছু দরকারি কথা শেয়ার যেটা ৩০ দিন ফলো করলে তোমরা ভালো একটা ব্যান্ড স্কোর পাবে।
সব শব্দ জানতে হবে নাঃ অনেক শব্দ শিখতে হবে না কারন চেষ্টা করতে হবে পড়ে পুরো টা না বুঝলে অর্থ অনুমান করার। তাই বাসাতে বেশি বেশি রিডিং অনুশীলন করতে হবে এবং অর্থ অনুমান করা শিখতে হবে।
নিচে আমি তোমাদের জন্য বই এর তালিকা দিলাম যেটা দেখে তোমরা রিডিং প্রাকটিস করতে পারোঃ
১।The Official CAMBRIDGE GUIDE TO IELTS Student's Book with Answers এই বইটাতে অনেক সুন্দর সুন্দর টিপস এবং উত্তর গুলোর সমাধান দেয়া আছে।
২। সাথে পারলে আমার রিডিং ডিভিডি টা কিনতে পারো যেটার ভিডিও দেখে একটা ভালো প্রস্ততি হয়ে যাবে।
৩। এখন শুধু কেম্ব্রিজ সিরিজের বই সমাধান করবে 6-11 তাহলে চলবে।
৪। শেষের দিকে পারলে আইএল্টিএস ট্রেনার, আইএল্টিএস প্রাকটিস প্লাস সিরিজের বই সমাধান করতে পারো কিন্তু এগুলোর প্রশ্ন একটু কঠিন কেম্ব্রিজ এর বই থেকে, তাই স্কোর কম আসলে কেম্ব্রিজ থেকে ভয় করোনা।
৫। যেটা পারবে না সেটা গুগলের অথবা আমার লেসনের হেল্প না যেমন, ইয়েস, নো, নট গিভেন না পারলে আমার ডিভিডি এর ইয়েস, নো, নট গিভেন এর লেসন টা আবার দেখলে চলবে।
৬। যারা ডিভিডি কিনতে চাও না, তাদের জন্য আমার ফ্রী ভিডিও আছে shikkhok.comওয়েবসাইট এ সেখান থেকে ফ্রী ভিডিও দেখলে ভাল একটা ধারনা হয়ে যাবে।
শেষের কিছু কথা, রিডিং চেষ্টা করলে পারবে হয়ত একটু বেশি চেষ্টা করতে হবে এবং সময় দিতে হবে তাহলেই পারবে। তারপর, ৩০ টা উত্তর ঠিক হলে ৭ আসবে তাই ১০ টা উত্তর ভুল হলে সমস্যা নেই।
পরিক্ষার আগের রাতে মুখস্ত করার দরকার নেই পারলে একটু বিশ্রাম নাও এবং ভাল একটা করে ঘুমানো দরকার।
রিডিং পরীক্ষাতে ভালো করার জন্য!
রিডিং পরীক্ষাতে ভালো করার জন্য, খুব তাড়াতাড়ি পড়া শিখতে হবে। আমি সবসময় চিন্তা করি ১০০ মিটার স্প্রিন্টে আছি। আসলে, আপনি উত্তর বের করতে পারলে দেখবেন শব্দ না বুঝলে ও উত্তর দিতে পারবেন। আজ আমি আলোচনা করবো আপনার দ্রুততা বাড়ানোর মজার সব বিষয় নিয়ে।
আস্তে পড়ছেন কেন?
প্রথমে বের করতে হবে, আস্তে কেন পড়ছেন? নিচের বিষয়গুলো মিলিয়ে দেখুনঃ
আপনি প্রতিটি শব্দ বুঝে পড়ছেন।
একেবারে শুধু একটি শব্দ পড়ছেন।
কঠিন শব্দ অথবা অর্থ না বুঝলে থেমে যাচ্ছেন।
বাক্য দুই- তিনবার অথবা বারবার পড়ছেন অর্থ বুঝার জন্য।
উপরের পয়েন্ট গুলো খুব দরকার যখন আপনি ক্লোজ রিডিং করবেন, কিন্তু সবসময় না। আপনি যেটা করবেন সেটা হলঃ স্কিম্মিং! আপনি পড়বেন একটা সাধারন মানে বুঝার জন্য কিন্তু প্রতি শব্দ বুঝতে হবে না।
সোজা হাতে ঘি উঠানো!
আমরা সবসময় ডান থেকে বামে পড়ি, কিন্তু উপর থেকে নিচে পড়া সম্ভব! আপনার আঙ্গুল প্রথম লাইনের মাঝখানে বসান। তারপর খুব তাড়াতাড়ি পড়তে থাকুন এবং আঙ্গুল আস্তে আস্তে পরের লাইন এ নিয়ে যান। আপনার আঙ্গুল আস্তে আস্তে নিচে নামবে মাঝখান দিয়ে এবং আপনি তাল মিলিয়ে তাড়াতাড়ি পড়তে থাকবেন। কন শব্দ না বুঝলে আঙ্গুল থামবে না। যারা আঙ্গুল দিয়ে ঘি খাবেন না তাদের জন্য নিচের ওয়েবসাইট টা অনেক কাজ দিবে।
কাগজ দিয়ে লুকানো
এটা খুব সহজ কাজ! আপনি ছোট কাগজ রাখবেন এবং প্রতি লাইন পড়ার পর সঙ্গে সঙ্গে কাগজ দিয়ে ঢেকে দিবেন যাতে আবার না দেখতে পারেন। আমরা অনেক সময় এক লাইন দুইবার পড়ি, তাই কাগজ দিয়ে ঢেকে ফেললে এ অভ্যাস থাকবে না।
আঙ্গুলের লাফ!
সবসময় চেষ্টা করবেন সব্দ ভেঙ্গে ভেঙ্গে না পড়ে তিনটি শব্দ পড়তে, এজন্য আপনার আঙ্গুল প্রতিবার তিনটি শব্দের পর থামাবেন। আমরা মার্কার দিয়ে যেমন মার্ক করি তেমন তিনটি শব্দ পর পর আঙ্গুল থামাবেন এবং একবারে তিনটি শব্দ পড়বেন। এভাবে লাফিয়ে লাফিয়ে আপনার আঙ্গুল বসাবেন যাতে আপনার অভ্যাস হয়।
কিছু আজাইরা প্যাঁচাল
প্রতিদিন ২০ মিনিট সময় নিয়ে একটা মজার ইংরেজিতে কিছু পড়বেন। আপনি দেখবেন প্রতিদিন কত পাতা পড়ছেন এবং ধীরে ধীরে গতি বাড়ছে কিনা! যদি সময় বেশি দেন তাহলে ফল পাবেন তাড়াতাড়ি! আল্লাহ হাফেজ।
True False Not given – reading tutorial and practice
True/False/Not Given - এই ধরনের প্রশ্নোত্তর করা আইএলটিএস পরীক্ষার্থীদের জন্য বেশ কষ্টসাধ্য ব্যাপার। তাই প্রশ্নোত্তরের জন্য কিছু নির্দেশনা নিয়ে আলোচনা করা যাক।
প্রশ্নের ধরন
মুলত দুই ধরনের প্রশ্ন করা হয়
১. True/False/Not Given: তথ্যসংক্রান্ত (Fact based)
২. Yes/No/Not Given: মতামত বিষয়ক (Opinion based)
এক্ষেত্রে প্যসেজের বিষয়বস্তু এবং প্রশ্নে জানতে চাওয়া তথ্যটি মিলছে কিনা সেটা সব সময় খেয়াল রাখতে হবে। মনে রাখা জরুরি, বেশিরভাগ সময় Yes/No/Not Given প্রশ্নে লেখকের মতামত (writer’s opinion) জানতে চাওয়া হয়।
মুল দক্ষতা
Yes/No/Not Given এই ধরনের প্রশ্নোত্তরের ক্ষেত্রে মুল দক্ষতা হচ্ছে প্যাসেজ এবং প্রশ্ন বিশ্লেষণ করা। এর জন্য খুব মনোযোগের সাথে প্যাসেজটি পড়তে হবে এবং মূলভাব বা কি বোঝানো হয়েছে সেদিকে খেয়াল রাখতে হবে। দ্রুত পড়া বা skimming এর মাধ্যমে এই মূলভাব বোঝা যাবে না, বরং পুরো প্রশ্ন এবং প্যাসেজের নির্দিষ্ট অংশ পড়ে সিদ্ধান্ত নিতে হবে লেখক কি বোঝাতে চাচ্ছেন।
সঠিক উত্তর দেয়ার কৌশল
• True/Yes
প্রশ্নে যা জানতে চাওয়া হচ্ছে তা প্যাসেজের তথ্যের সাথে হুবহু মিলে যাবে। এক্ষেত্রে মন রাখা জরুরি, অধিকাংশ সময় প্রতিশব্দ বা synonyms খুজে বের করতে হবে এবং প্রশ্নে থাকা শব্দ মেলানো নয় বরং ভাবার্থ মেলাতে হবে।
• False/No
এক্ষেত্রে প্রশ্নে যা জানতে চাওয়া হচ্ছে তা প্যাসেজে থাকা তথ্যের সম্পূর্ণ বিপরীত হবে অথবা বিরুদ্ধ মত (contradicts) প্রকাশ করবে। এই ধরনের প্রশ্নের বেলায়ও অর্থ নিয়ে চিন্তা করতে হবে। ছোট ছোট শব্দের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যারা প্রশ্নের অর্থ (meaning) পরিবর্তন করে ফেলতে পারে। যেমন- some, all, oftern, occasionally
• Not Given
এই ধরনের প্রশ্নগুলো সাধারনত সবচেয়ে বেশি সমস্যার তৈরি করে। এক্ষেত্রে প্যাসেজে নেই এমন কোন তথ্য প্রশ্নে তুলে দেয়া হয়। তাই Not Given প্রশ্নের উত্তর খুজে সময়ের অপচয় করাটা ঠিক হবে না।
বুদ্ধির সাথে অনুমান করা
রিডিং পার্টে true/false/not given সবচেয়ে কঠিন প্রশ্নগুলোর একটি। কিন্তু এ কারনে হতাশ হওয়া যাবে না, কারন অনুমানে সঠিক উত্তর দেয়ার সুযোগ আছে। এক্ষেত্রে পরামর্শ হবে
১. প্রশ্নের সাথে প্যাসেজে থাকা তথ্য মিলে গেলেঃ true/false অনুমান করে নিতে হবে কিন্তু মনে রাখা দরকার, পুড়ো প্রশ্নটি ভালোমত পড়তে হবে এবং শুধু প্যাসেজের সাথে প্রশ্নের শব্দ মেলানো যাবে না।
২. প্রশ্নে জিজ্ঞেস করা তথ্যটি প্যাসেজে না পাওয়া গেলে সময় নষ্ট না করে Not given উত্তর দিতে হবে। সাধারনত প্রশ্নের সাথে শুধু এক বা দুটি শব্দ মিললে উত্তর Not Given হিসেবে ধরে নেয়া হয়।
৩. প্রশ্নটি পড়ে যদি উত্তর সম্পর্কে কোন ধারনা করা না যায় তাহলে not given উত্তর করতে হবে।
প্রশ্ন কিভাবে আসতে পারে তার কিছু উদাহরন
Macallan is one of the four top selling brands of malt whisky in the world. It is made in barrels made of Spanish oak that have previously been used for sherry because this adds sweetness to its flavour.
True
Macallan is globally successful.
This is true because top selling brands of malt whisky in the world matches globally successful.
False
Macallan is made in metal containers.
This is false because the text says it us made in barrels of Spanish oak. Because oak is a wood this contradicts the words in the question metal containers. Note that you need to think about meaning
Not Given
Macallan is made in Spain.
There is no information about where it is made. Be careful of the trap of seeing the words Spanish and made in the text. Usually with Not Given answers you will find some words in the text that match words in the question without matching the meaning of the whole question.
প্রশ্নের সবচেয়ে কঠিন অংশ – Not Given
এই not given অংশটির কারনে সঠিক প্রশ্নোত্তর করা মাঝে মাঝে কঠিন হয়ে যায়। এই সমস্যা এড়ানোর জন্য কিছু জিনিস বুঝে নেয়া দরকারঃ
• Not given অংশটি থাকা মানে এই নয় যে প্যাসেজের কোন শব্দ প্রশ্নে ব্যবহার হয় নি। সাধারনত প্রশ্নে থাকা কিছু শব্দ প্যাসেজের কোন একটি নির্দিষ্ট অংশের সাথে মিলে যেতে পারে।
• আংশিক সত্য কোন তথ্য উত্তর হিসেবে নেয়া যাবে না। শুধুমাত্র প্যাসেজে আছে এমন তথ্যই ব্যবহার করতে হবে।
Practical Tips
১. প্রশ্নে থাকা কয়েকটি শব্দের উপর মনোনিবেশ না করে পুরো প্রশ্নটি ভালোমত পড়তে হবে। প্রশ্নে কি জানতে চাওয়া হচ্ছে (মূলভাব) সেটা বোঝা জরুরী।
২. Often এবং some – শব্দগুলো নাটকীয়ভাবে প্রশ্নের মূলভাব (meaning) ঘুরিয়ে দিতে পারে তাই এই ধরনের শব্দ খুব ভালোমত খেয়াল করতে হবে।
৩. The writer says এই অংশটি থাকা প্রশ্নের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারন এখানে লেখকের মতামত জানতে চাওয়া হচ্ছে, fact বা তথ্য নয়।
৪. প্রশ্নগুলো প্যাসেজের order বা পর্যায়ক্রমে আসেঃ ১২ নং প্রশ্নের উত্তর সাধারনত ১১ এবং ১৩ নং এর মাঝেই পাওয়া যায়।
৫. কোন প্রশ্নের পেছনে বেশি সময় কাটানো যাবে না। প্রশ্নোত্তর Not Given হলে প্যাসেজে কোন প্রাসঙ্গিক তথ্য পাওয়া যাবে না।
৬. প্রথমে true এবং false উত্তরগুলো খুজে বের করে সবশেষে not given উত্তরগুলো অনুমান করে সময় বাচানো যেতে পারে।
Suggested procedures
১. প্রশ্ন ভালোমত পড়ে বুঝতে হবে লেখকের মতামত (opinion) নাকি তথ্য (fact) জানতে চাওয়া হয়েছে।
২. সবগুলো প্রশ্নে পড়ে বুঝে নিতে হবে কোন বিষয়ে জানতে চাওয়া হচ্ছে। এক্ষেত্রে প্রশ্নের মুল শব্দগুলো (key words) ব্যবহার করে প্যাসেজের কাঙ্ক্ষিত জায়গাটি খুজে বের করা যেতে পারে।
৩. প্যাসেজ দ্রুত পড়ে (skim) কোন প্যরাগ্রাফগুলো ভালোমত পড়া লাগবে তা খুজে বের করতে হবে। সাধারনত true/false/not given প্রশ্নগুলো প্যারাগ্রাফের ধারাবাহিকতা অনুযায়ী আসে। অর্থাৎ ১১ নং প্রশ্নের উত্তর ১০ নং প্রশ্নের পরেই পাওয়া যাবে।
৪. কোন প্যারাগ্রাফে প্রশ্নের উত্তর পাওয়া গেল তা প্রশ্নের পাশে লিখে রাখতে হবে। যেমন ১১ নং প্রশ্নের পাশে লিখে রাখা হল paragraph E.
৫. পুড়ো প্রশ্ন বার বার পড়তে হবে এবং কিছু শব্দের দিকে (tricky words) যেমন usually বিশেষ খেয়াল রাখতে হবে।
৬. প্যাসেজের যে শব্দগুলো থেকে সঠিক উত্তর পাওয়া যাচ্ছে, সেগুলো underline করে রাখতে হবে। এভাবে পরবর্তীতে উত্তর পরিবর্তন করা সহজ হয়।
আরেকটি পদ্ধতি হতে পারে প্রথমে true উত্তরগুলো খুজে বের করে ফেলতে হবে যেহেতু এদের খুজে বের করা সহজ। পরবর্তীতে false এবং not given উত্তর গুলো বের করতে হবে।
IELTS reading text completion questions
এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে রিডিং প্যাসেজ থেকে শব্দ নিয়ে কিছু লাইন পূরণ করতে হবে। মাঝে মাঝে কয়েকটি লাইন নিয়ে বা একটি টেবিল দিয়ে বা ছোট একটি সারাংশ (summary) দিয়ে প্রশ্ন থাকবে যা রিডিং প্যাসেজ থেকে উত্তর নিয়ে পূরণ করতে হবে।
Common Problems
১। এই ধরণের প্রশ্নে উত্তর করার জন্য পুরো প্যাসেজ পড়ে সবকিছু বোঝার চেস্টা করে অনেক সময় অপচয় হয়। এরকম না করে প্রশ্নের সারাংশ বোঝা দরকার।
২। অনেকে প্রশ্নে থাকা শব্দগুলো প্যাসেজে খোজে যাতে করে সময় নস্ট হয়।
৩। summary type প্রশ্নের ক্ষেত্রে গ্র্যামার অনুসরণ না করা আরেকটি ভুল। প্রশ্নোত্তর ব্যাকরণগত ভাবে ঠিক না হলে উত্তর ভুল হিসেবে ধরা হবে।
৪। অনেক সময় প্যাসেজ থেকে শব্দ তুলে দেয়া হয় যাতে পরীক্ষার্থী সেটিকে সঠিক উত্তর হিসেবে ধরে নেয়। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে উত্তর হয় কোন synonym বা প্রতিশব্দ।
Tips
১। রিডিং সেকশনের অন্যান্য প্রশ্নের মত এক্ষেত্রেও উত্তর অনুমান করতে হবে কারণ সঠিক অনুমান করতে পারলে উত্তর খুজে পাওয়া অনেকটাই সোজা হয়ে যায়।
২। প্রশ্নোত্তর noun/pronoun/verb/adjective হবে কিনা আগে থিক করতে হবে। উত্তর করার পর প্রশ্নোত্তর ব্যাকরন গত ভাবে ঠিক হচ্ছে নাকি তাও যাচাই করে নিতে হবে।
৩। প্যাসেজ থেকে হুবহু শব্দ না মিলিয়ে synonyms এবং paraphrase নিয়ে সতর্ক থাকতে হবে।
৪। উত্তর খুজে না পেলে একটি প্রশ্নের পেছনে সময় নষ্ট না করে পরবর্তী প্রশ্নগুলো উত্তর করতে হবে। সব প্রশ্নোত্তর শেষে বাকি থাকা প্রশ্নগুলো নিয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে উত্তর নিয়ে সন্দেহ থাকা প্রশ্নগুলোকে মার্ক করে রাখলে ভালো হয়।
৫। প্রশ্ন প্যাসেজে থাকা প্যারাগ্রাফের ধারাবাহিকতা অনুসারে আসবে।
৬। এধরনের প্রশ্নের ক্ষেত্রে মাঝে মাঝে সম্ভাব্য উত্তরের তালিকা দেয়া থাকে। যে শব্দগুলো উত্তর হিসেবে grammatically বা ব্যাকরণগতভাবে ভুল হবে প্রথমেই সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে।
Strategy
১। প্রশ্ন খুব মনোযোগের সাথে পড়তে হবে। সর্বোচ্চ কয়টি শব্দ উত্তর হিসেবে নির্বাচন করা যাবে সেদিকে খেয়াল রাখতে হবে।
২। summary type প্রশ্নের ক্ষেত্রে পুরো summary পড়ে অর্থ বুঝতে হবে।
৩। প্রথমে প্রশ্ন পড়ে উত্তরকি হতে পারে তা অনুমান করে নিতে হবে, একই সাথে কি ধরণের শব্দ (noun/pronoun/adjective/adverb) উত্তর হতে পারে তা ঠিক করতে হবে। এর পর প্যসেজ পড়া শুরু করতে হবে।
৪। সম্ভাব্য উত্তরের তালিকা দেয়া থাকলে ২-৩ টি শব্দ যারা প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ তাদেরকে খুজে বের করতে হবে।
৫। প্যাসেজের কোন প্যারাগ্রাফের সাথে summary সামঞ্জস্যপূর্ণ তা খুজে বের করতে হবে।
৬। প্রশ্নে থেকে সম্ভাব্য প্রতিশব্দ অনুমান করতে হবে।
৭। উত্তরের জন্য প্রশ্ন নির্বাচন করার পর প্রশ্নোত্তরটি ব্যাকরণগত ভাবে ঠিক আছে কিনা তা দেখতে হবে। grammatically বা ব্যাকরণগত ভাবে ভুল উত্তরের জন্য নম্বর পাওয়া যাবে না।