প্রাণের টানে রক্ত দানে
রক্ত দেওয়ার যোগ্যতা:
বয়স: ১৮ থেকে ৬০ এর ভিতর
ওজন: ৪৫ কেজির উপর
৪ মাস অন্তর অন্তর।
রক্ত দিতে যাবার আগে:
১. অবশ্যই খেয়ে যাবেন। খালি পেটে রক্ত দিলে মাথা ঘুরে পড়ে যাবেন।
২. সাথে করে স্যালাইন মিশ্রিত পানি নিয়ে যাবেন।
৩. মেয়ে হলে অবশ্যই সাথে করে একজন পুরুষ মানুষ নিবেন।
৪. ছেলে হলেও আপনি প্রথমবার রক্ত দিতে গেলে একজন ফ্রেন্ডকে অবশ্যই সাথে নিবেন।
রক্ত দেওয়ার সময়:
১.অবশ্যই রোগীকে দেখে রক্ত দিবেন।
২.সুচ যখন ঢুকাবে তখন সুচের দিকে তাকাবেননা।
৩. রক্ত দেওয়ার আগে বা নিজে যখন দিবেন বা দেওয়ার পর ভুলেও রক্তের দিকে তাকাবেননা। অনেকের রক্ত দেখলে এমনিতেই মাথা ঘুরে।
৪. রক্ত দেওয়ার সময় কারো সাথে অন্য যেকোন বিষয় নিয়ে কথা বলুন। হাসিখুশি থাকুন।
রক্ত দেওয়ার পর:
১. রক্ত দেওয়ার পর বসে স্যালাইন মিশ্রিত পানি পান করুন যতটুকু সম্বভ। বারবার পান করতে থাকুন।
২. কিছুক্ষন রেষ্ট নিবেন।