সিলেট সফরনামা
সিলেটে আপনাকে স্বাগতম ! আপনি বাস অথবা ট্রেন (বিমান আর প্রাইভেট গাড়ি ছাড়া) যে মাধ্যমে আসেননা কেন আপনাকে প্রথমে নামতে হবে কদমতলী। জ্বি হ্যা কদমতলী। এবার কদম বাড়ানোর পালা। কদম বাড়াতে বাড়াতে আমরা জেনে নেইকদমতলীতেই রাস্তার এ পাশে হচ্ছে রেল স্টেশন এবং অপর পাশে বাস ষ্ট্যান্ড। সো ভয়ের কিছু নাই। কদমতলী থেকে কোথায় যাবেন? যদি আপনার গন্তব্য আগে থেকে ঠিক করা না থাকে তবে ভুলেও কদমতলীতে থাকার চেষ্টা করবেননা। কেনথাকবেননা? কারন টাকা ! বুঝতেই পারছেন। তো চলে আসুন তালতলা (যদি ব্যাচেলর হোন) আর যদি ভাবী নিয়ে আসেন তবে রিকোমেন্ড করি আগে থেকে জেনে আসুন। তারপরও যদি কিছু জানতে সক্ষম না হোন তবে আর কি করা। তালতলায়ইআসুন। একদম খালি ময়দান থেকে তালতলাও তো একটা ভাল আশ্রয়। ওকে কিভাবে আসবেন? দিনরাত ২৪ ঘন্টা তালতলাগামী বাস কিংবা কার কিছুই পাওয়ার সম্ভাবনা একদম নাই। আপনাকে চড়তে হবে রিক্সা অথবা সি.এন.জি। রিক্সা হলে ভাড়া৩০/৪০ যা দিবেন এবং সি.এন.জি হলে ৮০/১০০ দিলেই হবে। এরচেয়ে বেশি চাইলে দিবেননা। তালতলা আসার পথে যখন দেখবেন বড় একটা সেতু পার হচ্ছেন তখন চোখ বুঝে সুরমার স্বাদ গ্রহন করুন। তালতলায় নেমে আশে পাশে চোখ বুলান।অনেক হোটেল দেখবেন এখানে। হোটেল গুলশান, সুফিয়া, ইষ্ট এন্ড, হিল টাউন এবং আরো অনেক। চেষ্টা করুন গুলশান অথবা ইষ্ট এন্ড এ থাকার। যদি বড়লোক হোন তবে চলে যান হিল টাউন। আসা এবং থাকার চিন্তা শেষ। এবার খাওয়ার পালা।তালতলা কিছু না খেয়ে চলে যান পানসী অথবা পাঁচ ভাই। কিভাবে যাবেন? একটা রিক্সাকে ডেকে বলবেন জিন্দাবাজার নিয়ে যেতে। তালতলা থেকে জিন্দাবাজার যেতে সময় লাগবে মাত্র ৫ মিনিট যদি রাস্তায় জ্যাম না থাকে। জিন্দাবাজার গেলে আরআপনাকে পানসী কিংবা পাঁচ ভাই খুজে বের করা লাগবেনা ওরা আপনাকে খুজে নিবে। তো খাওয়াটাও শেষ এখন প্ল্যানিং।
প্ল্যানিং
যেকোন ভ্রমনের শুরুতেই প্রথম কাজ হচ্ছে প্ল্যানিং। আপনি যদি গন্তব্য সম্পর্কে সঠিক ধারনা না রাখেন তবে কিভাবে সেটা করবেন? আর সঠিক প্ল্যানিং ছাড়া কিভাবে সফল হবে আপনার ট্যুর। ভাবনা কি দেখে নিন সিলেট শহর থেকে বিভিন্ন পিকনিকস্পটের দূরত্ব। তো বাবা এবার নাকে তৈল দিয়ে প্ল্যানিং করুন।
সিলেট শহর থেকে বিভিন্ন জায়গার দূরত্ব জেনে নিন। আপনার পিকনিক প্ল্যানিং এ মারাত্মক কাজে দিবে।
জাফলং - ২ ঘন্টার রাস্তা। সাধারন যাতায়ত ব্যবস্থা ডাইরেক্ট বাস। ভাড়া ৬০ টাকা।
পাংতুমাই - ৩ ঘন্টা প্রায় (রাস্তা সরু এবং খারাপ)
বিছনাকান্দি - ২ ঘন্টা (রাস্তা খারাপ)। সাধারন যাতায়ত ব্যবস্থা সি.এন.জি।
শাহ পরানের মাজার - ১ ঘন্টা (সর্বোচ্চ)। সাধারন যাতায়ত ব্যবস্থা সি.এন.জি অথবা বাস।
শাহ জালালের মাজার - হোটেলের সাপেক্ষে ৫ থেকে ১০ মিনিট (রিক্সাযোগে)
কীন ব্রিজ - হোটেলের সাপেক্ষে ৫ থেকে ১০ মিনিট (রিক্সাযোগে)
কাজির বাজার সেতু - জিতু মিয়ার পয়েন্ট (আমার বাসার সামনে:) হোটেলের সাপেক্ষে ৫ থেকে ১০ মিনিট (রিক্সাযোগে)
রাতারগুল - ২ ঘন্টা। সাধারন যাতায়ত ব্যবস্থা সি.এন.জি।
মাধবকুন্ড - ৩ প্রায় (বড়লেখা যেতে ২ ঘন্টা লাগবে) সাধারন যাতায়ত ব্যবস্থা ডাইরেক্ট বাস। ভাড়া ৯০ টাকা।
শ্রীমঙ্গল - ২ ঘন্টা।সাধারন যাতায়ত ব্যবস্থা ডাইরেক্ট বাস কদমতলী থেকে।
সুনামগঞ্জ -২ ঘন্টা।সাধারন যাতায়ত ব্যবস্থা ডাইরেক্ট বাস কদমতলী থেকে।
মৌলভীবাজার -২ ঘন্টা।সাধারন যাতায়ত ব্যবস্থা ডাইরেক্ট বাস কদমতলী থেকে।
সিলেট থেকে কুলাউড়া - ২ঘন্টা (ট্রেন হলে ১ ঘন্টা) সাধারন যাতায়ত ব্যবস্থা ডাইরেক্ট বাস কদমতলী থেকে।
এছাড়া ট্রেনে করেও আপনি যেতে পারেন - কুলাউড়া, শ্রীমঙ্গল, শমসেরনগর .....
মাধবকুন্ড দেখে ফেরার সময় যে যে জায়গায় যেতে আপনার সময় লাগবে
বড়লেখা থেকে মৌলভীবাজার - ২ ঘন্টা। সাধারন যাতায়ত ব্যবস্থা বাস বড়লেখা অথবা কাঠালতলী থেকে।
বড়লেখা থেকে কুলাউড়া - ৪৫ মিনিট।সাধারন যাতায়ত ব্যবস্থা সি.এন.জি বড়লেখা অথবা কাঠালতলী থেকে।
বড়লেখা থেকে শ্রীমঙ্গল - ৩ ঘন্টা। প্রথমে কুলাউড়ায় যেতে হবে। তারপর বাস অথবা ট্রেনে যেতে হবে।
বড়লেখা থেকে হাকালূকি হাওর - ১ ঘন্টা। সাধারন যাতায়ত ব্যবস্থা সি.এন.জি বড়লেখা থেকে।
বড়লেখা থেকে কোন ট্রেন সার্ভিস নাই।
সিলেটে কোথায় উঠবেন?
সিলোট আইছোইন ভালা কথা এখন কই উঠতা? আহারে !
সিলেট:
হোটেল সুপ্রিম, মিরাবাজার, সিলেট (পরিবার নিয়ে হলে)
হোটেল ইষ্ট এন্ড, তালতলা, সিলেট (ছাত্র এবং কুমার ভাইদের জন্য) ফোন: ০৮২১-৭১৯২১২
বড়লেখা:
থাকার মতো হাতে গোনা কিছু হোটেল আছে কিন্তু মান তেমন ভাল হবেনা। নিজের বাড়িতো তাই খরচের ব্যপারে আইডিয়া নাই।
কুলাউড়া:
থাকার মতো তেমন ভাল কিছু পাবেন না। কিছু বোডিং আছে। খরচ খুবই কম।
শ্রীমঙ্গল:
হোটেল মহসিন প্লাজা, শ্রীমঙ্গল। ফোন: ০১৭১১৩৯০০৩৯
সুনামগঞ্জ:
জাফলং:
হোটেল গার্ডেন, মামার বাজার, জাফলং, সিলেট। ফোন: ০১৮১২-৩০০১২০
মৌলভীবাজার:
হোটেল পাপরিকা, সিলেট রোড, মৌলভীবাজার। ফোন: ০৮৬১- ৬২২২০, ০১৭১১০৩৫৫৩৯
* ধারাবাহিক ভাবে এটা আরো আপডেট করা হবে এবং যোগাযোগের নাম্বার দেওয়া হবে। অপেক্ষায় থাকুন।
কোথায় খাবেন?
সিলেট আসছেন আর রেস্টুরেন্টের অভাবে না খেয়ে থাকবেন ! প্রশ্নই আসেনা। মনে রাখবেন এটা ... নয় সিলেট !
হোটেন পানসী, জিন্দাবাজার সিলেট (খাবার শেষে পান খেয়ে যাবেন কিন্তু)
হোটেল পাঁচভাই, জিন্দাবাজার, সিলেট
আলপাইন, চৌহাট্টা, সিলেট
প্রীতিরাজ, জিন্দাবাজার, সিলেট
প্রেসিডেন্ট, উপশহর মেইন পয়েন্ট, সিলেট
সাফরন, শিবগঞ্জ,সিলেট।
* ভাই সাহেব, আরো রেস্টুরেন্টের নাম চান? সিলেট কিন্তু রেস্টুরেন্টের শহর। সমঝদার কেলিয়ে ইশারাই কাফি হে।
বিশেষ খাবার
ম্যানেজার স্টলের মিষ্টি, সেন্ট্রাল রোড মৌলভীবাজার।
শ্রীমঙ্গলের সাত কালার চা, শ্রীমঙ্গল।
পানসী রেস্টুরেন্টের পান, জিন্দাবাজার, সিলেট।
বড়লেখার সাতকরা, বড়লেখা, মৌলভীবাজার।
কিছু মারাত্মক পরামর্শ
চেষ্টা করবেন মাজারের আশেপাশে কোন হোটেলে না থাকতে। আরে ওরা তো দা নিয়ে আপনাদের জন্য বসে আছে ভাই। যাবেন আর জবাই দিবে। সাবধান।
সিলেট শহরটা খুব ছোট চেষ্টা করবেন হেটে বেড়াতে। বিশেষ করে কীন ব্রিজ, শাহ জালালের মাজার কিংবা কাজির বাজার সেতুতে যেতে চেষ্টা করবেন হেটে হেটে যেতে যদি আপনার সাথে মহিলা না থাকে।
ঢাকার মতো খুব ভোরে সিলেট শহর জাগেনা তাই খুব ভোরে ঘুম থেকে উঠে লাভ নাই :(
জাফলং, বিছনাকান্দি, লালাখাল, পাংথুমাই এইসব স্পটে যাওয়া এবং আসার পথে শাহ পরানের মাজার পড়বে। যদি দেখতে চান তবে আসার সময় দেখে আসবেন। খরচ বাচঁবে।
লালাখালে দিনটা মাঠি করবেন না। ওখানে সবকিছু দেখতে মাত্র ঘন্টা খানেক লাগে। বালুরচর ছাড়া আর কোথাও নামার দরকার নাই। বড়জোড় ২ ঘন্টার জন্য নৌকা ভাড়া করুন।
জাফলং থেকে ঘুরে আসার পথে লালখাল দেখতে পারবেন। খরচ বাচবে।ওখানে খাবার নিয়ে যাবার দরকার নাই। আরে ভাই আপনি প্রাকৃতিক সৌন্দয্য উপভোগ করতে যাচ্ছেন ; খেতে তো যাচ্ছেন না।
মাধবকুন্ড গেলে দুপুরে যাবার চেষ্টা করবেন। বিকাল হলে অন্ধকার হয়ে যায়।
মাধবকুন্ড থেকে চা-পাতা কিনবেন না। ওইগুলো আসলে লোকাল না।
হাকালুকি হাওরে বিকাল বেলা ঘুরতে মজা।
চেষ্টা করবেন সিলেটি ভাষায় একটু একটু কথা বলতে। কিভাবে বলবেন - মুখ দিয়ে বলবেন :)
বি:দ্র: উপরে উল্লেখিত হোটেল এবং রেস্টুরেন্টে আমার থাকা এবং খাওয়ার পূর্ব অভিঞ্জতা আছে বিধায় আমি তাদের নাম প্রকাশ করছি। হয়তো আমার অগোচরে আরো অনেক ভাল হোটেল কিংবা রেস্টুরেন্ট থাকতে পারে। তাছাড়া উল্লেখিত হোটেলএবং রেস্টুরেন্টের মান সব সময় একই নাও পেতে পারেন। সুতরাং অবশ্যই এবং অবশ্যই যাচাই করবেন।
#sylhet #travelling #sylhet travelling #sylhet tips
ডাউনলোড সেকশন
২. হোটেল ইষ্ট এন্ড বিজনেস কার্ড
৩. হোটেল গার্ডেন জাফলংবিজনেস কার্ড