ফ্রিজ কেনার আগে
ফ্রিজ কেনার আগে প্রথম যে জিনিসটা ভাবতে হবে তা হল আপনার পরিবারের মানুষ কত জন? যদি ছোট পরিবার হয় তবে বড় ফ্রিজ কেনার দরকারই বা কি? ভাবছেন সামনেতো মানুষ বাড়বে ! তো মানুষ বাড়বে ঠিক আছে দিন দিন ফ্রিজের আয়ু কি বাড়তেই থাকবে। কি সব অলুক্ষনে কথা। ছোট পরিবার বড় হতে হতে ফ্রিজের আয়ু যে শেষ হবে সেটারকথাও মাথায় রাখতে হয়। মনে রাখবেন এটাই আপনার জীবনের শেষ ফ্রিজ নয়। আজ যে টেকনোলজির ফ্রিজ কিনছেন আগামী বছর যে আরো ভাল আরো উন্নত টেকনোলজিরফ্রিজ বাজারে আসবেনা তাও নয়। তাছাড়া বড় ফ্রিজের বড় বড় বিদ্যুৎ বিল তো আছেই। সুতরাং যার যেটা দরকার ঠিক সেটাই কিনবেন।
কি জন্য কিনবেন?
এক দরজাওয়ালা ফ্রিজ নাকি দুই দরজাওয়ালা নাকি..? নির্ভর করছে আপনার বাজেট আর দরকারের উপর। বাজেট বেশি এবং দরকার বেশি হলে বড় ফ্রিজ যত দরজাওয়ালা পারেনকিনুন। আর কম বাজেট হলে এক দরজা নিয়েই সন্তুষ্ট থাকুন। বেশি দরজার যে বেশি সুবিধা তা কিন্তু নয়।
ফ্রষ্ট বনাম নন ফ্রষ্ট ফ্রিজ
এবার আসা যাক প্রথম বিতর্কে। আমাদের আজকের বিতর্কের বিষয় ফ্রষ্ট বনাম নন ফ্রষ্ট ফ্রিজ। বিতর্কের বিষয় ছেড়ে আপনার বাসায় চলে যাই চলুন। আচ্ছা আপনার বাসা তথাআপনার এরিয়ায় কি ঘনঘন কারেন্ট যায় নাকি তাও ৫/৬ ঘন্টার জন্য? যদি উত্তর হ্যাঁ হয় তবে চোখ বন্ধ করে ফ্রষ্ট ফ্রিজের দিকে হাত বাড়ান। আর আপনি যদি ভি আই পি হোনকিংবা আপনার এরিয়ায় কারেন্ট খুব যায় এমন হয় তবে রিকোমেন্ড করি নন ফ্রষ্ট ফ্রিজ কিনুন। হিসাবটা খুব সহজ ফ্রষ্ট ফ্রিজে বরফ জমবে। কারেন্ট গেল ৬/৭ ঘন্টা অনায়াসেব্যাকআপ দিবে। আর নন ফ্রষ্ট ফ্রিজে বরফ জমবেনা। যেহেতু বরফ জমছেনা সেহেতু কারেন্ট গিয়ে যদি ৩/৪ ঘন্টা ফ্রিজ বন্ধ থাকে তবে সব শ্যাষ। অন্যদিকে নন ফ্রষ্ট ফ্রিজের সুবিধাহচ্ছে যেহেতু বরফ জমছেনা সুতরাং খাবার বের করেই রান্না করা যায় পানিতে ভিজিয়ে রাখা লাগেনা।
কোন ব্যান্ডের কিনবেন?
বাজারে ফ্রিজের ব্র্যান্ডের অভাব নাই। কোন ব্র্যান্ডেরটা নিবেন? এই প্রশ্নের উত্তরটা নির্ভর করছে ফ্রষ্ট আর নন ফ্রষ্টের উপর। যদি নন ফ্রষ্ট নিতে চান তবে হিটাচি, শার্প, হোয়ার্লপুল নিতে পারেন। আর ফ্রষ্ট নিতে হলে আপনাকে ওই ব্র্যান্ডগুলোর আশাছেড়ে দিতে হবে। একমাত্র এল.জি আর ওয়ালটন ভরসা। এর বাহিরে চায়না প্রোডাক্ট কিনলে নিজ দায়িত্বে কিনতে হবে।
#fridge #fridge kenar age #fridge kinte #fridge kenar tips
কেনার সময় কি কি দেখবেন?
কম্প্রেসার : এটি কিন্তু ফ্রিজের প্রান। ইনভার্টার কম্প্রেসার রয়েছে যে ফ্রিজে সেটাই কিনুন। এখানে যদি একটু খরচ করতে হয়ে তবে মুক্ত হস্তে খরচ করুন। কেন ভাই কি যাদু আছে এই ইনর্ভাটারওলায়া কম্প্রেসারে? বড় যাদু হল এটা বিদ্যুৎ সাশ্রয়িআর ভোল্টেজ উঠানামার সমস্যাগুলো এড়িয়ে চলবে।
এনার্জি স্টার রেটিং: ফ্রিজের গায়ে দেখবেন এনার্জি স্টার এর মার্ক দেওয়া থাকবে। স্টার যত বেশি থাকবে তত ভাল। কি ভাল? এনার্জি সাশ্রয় হবে? কি বলেন ফ্রিজ আবার এনার্জি কি সাশ্রয় করবে ! ওই যে বিদ্যুৎ সাশ্রয় তথা আপনার মানিব্যাগেরসাশ্রয়। ফোর আর ফাইভ স্টারের রেটিংওয়ালা ফ্রিজগুলো সবচেয়ে ভাল। এখানেও বেশি এনার্জি স্টার নিতে বেশি অর্থ মুক্ত হস্তে দান করুন।
বড়ি এবং দরজা: একটু লক্ষ্য রাখবেন এইগুলো কি মেটাল নাকি ফাইবার দিয়ে তৈরি। যদি মেটাল হয় তবে জং ধরবে নিশ্চিত থাকুন। আর ফাইবার হলে কেল্লা ফতে। নে বাবা এবার আরাম করে ঘুমা।