কেউ পরাজিত নয়
প্রেক্ষাপট একই চরিত্র ভিন্ন। বিয়ের জন্য কনে দেখা চলছে। প্রথম যে কনেটি দেখে আসছিলাম তা ছিল বাবার পচন্দ। মেয়েটা একটু মোটা আর বাঁচাল টাইপের। আমি অমত করিনি।আমি জানতাম বিপদে পড়তে যাচ্ছি তারপরও পরিবারের পাশে ছিলাম। তারপর একটা ঝড় এল। সেই ঝড়ে বিয়েটা শেষ মুহূর্তে এসে ভেঙ্গে গেল। এখানে আমার কিংবা ওই মেয়েটিরকোন ভূমিকা ছিলনা। যদিও খারাপ লাগলো মেয়েটির জন্য তারপরও আমি নিস্তার পেলাম। হাফ ছেড়ে বাচঁলাম। এবার দ্বিতীয় মেয়ে দেখে আসা। মেয়েটা বাঁচাল নয় তবে অতিরিক্তশুকনো। আমার সেটাই পচন্দ। সমস্যা হচ্ছে আর কেউ তাকে মেনে নিতে পারছেনা। আগের মেয়েটির ভয়ে যেখানে আমি ভীত ছিলাম ঠিক এই মেয়েটির জন্য পাগলপারা। জানিনাকেন। হয়তো শুকনো বলে। বিয়েটা হবে কিনা বুঝতেছিনা। আমার পরিবার আমার পাশে নাই। তারা ভিন্ন মেয়ে দেখছে। তারা মেয়েটাকে না দেখেই প্রস্তাবটা না করে দিয়েছে।বিষয়টা আমার খুব খারাপ লাগছে। একজন মানুষের রুপ কিংবা শরীর তার প্রধান কিছু নয়। কখনোই সেটা মূখ্য কিছু হতে পারেনা। দুনিয়া যাই বলুক বা যাই করুক আমি আমারমতো। নিজেকে বিকিয়ে দেওয়ার কোন মানে হয়না। এবার হয়তো সম্পূন্য ভিন্ন একটা সিদ্ধান্ত নিতে হবে দেখছি। হ্যাঁ আমি হাসিমুখে সেই ভিন্ন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আমি কখনো বিয়েরজন্য পাগল ছিলাম না। আমি বরং এই বিষয়টাকে সব সময় এড়িয়ে যেতাম। যেহেতু এখন সমস্যা দেখা দিচ্ছে আমাকে নিয়ে সুতরাং নিজেকে নিরপেক্ষ রাখাই উত্তম। আমি না হয়আমার ট্র্যাভেলিং, ফটোগ্রাফী আর লেখালেখির মাঝে নিজেকে ব্যাস্ত রাখলাম। এই খেলায় সবাই বিজয়ী হোক। :)
৬ জুন ২০১৭