মেঘের রাজ্য সাজেক
অত:পর স্বপ্ন সত্যি হল। ঘুরে এলাম মেঘ আর পাহাড়ের রাজ্য সাজেক থেকে। অবশ্যই ধন্যবাদ জানাতে হয় Razib Abdullah ভাইকে তাদের ইভেন্টে আমাকেনেওয়ার জন্য। বলে রাখা ভাল আমি কিন্তু তাদের কাউকেই চিনতাম না। ঢাকা থেকে বাসে উঠার সময় সবার সাথে পরিচয়। মনে যদিও একটু একটু ভয় কাজকরছিল কিন্তু ভাই আর ভাবীদের আন্তরিকতায় নিজের পরিচয় হারাতে বসেছিলাম। কখনোই মনে হয়নি আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আরেকটা ধন্যবাদ Rajib Sohel ভাইকে। উনি অসুস্থ অবস্থায় আমার সাথে দেখা করতে এসেছিলেন। ভাইটির আশু সুস্থতা কামনা করছি। দলের ১৭ জন মানুষ সবার সাথে হয়তোতেমন ভাবে কথা বলার সময় এবং সূযোগ হয়নি তারপরও যাদের সাথে বেশি সময় কাটিয়েছিলাম তাদের মধ্যে একজন হচ্ছে মেহেদী ভাই। ছবি তোলার জন্যপাগল এই ভাইটি প্রকৃতির কাছাকাছি গিয়ে একদম শিশু হয়ে গিয়েছিলেন। কমন একটা কথা ছিল তার ‘ভাই আমরা তো এখন সবার উপরে তাইনা’। আসলেইআমরা সবার উপরে ছিলাম। সাজেক ভ্যালীর সবচেয়ে উচু পাহাড়ে রক প্যরাডাইস কটেজটি আমাদের দখলে ছিল। মেহেদী ভাবী রাজিব ভাইয়ের বউ। যদিভাবির নাম এখনো পযর্ন্ত জানিনা শুধু রাজীব ভাবী বলে ডাক দিলেই সাড়া দিতেন। উনি ছবি তুলতে বেশ বিব্রত বোধ করতেন। বেশ জ্বালাতন করেছি ভাবীরছবি তুলে যদিও তিনি কিছু মনে করেননি। আরেক দম্পতি গফুর ভাই আর সীমা আপু। তাদের আন্তরিকতা কখনো ভুলার মতো নয়। সীমা ভাবির রুমমেটসিলেটি ছিল তাই উনি একটু একটু সিলেটি ভাষা পারতেন। মাঝে মাঝে আমার সাথে সিলেটি কথা বলতেন। ফেরার পথে ঢাকা আসার পর ভাই আর ভাবী বায়নাধরলেন তাদের বাসায় যাবার জন্য। হোটেল আল ফারুকে বেশ কিছুক্ষন তারা বসেও ছিলেন। কথা দিয়ে আসতে হল নেক্সট টাইম ঢাকা গিয়ে তাদের বাসায়অবশ্যই অবশ্যই উঠবো। শতাব্দী আপু বেশ মজার মানুষ। ঢাকা ইডেনে পড়ুয়া এই আপুটির একটি গল্প এখনো মনে পড়লে হাসি পায়। উনি নাকি উনার কোন একবান্ধবীর বাসায় একবার বেড়াতে গিয়েছিলেন। তখন শীতকাল ছিল। লেপমুড়ি দিয়ে উনি আর উনার বান্ধবীটি শুয়ে ছিলেন। বান্ধবীর মা টি ছিল সাক্ষাৎদাজ্জাল মহিলা। লেপ সরিয়ে উনাকে চেক করেছিল উনি ছেলে নাকি মেয়ে সেটা দেখার জন্য। জগতে এমন মহিলা পাওয়া বিরল। শতাব্দী আপু রাজিব ভাইকে খালুবলে ডাকতেন। আমাদের আরেক ভাই মাছুম। মাছুম মাছুম চেহারা। বেশ মজার মানুষ। মাঝেমাঝে উনিও রাজিব ভাইকে রাজিব খালু বলে ডেকে বিব্রত করেফেলতেন। সায়েমা আপু সর্বদা হাসিখুশি একটি মানুষ। যাত্রাপথের ক্লান্তি ধকল করাটা বেশ কঠিন ছিল উনার জন্য। সাজেক এসেই তাই ঘুম। উনার ঘুম ভাঙ্গলোযখন সাজেকের আকাশ তখন তারাময়। যাহোক এই ট্যুরটি আমার জীবনের সেরা একটি ট্যুর ছিল।
#shajeker golpo #shajek #shajek jete #shajek jabar tips