আই.ই.এল.টি.এস শুন্য থেকে শুরু
International English Language Testing System
পরীক্ষা পদ্ধতি
IELTS পরীক্ষা দুই ভাগে বিভক্ত
১. একাডেমিক
২. জেনারেল
একাডেমিক: একাডেমিক পরীক্ষা হচ্ছে তাদের জন্য যারা IELTS করে পড়াশুনার জন্য বাহিরে যেতে চায়।
জেনারেল: জেনারেল পরীক্ষা হচ্ছে তাদের জন্য যারা স্কিল মাইগ্রেশন বা ইমিগ্রেশনের জন্য বাহিরে যেতে চায়।
মডিউল:
উভয় IELTS এর মডিউল হচ্ছে ৪ টি। অর্থাৎ এই চার বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে। প্রতিটা বিষয়ের জন্য আলাদা সময় বরাদ্ধ থাকবে পরীক্ষাতে। তো এক নজরে দেখে নেওয়া যাক চারটি মডিউল কি কি।
1. Writing
2. Reading
3. Listening
4. Speaking
Writing
সময়: ৬০ মিনিট
লিখতে হবে: ৪০০ শব্দ
টাস্ক থাকবে: ২ টি
টাস্ক -১ :
বিষয়: ছবি/চার্ট/গ্রাফ বিশ্লেষন করে লিখতে হবে।
সময়: ২০ মিনিট।
লিখতে হবে: সর্বনিন্ম ১৫০ শব্দ।
টাস্ক -২:
বিষয়: যেকোন একটা টপিক এর উপর লিখতে হবে।
সময়: ৪০ মিনিট।
লিখতে হবে: সর্বনিন্ম ২৫০ শব্দ
Reading
সময়: ৬০ মিনিট
লিখতে হবে: ৪০ টি প্রশ্নের উত্তর
টাস্ক থাকবে: ৩ টি পেসেজ পড়ে ওখান থেকে ৪০ টি প্রশ্নের উত্তর গুলো বের করা।
Listening
সময়: ৩০ মিনিট
লিখতে হবে: ৪০ টি প্রশ্নের উত্তর
টাস্ক থাকবে: হেড ফোনের মাধ্যমে ভয়েস শুনে শুনে ৪০ টি প্রশ্নের উত্তর লেখা।
Speaking
সময়: ১২ থেকে ১৫ মিনিট।
বলতে হবে:
টাস্ক থাকবে:
মোদ্দাকথা:
Writing: ৬০ মিনিট সময়ে ২ টা টাস্ক শেষ করতে হবে।
Reading: ৬০ মিনিট সময়ে ৩টা পেসেজ পড়ে ৪০টা উত্তর দিতে হবে।
Listening: ৩০ মিনিট শুনে ৪০ টা প্রশ্নের উত্তর দিতে হবে।
Speaking: ১২ থেকে ১৫ মিনিট কথা বলতে হবে।
সর্বমোট ২ ঘন্টা ৪৫ মিনিটে ৮০ টা প্রশ্নের উত্তর দিয়ে ২ টা প্যারাপ্রারাফ লিখে ১৫ মিনিট কথা বলতে হবে।