একাডেমিক রাইটিং - বিশ্লেষন করি টাস্ক ১
সময়: ২০ মিনিট
প্রশ্ন: ১ টি টাস্ক
নূন্যতম শব্দ: ১৫০ শব্দ লিখতে হবে
টাস্ক
টাস্ক ১: ২০ মিনিটে ১৫০ শব্দ লিখতে হবে একটি ছবি/চার্ট/গ্রাফ বা টেবিল বিশ্লেষন করে।
টাস্ক ১ প্রশ্ন আসে ৬ ধরণের
1. Pie chart - হতে পারে সিঙ্গেল বা মাল্টিপল
2. Line graph - হতে পারে সিঙ্গেল বা মাল্টিপল লাইন গ্রাফ
3. Bar Chart - হতে পারে সিঙ্গেল বা মাল্টিপল বার চার্ট
4. Table - হতে পারে সিঙ্গেল বা মাল্টিপল টেবিল
5. Diagram comparing or Diagram
উল্লেখ্য যে Pie chart, Line Graph, Bar Chart, Table এর বর্ণনা লেখার নিয়ম এপকই।
#IELTS #IELTS tips #Basic IELTS #ielts writing #ielts writing task 1 #writing #writing task 1 tips #writing tips #ielts writing tips
টাস্ক ১ এর প্রস্তুতি:
১. প্রচুর অনুশিলন করতে হবে।
২. কোন একটি মেথড ফলো করতে হবে।
টাস্ক ১ লেখার ফরমেট: সিঙ্গেল গ্রাফ/চার্ট
1. Introduction - 1 Sentence
- paraphrase the question
- প্রশ্নে উল্লেখিত Verb, Adverb আর Adjective গুলো অবশ্যই পরিবর্তন করে Synonymy লিখতে হবে
2. Overview - 2 sentences
- summary of the most noticeable feature
- overall trend, highest/lowest figure
- অতিরিক্ত তথ্য যুক্ত করা যাবেনা
- কোন নাম্বার যুক্ত করা যাবেনা
3. Body 1 (single graph) - 3 Sentences
a. similar tend or Item 1
4. Body 2 (single graph) - 3 Sentences
b. anomalies or Item 2
টাস্ক ১ লেখার ফরমেট: ডাবল গ্রাফ/চার্ট
যদি প্রশ্নে একসাথে ২ টা গ্রাফ বা চার্ট দেওয়া থাকে তবে লেখার স্টাকচারে একটু ভিন্নতা আসবে। তখন নিচের স্টাকচারটি ফলো করতে হবে।
1. Introduction - 2 Sentences
- paraphrase the firs question then paraphrase the second question
- প্রশ্নে উল্লেখিত Verb, Adverb আর Adjective গুলো অবশ্যই পরিবর্তন করে Synonymy লিখতে হবে
2. Overview - 2 sentences
- summary of the most noticeable feature
- overall trend, highest/lowest figure
- অতিরিক্ত তথ্য যুক্ত করা যাবেনা
- কোন নাম্বার যুক্ত করা যাবেনা
3. Body 1 (double graph) - 3 Sentences
a. similar tend or Chart 1
4. Body 2 (single graph) - 3 Sentences
b. major difference or Chart 2
সিঙ্গেল এবং ডাল গ্রাফ এর বডি সেকশন
- বেশি করে কম্পরিজন থাকতে হবে
- একদম সব ডিটেইল লিখা যাবেনা
- শুধুমাত্র গুরুত্বপূর্ণ ডিটেই লিখতে হবে
- নিজের অভিমত যুক্ত করা যাবেনা।
* যদি ড্রায়গ্রাম হয় তবে Introduction আর Overview এর পর একটি মাত্র প্যারাগ্রাফ হবে।
টাইম ম্যানেজমেন্ট:
Planning + Introduction – 5 minutes
Body 1 – 5 minutes
Body 2 – 5 minutes
Conclusion – 5 minutes (plus checking)
পরীক্ষায়
১. টাস্ক ১ এর জন্য ২০ মিনিট সময় রাখবো।
২. ১৫০ শব্দের বদলে ২০০ শব্দে লিখবো।
৩. কোন কনক্লুশন থাকবেনা।
৪. নিজের অভিমত নয় বরং ফ্যাক্ট কি তা লেখবো।
৫. অভারভিউটা ২য় প্যারা হলে ভাল। অনেক সময় শেষে সময় পাওয়া যায়না।
৬. ভোকাবুলারি এবং স্পেলিং ঠিক থাকতে হবে
৭. Coherence (logical) and cohesion (related) হতে হবে লেখা
৮. পুরোটা ২০ মিনিট নয় বরং ১৫ মিনিটে লেখা শেষ করে সব কিছু পুনরায় চেক করতে হবে
৯. সিম্পল সেনটেন্সের বদলে কমপ্লেক সেইটেন্স ব্যবহার করতে হবে
যেমন: I like pizza. I don’t like mushroom pizza. My favorite is ham and cheese. না লিখে লেখা যায় – I like pizza, except mushroom pizza as my favorite is ham and cheese.
১০. পানচুয়েশন অবশ্যই সঠিক হতে হবে
১১. লেখায় এক শব্দ যাতে একাধিক বার না আসে সেটা খেয়াল রাখতে হবে। সিনোনেইম ইউজ করতে হবে।
১২. প্যাসিভ ভয়েসে সেইনটেন্স ব্যবহার করা যেতে পারে।
১৩. টাস্ক ১ এ টেনসের প্রতি মনযোগ রাখতে হবে।
পরীক্ষক যা দেখবে:
১. TA (Task Achievement): টাস্ক অ্যাসিভমেন্ট হল কত সুন্দর করে আনসার দেওয়া হয়েছে সেটা। টাস্ক অ্যাসিভমেন্টের মার্ক কাটা হয় যদি-
Incorrect Analysis
Reporting Every Details
Not enough comparison
২. CC (Coherence & Cohesion): Coherence হচ্ছে বডিটা Logical অর্ডারে সাজানো কিনা আর Cohesion হল লেখাগুলো রিলেটেড কিনা।
৩. LR (Lexical Resource): লেখায় ভোকাবুলারি কেমন ব্যবহার করা হয়েছে। একই শব্দ একাধিক বার ব্যবহৃত হয়েছে কিনা।
৪. GRA (Grammar): লেখাতে গ্রামারের রেঞ্জ কেমন। সবগুলো বাক্য একটিভ হলে মার্ক কাটা যেতে পারে। কিছু প্যাসিভ বাক্য লিখতে হবে।
Question Format: