প্ল্যানিং - ১০ মিনিট
টাস্ক ২ লেখার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্ল্যান করা প্রথমে। কি প্ল্যান? বডি সেকশন ১ এবং ২ এ কি কি পয়েন্ট নিয়ে কিভাবে আমরা লিখবো এবং কি কি উদাহরন দিবো তার প্ল্যান। চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের প্ল্যানিং লেসন।
প্ল্যানিং লেসনটার প্ল্যান করতে গিয়ে আমারা একে তিনটি পার্টে বিভক্ত করি। পার্টটাকে আরো সহজ ভাষায় স্টেপ বলা যায়। সুতরাং বুঝতেই পারছেন আমাদের প্ল্যানিং লেসনটা তিনটি স্টেপে এগুচ্ছে। হ্যাঁ আপনাকেও এই তিনটি স্টেপ ফলো করতে হবে যখন টাস্ক-২ এর প্ল্যানিং করবেন।
Step 1:
সময়: ২ মিনিট
আমাদের যা করতে হবে-
Read and UNDERSTAND the question.
Highlight/underline keywords
Step 2:
সময়: ২ মিনিট
আমাদের যা করতে হবে-
Plan your essay structure
আমাদের Essay স্টাকচারটি হবে
1. Introduction - topic+ short answer (2 sentences)
2. Body 1 - 5 sentences
3. Body 2 - 5 sentences
4. Conclusion - repeat answer (1 sentence)
Step 3:
সময়: ৬ মিনিট
আমাদের যা করতে হবে-
Plan idea for the 2 main paragraphs (body 1 & body 2)
কিভাবে প্ল্যান করবো?
- প্রথমে Step 1 এর হাইলাইটস করা কিওয়ার্ড (টপিক) নিয়ে চিন্তা করতে হবে
- মাথায় যে যে আইডিয়া আসবে তা সাথে সাথে লিখে ফেলতে হবে
- আইডিয়াটাকে ’কেন’ দিয়ে প্রশ্ন করতে হবে
- আইডিয়ার স্বপক্ষে উদাহরন নিয়ে চিন্তা করতে হবে
- সর্বশেষে আইডিয়াগুলোকে সুন্দরভাবে নাম্বার দিয়ে সাজাতে হবে
প্র্যাকটিকাল প্ল্যানিং
Question: Some people think that it is more effective for students to study in group, while others believe that it is better for them to study alone.
Discuss both views and give your own opinion.
Step 1:
প্রথমে প্রশ্নটি পড়ে আমরা বুঝলাম যে এটি একটি Discussion (+Opinion) টাইপ প্রশ্ন
আমরা কিওয়ার্ডগুলো হাইলাইটস করলাম - more effective study in group/ study alone
Step 2:
যেহেতু প্রশ্নটি Discussion (+Opinion) টাইপ তাই নিচে স্টাইলটি ফলো করতে পারি স্টাকচারের জন্য।
1. Introduction: Introduce the topic (both sides). Then, give your opinion. - 2 sentences
2. Body Paragraph 1: Discuss one side (opposite site to your opinion) - 5 sentences
3. Body Paragraph 2: Discuss another side (same side as your opinion) - 5 sentences
4. Conclusion: Paraphrase the introduction. - 1 sentence
এবার আমরা Essay টিকে যে স্টাকচারে লিখবো তার প্ল্যান করলাম
Introduction:
Topic: Study in group or alone.
My Opinion: Sometimes better alone, usually better in a group.
Body Paragraph 1: Benefits studying in alone
Body Paragraph 2: Benefits of group study (my opinion)
Conclusion:
Repeat My Opinion (Paraphrase): Both have benefits but I prefer group study.
Step 3:
সর্বশেষ স্টেপে আমরা শুধুমাত্র Body Paragraph 1 এবং Body Paragraph 2 নিয়ে কাজ করবো। আমি যেটার পক্ষে এবং আমি যেটার পক্ষে নয় সেটা নিয়ে আলোচনা করবো। যেহেতু উদাহরনের প্রশ্নে কোন পক্ষে বিপক্ষে যুক্তি দেখাতে বলেনি তাই উভয় টপিকের বেনিফিট নিয়ে আমরা ডিসকাশন করবো।
B1- Benefits studying in alone: ৩ মিনিট সময় লিখতে হবে ৩/৪ টি বেনিফিট এর কথা
প্রথমেই চিন্তা করতে হবে একা একা পড়লে কি কি লাভ হতে পারে।
(মাথায় যা আসবে তা লিখে রাখবো)
Idea: Concentrate better
Why: no distractions
Example: Easy to read book or article
Idea: Study at own pace (quickly or slowly)
Why:
Example: When revising for an exam
Idea: Memorize Information
Why:
Example:
B2- Benefits of group study: ৩ মিনিট সময় লিখতে হবে ৩/৪ টি বেনিফিট এর কথা
এবার চিন্তা করতে হবে গ্রুপ স্টাডি করলে কি কি লাভ হতে পারে।
(মাথায় যা আসবে তা লিখে রাখবো)
Idea: More Idea
Why: Share knowledge, gather more information
Example:Doing a research project
Idea: Learn from each other
Why:
Example:
Idea:More motivating
Why:sense of competition
Example:
বলে রাখা ভাল মাথায় কিন্তু অনেক আইডিয়া আসতে পারে। যে আইডিয়ার Why দিয়ে প্রশ্ন করে কোন উত্তর পাবোনা সেটি বাদ দিয়ে দিব।