যুক্তি
যুক্তির কাছে মানি আমি হার
যুক্তিকে বড় ভয় পাই আমি।
যুক্তির যাতাকলে পিষ্ট আমার হৃদয়
যুক্তিকে নিয়ে তাই উক্তি খুজি আমি।
যুক্তির বাহিরের জীবনের সন্ধানে
যুক্তির সুখ খুজি আমি।
যুক্তির মুক্তিতে নতুন এক যুক্তিতে
যুক্তির প্রশ্নের সম্মুখিন হই আমি।
০৭/০৬/০৭