পাত্রী দেখার প্রস্তুতি
১. প্রথমবার কনে দেখতে যাওয়ার সময় মনে রাখবেন এটাই কিন্তু আপনার প্রথম এবং শেষ কনে দেখা নয়। প্রথম দিকে যাকে দেখবেন ভাল লাগবে। সুতরাং টাসকী খাওয়া যাবেনা। কন্যা যদি বিশ্বসুন্দরী হয় তাও না।
২. কনে পছন্দের ক্ষেত্রে প্রেমের বিয়ে না হলে অবশ্যই পরিবারের বয়স্ক সদস্যদের মতামত নিবেন। তারা কিন্তু আপনার চেয়ে বেশি অভিজ্ঞ। তারা যা বলবে তা অপকটে মেনে নিবেন।
৩. কনে দেখে এসে কনের সাথে মোবাইল /ফেসবুকে কিংবা কোন প্রকার যোগাযোগ রাখবেননা। কারণ একদম শেষে এসেও বিয়ে ভাঙ্গার দৃষ্টান্ত অনেক। আর আপনার তো এখন কিছুই হয়নি।
৪. ঘটককের সব কথা বিশ্বাস করবেননা। কারণ তাদের কাজই হচ্ছে সুন্দর করে মিথ্যা বলে বিয়েটা লাগানো আর আপনার পকেট থেকে কিছু টাকা খসানো।
৫. ছবি দেখে কখনো কনে পছন্দ করবেননা। ছবিতে অনেক সময় অনেক সুন্দর মানুষকেও বিশ্রি দেখায়। তাই অবশ্যই সরাসরি দেখবেন।
৬. কনের সাথে অবশ্যই কনের মাকে ভালভাবে দেখে আসবেন। কেননা মেয়েরা সাধারনত মায়ের গুন পেয়ে থাকে।
প্রস্তুতি পর্ব
১. কনে দেখতে যাওয়ার সময পোষাকের ক্ষেত্রে ফরমাল শার্ট পেন্ট পরে যাবেন। টাই পরতে পারেন তবে এর চেয়ে বেশি কিছু না পরাই উত্তম। ভুলেও টিশার্ট পরবেননা। জিন্স এর পেন্ট না পরা উত্তম।
২. সম্বভ হলে শার্টটা ইন করে নিবেন।
৩. জুতার ক্ষেত্রে সু জুতা মাননসই।
৪. মোজা পরলে পা গন্ধ হয় এমন হলে জুতার ভিতর পাউডার লাগিয়ে নিতে ভুলবেননা।
৫. দাড়ি না রাখার অভ্যাস থাকলে সেটা কেটে যাবেন।
৬. চুলটাকে মার্জিতভাবে রাখতে হবে। লম্বা রাখা যাবেনা।
৭. সম্বভ হলে ফেইস ওয়াস করে যাবেন।
৮. পারউফিমের ক্ষেত্রে উগ্র ঘ্রানওয়ালা পারফিউম মাখবেননা।
৯. সানগ্লাস পরলে অবশ্যই সেটা খুলে রাখবেন কনে বাড়িতে গিয়ে।
যাওয়ার সময়
১. কনে দেখতে যাওয়ার সময় গাড়িতে খাবার পানি রাখবেন। বেশি বেশি পানি পান করবেন।
২. পকেট টিস্যু অবশ্যই সাথে রাখবেন গরম হোক আর শীত হোক।
৩. পরিবারের সদস্যদের জন্য আপনার সাধ্যমত কিছু জিনিস (মিষ্টি,নিমকি,জিলাপী, দই, বিষ্কিট) নিয়ে যাবেন।
৪. কনের বাড়িতে ছোট বাচ্চা আছে কিনা তা জেনে নিবেন। থাকলে চকলেট, চিপস, চানাচুর নিতে ভুলবেননা। এতে করে আপনি ছোট বাচ্চাদেরও সাপোর্ট পাবেন।
৫. যাওয়ার সময় কিংবা আসার সময় গাড়িতে ঘটক থাকলে তার সামনে সব কিছু বলবেননা। কে জানে সে হয়তো কনে পক্ষের ঘনিষ্ট লোক। যা বলার সব আপনার মা,বাবা,ভাই, বোনকে বলবেন।
কনে বাড়িতে গিয়ে
১. কনে বাড়িতে গিয়ে সবার সাথে নম্র ভাষায় কথা বলবেন।
২. কেউ কিছু জানতে চাইলে ছোট করে সুন্দর করে উত্তর দিবেন।
৩. অতিরিক্ত কথা বলা যাবেনা।
৪. বাচ্চাদের অবশ্যই আদর করবেন। তাদের সাথে মনখুলে গল্প করতে পারেন।
৫. বয়ষ্ক ব্যাক্তিদের সম্মান করবেন। বিশেষ করে কনের দাদা,দাদী, নানা, নানীদের সাথে মিশবেন এবং গল্প করবেন।
খাওয়ার সময়
১. খাওয়ার সময় খাওয়ার আদব মেনে চলুন।
২. প্রথমে নাস্তা দেওয়া হলে সেটা অল্প পরিমানে খাবেন যদি ভাত খাওয়ার প্ল্যান থাকে।
৩. নাস্তার আইটেল হিসাবে টেবিলে দেওয়া সব কিছু ট্রাই করবেন তবে অল্প পরিমান।
৪. ভাত খাওযার সময় অবশ্যই অল্প খাবেন এবং আস্তে ধীরে খাবেন।
৫. খাওয়ার সময় গল্প করা যাবেনা।
৬. জোরাজুরি করে খাওয়াবে তাই যাই দিবে অল্প পরিমানে নিবেন।
৭. খাওয়া শেষ হবার পর যেখান থেকে উঠে খাবার খেতে গিয়েছিলেন সেখানে গিয়ে বসবেন।
কনে দেখার সময়
১. কনে দেখার সময় কনফিডেন্ট থাকাটা বেশ জরুরী।
২. কনের সাথে কথা বলার সময় ঘাবড়াবেননা। কনের চোখের সাথে চোখ রেখে কথা বলুন। মুখের চেয়ে হাত-পা ভাল করে দেখুন।
৩. প্রথমে নাম, তারপর পড়াশুনার কথা জানতে চাইবেন।
৪. কনেরটা বলা হয়ে গেলে আপনার নাম, পড়াশুনা ইত্যাদি নিজ থেকে বলবেন।
৫. তারপর আবার জানতে চাইবেন তার পছন্দের বিষয় কি বা যেখানে পড়াশুনা করে সেখানকার কোন স্যার বা বিষয় নিয়ে কথা বলতে পারেন। এতে করে কনে আপনার সাথে ফ্রি হয়ে যাবে।
৬. এরপর রান্না করা জানে কিনা, অবসর সময়ে কি করে তা জানতে চাইবেন।
৭. মাঝেমাঝে আপনার নিজের বিষয়ে তাকে জানাবেন। এই যেমন আপনি কি পারেন বা পছন্দ করেন।
৮. নিজের সম্পর্কে কখনোই বাড়িয়ে বলবেননা। আপনার কোন সমস্যা থাকলে সেটা খুলাখুলিভাবে কন্যার সাথে শেয়ার করুন।
৯. খেলাধুলা নিয়ে কথা বলতে পারেন। ক্রিকেট ফুটবলে কোন দল সাপোর্ট করে জানতে পারেন। আপনি কোন দল সাপোর্ট করেন সেটা কিন্তু জানাতে ভুলবেননা।
১০. কনে চাকুরিজীবি হলে তার স্যালারি কত বা জব রিলেটেড বেশি কোন প্রশ্ন করবেননা।
১১. সবার শেষে কনের কাছে জানতে চাইবেন এ বিয়েতে তারমত আছে কিনা এবং তার আর আপনার সম্পর্কে কোন কিছু জানার আছে কিনা
কনে দেখার পর
১. কনে পচন্দ হোক আর না হোক কনে বাড়ির সবার সাথে ভাল ব্যবহার করবেন।
২. কনে পছন্দ হলে কনের কাছে ভুলে মোবাইল নাম্বার কিংবা ফেসবুক আইডি আবার চেয়ে বসবেননা।
৩. কনে পছন্দ না হলেও কনে বাড়িতে সবার সামনে সেটা বলা যাবেনা।
৪. কনে অপছন্দ হলে ঘটক কিংবা আপনার সাথে যার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাকে বলবেন।
৫. আসার সময় সম্বভ হলে কনের কাছ থেকে বিদায় নিয়ে আসবেন।
৬. কনের বাড়ির বুয়াদের কিছু টিপস দিয়ে আসবেন। এতে করে বুয়াদের মনও পাবেন। 😊
৭. যদি কনে পছন্দ না হয় তবে কনের ছবি আপনার ফেসবুকে আপলোড কিংবা বন্ধুদের সাথে শেয়ার করবেননা।
৮. আখতের আগে কিংবা বিয়ের তারিখ ঠিক হবার আগ পযর্ন্ত কনে সাথে বা কনে বাড়ির কারো সাথে যোগাযোগ করবেননা। এটা অভিবাবকের বিষয়।