স্মার্ট ফোনের স্মার্ট ইউজ
যুগ এখন স্মার্টফোনের ।চারিদিকে স্মার্টফোনের জয়জয়কার। নামে স্মার্টফোন হলেও ব্যাটারীর দিক থেকে এ ফোন বড়ই আনস্মার্ট। চার্জ ফুরিয়ে যাওয়ার সমস্যায় পড়েননি এমন মানুষ খুজে পাওয়া দুষ্কর। অপরিচিত স্থানে হঠাৎ ব্যাটারীর আয়ু ফুরিয়ে গেলে এ নিয়ে সমস্যার অন্ত থাকেনা। অথচ সহজ কিছু টিপস মেনে চললে সহজেই বাড়তে পারেন আপনার স্মার্টফোনের ব্যাটারী ব্যাকআপ। চলুন একনজর দেখে নেই সেই টিপসগুলো-
বন্ধ রাখুন ব্লু-টুথ এবং ওয়াই-ফাই অপশন:
প্রায়ই আমরা অপ্রয়োজনে অন করে রাখি স্মার্টফোনের ব্লু-টুথ অথবা ওয়াই-ফাই অপশন যা কিনা ব্যাটারীর চার্জ দ্রুত নি:শেষ করার যথেষ্ট। তাই প্রয়োজন ছাড়া বন্ধ রাখুন আপনার স্মার্টফোনের ব্লু-টুথ এবং ওয়াই-ফাই কানেকশন। ব্যাটারীর আয়ু বাড়ানোর জন্য এটি হচ্ছে প্রথম এবং প্রধান শর্ত।
ভাইব্রেশন মুডকে না বলুন:
কেবল স্মার্টফোন নয় যেকোন ফোনের চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ার অনত্যম কারন হচ্ছে ফোনের ভাইব্রেটর নামক ডিভাইসটি। ছোট মটরের মতো দেখতে এই ডিভাইসটি আপনার অজান্তেই অতী অল্প সময়ের মধ্যে স্মার্টফোনের ব্যাটারীকে খালি করে দিতে পারে। তাই একান্ত প্রয়োজন ছাড়া বেশী সময়ের জন্য ভাইব্রেশন মুড অন রাখবেননা।
ওয়ালপেপার নির্বাচনে সতর্ক হোন:
অনেকেই মোবাইলের ওয়ালপেপার হিসাবে এনিমেশন রাখতে পছন্দ করেন যা ব্যাটারীর জন্য ক্ষতিকর। এনিমেশন চলা অবস্থায় দ্রুত চার্জ শেষ হয়। তাই ওয়ালপেপার হিসাবে এনিমেশন এড়িয়ে চলুন।
কমিয়ে দিন স্ক্রিনের ব্রাইটনেস:
আপনার চোখের সাথে এডজাষ্ট করে কমিয়ে দিন স্মার্টফোনের স্ক্রিন ব্রাইটনেস।এতে করে যেমন চোখ ভাল থাকবে ঠিক তেমনি ভাল থাকবে আপনার স্মার্টফোনের ব্যাটারী। সহজে চার্জ ফুরিয়ে যাওয়ার বিষয়টি এড়াতে এই টিপসটি খুবই উপকারী।
প্রয়োজন ছাড়া সিনক্রোনাইজিং নয়:
খুব বেশী প্রয়োজন না হলে ফোনের অটো সিনক্রোনাইজিং অপশনটি বন্ধ রাখুন। প্রয়োজন হলে ম্যানুয়ালী সিনক্রোনাইজিং করে নিন প্রয়োজনিয় এ্যাপসটির। এতে ব্যাটারীর চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়া থেকে নিস্তার পাবেন।
অতিরিক্ত এ্যাপস ইনষ্টল থেকে বিরত থাকুন:
ফোনে অতিরিক্ত এ্যাপস ইনষ্টল করলে তা যেমন ফোনের কার্যক্ষমতা কমায় ঠিক তেমনি ব্যাটারীর উপর চাপ ফেলে। ফলে দ্রুত চার্জহীন হয়ে যায় আপনার শখের ডিভাইসটি। প্রয়োজনীয় অ্যাপস ছাড়া তাই সব সময় অপ্রয়োজনীয় এ্যাপসগুলো আনইনষ্টল করতে ভুলবেননা যেন।
তাছাড়াও এখন বিভিন্ন রকম এ্যাপস পাওয়া যায় যেগুলো আপনার ফোনের ব্যাটারী মনিটরিং এবং অপ্রয়োজনিয় টাষ্ক কিলিং করতে পারে। গুগল প্লে থেকে ভাল রেটিং দেখে এই রকম যেকোন একটি এ্যাপস ডাউনলোড করে নিন।স্মার্টলি ইউজ করুন আপনার স্মার্টফোন আর স্মার্ট থাকুন সব সময়।